এ যেন মেলা, নতুন ভাবনায় আলোর রেকর্ড চন্দননগরে! - JAGADHATRI PUJA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 10:41 PM IST

আলোয় ভাসছে চন্দননগর ৷ জগদ্ধাত্রী পুজোর সপ্তমী শুক্রবার ৷ আলোর মাধ্যমে কোথাও উঠে এসেছে কৃষ্ণলীলা, কোথাও আবার অ্যানিমেটেড থ্রিডি মডেল ৷ শহরের অলি-গলি ঢেখেছে আলোর চাদরে। আলোর এই জাদুতে মন মজেছে দর্শনার্থীদের। চন্দননগরের হেলাপুকুর, বিদ্যালঙ্কার, বড়বাজার, ফটোকগোড়া, পালপাড়া-সহ বিভিন্ন বড় বড় পুজো কমিটিগুলি আলোর জাদুতে চমক এনেছে। 

শ্রীকৃষ্ণের ননিচুরি, কৃষ্ণের বাল্যকাল, ছোটা ভিম, ডোরেমন, জোকার-সহ বিভিন্ন গল্প ফুটিয়ে তোলা হয়েছে স্ট্রিট লাইটে। চন্দননগরের আলো দুটি ভাগে বিভক্ত। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমীতে প্রতিটি পুজো কমিটি স্ট্রিট লাইট করে থাকে। অপরদিকে, সম্পূর্ণ ভিন্ন রূপে শোভাযাত্রার ভিন্ন আলোকসজ্জা করা হয়। পুজোর চার দিন সেই আলো দেখতেই দেশ-বিদেশে থেকে ভিড় জমান সাধারণ মানুষ।

চন্দননগরে দীর্ঘদিন ধরেই আলো দেখে আসছেন সুদীপ্ত মোদক। তিনি বলেন, "ছোট থেকেই আলো দেখছি তবে প্রথমে হ্যাচাকের আলো ছিল। কিন্তু এখন আর তা নেই। প্রযুক্তি বাড়ার সঙ্গে সঙ্গে আলোতে অভিনবত্ব এসেছে। যেভাবে পরিবর্তন ঘটেছে তাতে চন্দননগর নিজের প্রত্যাশা নিজেই বাড়িয়ে চলেছে।" 

চন্দননগর বিদ্যালঙ্কারের স্ট্রিট আলোর কাজ করেছেন শিল্পী সোমনাথ শেঠ। তিনি বলেন, "দূষণের ফলে ক্ষতি হচ্ছে ধানের। সেটাই আমাদের থিম। ধানের প্রকৃত রংয়ের পরিবর্তন হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীরও ক্ষতি হচ্ছে। আর তার জন্য দরকার শান্তি ফিরিয়ে আনা। সে কারণেই আলোর মাধ্যমে দু'টি সাদা পায়রা ওড়ানো হয়েছে ৷ "

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.