ETV Bharat / state

সুশান্ত ঘোষের উপর হামলায় গ্রেফতার আরও এক, লুকিয়ে ছিল আবু ধাবিতে - SUSHANT GHOSH

সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও একজন ৷ সে এতদিন লুকিয়ে ছিল আবু ধাবিতে ৷

ETV BHARAT
সুশান্ত ঘোষের উপর হামলায় গ্রেফতার আরও এক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2025, 5:09 PM IST

কলকাতা, 12 জানুয়ারি: কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় অপর এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । ঘটনার পর থেকে আবু ধাবিতে পালিয়ে আত্মগোপন করে ছিল সে । জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মহম্মদ আদিল হুসেন। আজ কলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ অভিবাসন বিভাগ তাঁকে আটক করে । আজই সে আবুধাবি থেকে কলকাতায় ফিরেছিল ।

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "ঘটনার পরপরই এই ব্যক্তির নাম আমরা জানতে পারি । পরে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে খোঁজখবর শুরু করতে থাকি । আজ কলকাতা বিমানবন্দরের তরফ থেকে খবর পাই এবং সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করি ।"

গত বছর কসবায় নিজের বাড়ির সামনে রাতের দিকে বসেছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ । আচমকাই স্কুটি চেপে দুই যুবক আসে । পিছনে বসে থাকা এক যুবক স্কুটি থেকে নেমে এসে একটি বন্দুক তাক করে সুশান্ত ঘোষের উপর । তবে বন্দুকটি লক হয়ে যাওয়াতে কোনওক্রমে প্রাণে বেঁচে যান কাউন্সিলর । এরপরেই হাতেনাতে এক যুবককে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা । পরে তাঁকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

ETV BHARAT
আবু ধাবিতে লুকিয়ে ছিল মহম্মদ আদিল হুসেন (নিজস্ব চিত্র)

কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনার তদন্তে নামেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । এরপর এক ট্যাক্সিচালক থেকে শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে খবর, এই ঘটনার পর মাত্র একজন অভিযুক্ত ধরা পড়া বাকি ছিল । মহম্মদ আদিলই সেই ব্যক্তি ।

তদন্তে পুলিশ জানতে পেরেছিল যে, এই ঘটনার নেপথ্যে রয়েছে আনন্দপুর থানা এলাকায় বাইপাস সংলগ্ন জমি । সেই জমিতে কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ এক প্রোমোটার ফ্ল্যাট তুলতে চাইছিলেন । সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় অশান্তি এবং তার জেরে সুশান্ত ঘোষকে হত্যা করার ছক কষা হয় বলে পুলিশ মনে করছে ৷

কলকাতা, 12 জানুয়ারি: কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় অপর এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । ঘটনার পর থেকে আবু ধাবিতে পালিয়ে আত্মগোপন করে ছিল সে । জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মহম্মদ আদিল হুসেন। আজ কলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ অভিবাসন বিভাগ তাঁকে আটক করে । আজই সে আবুধাবি থেকে কলকাতায় ফিরেছিল ।

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "ঘটনার পরপরই এই ব্যক্তির নাম আমরা জানতে পারি । পরে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে খোঁজখবর শুরু করতে থাকি । আজ কলকাতা বিমানবন্দরের তরফ থেকে খবর পাই এবং সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করি ।"

গত বছর কসবায় নিজের বাড়ির সামনে রাতের দিকে বসেছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ । আচমকাই স্কুটি চেপে দুই যুবক আসে । পিছনে বসে থাকা এক যুবক স্কুটি থেকে নেমে এসে একটি বন্দুক তাক করে সুশান্ত ঘোষের উপর । তবে বন্দুকটি লক হয়ে যাওয়াতে কোনওক্রমে প্রাণে বেঁচে যান কাউন্সিলর । এরপরেই হাতেনাতে এক যুবককে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা । পরে তাঁকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

ETV BHARAT
আবু ধাবিতে লুকিয়ে ছিল মহম্মদ আদিল হুসেন (নিজস্ব চিত্র)

কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনার তদন্তে নামেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । এরপর এক ট্যাক্সিচালক থেকে শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে খবর, এই ঘটনার পর মাত্র একজন অভিযুক্ত ধরা পড়া বাকি ছিল । মহম্মদ আদিলই সেই ব্যক্তি ।

তদন্তে পুলিশ জানতে পেরেছিল যে, এই ঘটনার নেপথ্যে রয়েছে আনন্দপুর থানা এলাকায় বাইপাস সংলগ্ন জমি । সেই জমিতে কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ এক প্রোমোটার ফ্ল্যাট তুলতে চাইছিলেন । সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় অশান্তি এবং তার জেরে সুশান্ত ঘোষকে হত্যা করার ছক কষা হয় বলে পুলিশ মনে করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.