কপিলমুনি মন্দির রক্ষা করতে উদ্যোগী রাজ্য সরকার, তৈরি বিশেষ বাঁধ - Kapil Muni Temple - KAPIL MUNI TEMPLE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 6:11 PM IST

কথায় আছে,"সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার"। এই কথা এখন অবশ্য অতীত ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবছর গঙ্গাসাগর মেলার আগে কপিলমুনি মন্দির থেকে শুরু করে গোটা গঙ্গাসাগর সাজিয়ে তোলা হয়। কিন্তু মন্দিরের কাছে সমুদ্রের ভাঙন চিন্তার ভাঁজ ফেলেছে সরকারের কপালে। ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। সমুদ্র এগিয়ে আসছে কপিলমুনি মন্দিরের দিকে।

এবার কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র ভাঙন ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল সেচ দফতর। পরীক্ষামূলকভাবে কপিলমুনি মন্দির প্রাঙ্গণে পাঁচ নম্বর স্নান ঘাটের কাছে একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে এটি অবশ্য সাধারণ বাঁধ নয়। সমুদ্র এলাকায় এই ধরনের বিশেষ বাঁধ তৈরি হয় । একে বলা হয় স্পার্ক । এখানে অনেকটা জায়গাজুড়ে টানা বাঁধ তৈরি হয় ।  

রবিবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি জানান, গঙ্গাসাগরের নদী ভাঙন একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারের কাছে। গত বছর মেলায় প্রায় এক কোটি পুণ্যার্থী এসেছেন ৷এই স্পার্কের কাজ হল সমুদ্রের উত্তাল ঢেউকে সরাসরি উপকূলে আঘাত হানা থেকে বিরত রাখা। পরীক্ষামূলকভাবে গঙ্গাসাগরের পাঁচ নম্বর স্নান ঘাটের কাছে একটি স্পার্ক নির্মাণ করা হয়েছে। স্পার্ক অত্যন্ত কার্যকরী হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.