রামধনুর সাতটি রঙে সাজল রাধানগর রোড অ্যাথেলেটিক ক্লাবের পুজো মণ্ডপ - DURGA PUJA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Oct 12, 2024, 4:58 PM IST
Durga Puja 2024: আসানসোলের অন্যতম জনপ্রিয় পুজোগুলির মধ্যে একটি হল রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের পুজো । এ বছর তাদের পুজো 71তম বর্ষে পদার্পণ করল । রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের এ বছরের পুজোর থিম 'রামধনুর সাতটি রঙে' । একেবারে রঙিন ঝকমকে মণ্ডপ তৈরি হয়েছে এবার রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবে ।
বিভিন্ন রংয়ের পুতুল ও কাপড়ের অসাধারণ কাজ দিয়ে ভরিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ । তার সঙ্গে রয়েছে অপরূপ আলোর কারসাজি । প্রতিবছরই এই পুজোর প্রতিমায় অন্য আকর্ষণ থাকে । এ বছরও তার অন্যথা হয়নি । অপরূপ মৃন্ময়ী প্রতিমা দেখতেও মানুষ মণ্ডপের ভিতর প্রবেশ করছে । পুজো চলাকালীন প্রতিদিনই মানুষের ঢল নামছে রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপে । রাত যত গভীর হয়েছে মানুষের ভিড় ততই বেড়েছে ।