ETV Bharat / state

নতুন করে বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে, মিলল পায়ের ছাপ - JHARGRAM TIGER FOOTPRINT

গ্রামবাসীরা জানিয়েছেন, সকালে তাঁরা জঙ্গলে লালা পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে বাঘের মতো যন্তুও দেখেছেন। এলাকায় রয়েছেন বন দফতরের কর্মীরা।

TIGER STRAYING IN JHARGRAM
বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2025, 5:46 PM IST

ঝাড়গ্রাম, 12 জানুয়ারি: বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না বেলপাহাড়ির। রবিবার সকালে নতুন করে বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে বেলপাহাড়ির জঙ্গলে ঘেরা গ্রামগুলিতে। জানা গিয়েছে, রবিবার সকালে মনিয়ার্ডি ও চিটামাটি গ্রামের মাঝের জঙ্গলের চারিদিকে পায়ের ছাপের দেখা গিয়েছে। স্থানীয়দের অনুমান, এই সমস্ত ছাপগুলি বাঘের পায়ের।

বিষয়টি বন দফতরকে জানানো হলে, বিন্দুমাত্র সময় না-নষ্ট করে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন কর্মীরা। আদৌ পায়ের ছাপটি বাঘের না অন্য কোনও প্রাণী তা জানার চেষ্টা হচ্ছে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, "এখনও নিশ্চিত নই আমরা। আমাদের কর্মীরা ঘটনাস্থল পরীক্ষা করে দেখছেন। তারপরই যা জানাবার সেটা জানাব।" যদিও গ্রামবাসীরা আরও জানিয়েছেন, সকালে তাঁরা জঙ্গলে কুরকুট (লালা পিঁপড়ে) সংগ্রহ করতে গিয়েছিলেন, তখন বাঘের মতো জন্তুও দেখেছেন।

বেলপাহাড়িতে আবারও বাঘের আতঙ্ক (ইটিভি ভারত)

মনিয়ার্ডি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা ওই এলাকার বাসিন্দা প্রেমানন্দ মুর্মু বলেন, "এদিন সকাল প্রায় সাড়ে ন'টার সময় মনিয়ার্ডি ও চিটামাটি গ্রামের মাঝের জঙ্গলে প্রচুর পরিমাণে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। গ্রামের দু'জন কুরকুট সংগ্রহ করতে গিয়েছিল তারাও জঙ্গলের মধ্যে দেখেছে বড় একটি হলুদ রঙের জন্তুকে। বনদফতরকে বিষয়টি জানানো হলে তারা এখনে এসে পৌঁছয় ৷ মনিয়ার্ডি গ্ৰামের বাসিন্দা লবনাথ হাঁসদা, ধীরেন মুর্মুরা বলেন, "বাঘের মতো দেখতে জন্তু আমরা দেখেছি। জঙ্গলের দিকে গিয়েছে ওই প্রাণীটি ৷

TIGER STRAYING IN JHARGRAM
বাঘের পায়ের ছাপের মতো দেখা গিয়েছে (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, এর আগে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে ঝাড়খণ্ড হয়ে জিনাত নামে একটি বাঘিনী ঢুকে পড়েছিল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির বিস্তীর্ণ এলাকায়। বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া তারপর বাঁকুড়ায় ঘুমপাড়ানি গুলি খেয়ে ধরা পড়ে ছিল সে ৷ তাই নতুন করে বাঘের আতঙ্ককে হালকাভাবে নিতে নারাজ ঝাড়গ্রাম বন বিভাগ।

ঝাড়গ্রাম, 12 জানুয়ারি: বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না বেলপাহাড়ির। রবিবার সকালে নতুন করে বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে বেলপাহাড়ির জঙ্গলে ঘেরা গ্রামগুলিতে। জানা গিয়েছে, রবিবার সকালে মনিয়ার্ডি ও চিটামাটি গ্রামের মাঝের জঙ্গলের চারিদিকে পায়ের ছাপের দেখা গিয়েছে। স্থানীয়দের অনুমান, এই সমস্ত ছাপগুলি বাঘের পায়ের।

বিষয়টি বন দফতরকে জানানো হলে, বিন্দুমাত্র সময় না-নষ্ট করে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন কর্মীরা। আদৌ পায়ের ছাপটি বাঘের না অন্য কোনও প্রাণী তা জানার চেষ্টা হচ্ছে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, "এখনও নিশ্চিত নই আমরা। আমাদের কর্মীরা ঘটনাস্থল পরীক্ষা করে দেখছেন। তারপরই যা জানাবার সেটা জানাব।" যদিও গ্রামবাসীরা আরও জানিয়েছেন, সকালে তাঁরা জঙ্গলে কুরকুট (লালা পিঁপড়ে) সংগ্রহ করতে গিয়েছিলেন, তখন বাঘের মতো জন্তুও দেখেছেন।

বেলপাহাড়িতে আবারও বাঘের আতঙ্ক (ইটিভি ভারত)

মনিয়ার্ডি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা ওই এলাকার বাসিন্দা প্রেমানন্দ মুর্মু বলেন, "এদিন সকাল প্রায় সাড়ে ন'টার সময় মনিয়ার্ডি ও চিটামাটি গ্রামের মাঝের জঙ্গলে প্রচুর পরিমাণে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। গ্রামের দু'জন কুরকুট সংগ্রহ করতে গিয়েছিল তারাও জঙ্গলের মধ্যে দেখেছে বড় একটি হলুদ রঙের জন্তুকে। বনদফতরকে বিষয়টি জানানো হলে তারা এখনে এসে পৌঁছয় ৷ মনিয়ার্ডি গ্ৰামের বাসিন্দা লবনাথ হাঁসদা, ধীরেন মুর্মুরা বলেন, "বাঘের মতো দেখতে জন্তু আমরা দেখেছি। জঙ্গলের দিকে গিয়েছে ওই প্রাণীটি ৷

TIGER STRAYING IN JHARGRAM
বাঘের পায়ের ছাপের মতো দেখা গিয়েছে (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, এর আগে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে ঝাড়খণ্ড হয়ে জিনাত নামে একটি বাঘিনী ঢুকে পড়েছিল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির বিস্তীর্ণ এলাকায়। বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া তারপর বাঁকুড়ায় ঘুমপাড়ানি গুলি খেয়ে ধরা পড়ে ছিল সে ৷ তাই নতুন করে বাঘের আতঙ্ককে হালকাভাবে নিতে নারাজ ঝাড়গ্রাম বন বিভাগ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.