বিবেকানন্দ রকে ধ্যানে বসার আগে ভগবতী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী, দেখুন ভিডিয়ো - PM MODI MEDITATION - PM MODI MEDITATION

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 7:51 PM IST

Updated : May 30, 2024, 9:33 PM IST

বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে 2024-এর লোকসভা নির্বাচনের প্রচার ৷ শেষ দফার নির্বাচন 1 জুন ৷ এই অবসরে এদিন সন্ধ্যা থেকে ধ্য়ানে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 45 ঘণ্টা ধরে তিনি ধ্যানে ডুবে থাকবেন কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ৷ সেই জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরের সঙ্গমস্থলে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৷ এদিন ধ্যানে বসার আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রথমে কন্যাকুমারীর ভগবতী মন্দিরে পুজো দিলেন ৷ তারপর মাঝ সমুদ্রে অবস্থিত বিবেকানন্দ রকে পৌঁছে ধ্যানে বসবেন ৷ এদিকে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে প্রধানমন্ত্রীর এই আধ্যাত্মিক কর্মসূচির অনুমতি দেওয়ার বিরুদ্ধে জেলা কালেক্টরের কাছে আবেদন জানিয়েছিল ৷ এর আগে 2019 সালের লোকসভা নির্বাচনের প্রচারের পর কেদারনাথ গুহায় একইভাবে ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর সেই ধ্যানস্থ অবস্থার ছবি প্রকাশ হওয়ার পর সে নিয়ে রীতিমতো হইচই হয় ৷ পাঁচ বছর পর এবার দাক্ষিণাত্যের শেষ সীমায় ফের ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী ৷

Last Updated : May 30, 2024, 9:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.