স্বরূপনগর, 12 জানুয়ারি: জোর করে মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । এই অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ । ধৃতের নাম মামুন কবীর । শুধু ধর্ষণ নয়, তাঁর বিরুদ্ধে নির্যাতিতাকে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে । ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই রবিবার পুলিশ পাকড়াও করেছে অভিযুক্ত তৃণমূল নেতাকে ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, হুমকি ও মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে । নির্যাতিতার গোপন জবানবন্দি নিতে রবিবারই তাঁকে বসিরহাট আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়েছে । যদিও চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ধৃত তৃণমূল নেতা মামুন কবীর ।
জানা গিয়েছে, 29 বছরের ওই মহিলার বাড়ি স্বরূপনগর থানা এলাকায় । তৃণমূল নেতা মামুন কবীরের বাড়িও একই এলাকায় । তিনি শাসকদলের গোবিন্দপুর পঞ্চায়েতের কনভেনর পদের দায়িত্বে রয়েছেন । তাঁর স্ত্রী ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য । পরিবারের একটি সমস্যা নিয়ে শনিবার ওই তৃণমূল নেতার কাছে গিয়েছিলেন মহিলা । সেই সময় বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি ।
অভিযোগ, রাতে হঠাৎই ওই মহিলার বাড়িতে পৌঁছে যান তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী । যা দেখে চমকে যান মহিলা । এরপর, জোর করেই তাঁর বাড়িতে ঢুকে মহিলাকে তৃণমূল নেতা ধর্ষণ করেন বলে অভিযোগ । এমনকি অভিযোগ, মামুন কবীর নির্যাতিতাকে হুমকি দেন ৷ তিনি বলেন, কাউকে কিছু জানালে 'জানে মেরে দেব' ! মহিলার দাবি, এর ফলে তিনি ভয়ে সারারাত চোখের পাতা এক করতে পারেননি । এরপর আতঙ্ক কাটিয়ে রবিবার সকালে নির্যাতিতা পৌঁছন স্বরূপনগর থানাতে । সেখানে তিনি অভিযুক্ত তৃণমূল নেতা মামুন কবীরের বিরুদ্ধে ধর্ষণ ও হুমকির অভিযোগ দায়ের করেন ।
এদিকে, অভিযোগ পেয়ে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করতে তৎপর হয় পুলিশ । এরপর, বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে তাঁকে । এদিন দুপুরে তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ । এদিন স্বরূপনগর থানা থেকে আদালতে যাওয়ার পথে ধৃত তৃণমূল নেতা মামুন কবীর দাবি করেন, "সম্পূর্ণ মিথ্যে অভিযোগ । মাটি মাফিয়াদের সঙ্গে গণ্ডগোলের জেরেই চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমাকে । আমি তৃণমূলের গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছি । আমার স্ত্রী পঞ্চায়েত সদস্য । তাই, কালিমালিপ্ত করতে এসব করা হয়েছে ।"
যদিও, অভিযুক্ত ওই তৃণমূল নেতার দাবি উড়িয়ে দিয়েছেন নির্যাতিতা । তাঁর কথায়, "মামুন কবীর আমাকে ধর্ষণ করেছে । তাই, ও'র বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করেছি ।"