ETV Bharat / state

যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করতেই হবে, সাধারণতন্ত্র দিবসে বার্তা মমতার - REPUBLIC DAY 2025

আজ 76তম সাধারণতন্ত্র দিবস ৷ দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতাতের রেড রোডেও অনুষ্ঠিত হল কুচকাওয়াজ ৷ উপস্থিত ছিলেন রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ৷

CM Mamata Banerjee at Red Road on Republic Day Parade
রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উচ্চপদস্থ আধিকারিকরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2025, 3:57 PM IST

Updated : Jan 26, 2025, 4:53 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: রীতি মেনে সাধারাণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হল রেড রোডে । উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের অন্য মন্ত্রী, আমলা ও প্রশাসনের আধিকারিকরা ৷

এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ৷ জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের সময় মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার একাধিক মন্ত্রী, বিধায়ক আমলারা ৷

অনুষ্ঠানে শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার ডাক দেন । তিনি লেখেন, "আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন ৷ এই বিশেষ দিনে আমাদের সকলকে সংবিধানের মূল ভিত্তি তথা-সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে রক্ষা করার শপথ নিতে হবে ৷ আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই ৷"

Robot Dogs at 76th Republic Day Parade
রেড রোডে 76তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেনা ও রোবট কুকুর (ইটিভি ভারত)

তিনি আরও লেখেন, "আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে ৷ পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৷ আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার, মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার ৷"

কেমন হল কুচকাওয়াজ ?

প্রতি বছরের মতো এবছরও রেড রোডে ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের তরফ থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ৷ এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে রাজ্য সরকারের একাধিক দফতর ৷ এদিন সমরাস্ত্রের প্রদর্শনে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার অজয় কুমার দাস ৷ 1880 রকেট রেজিমেন্ট-এর তরফে এদিন রাজ্যপালকে স্যালুট জানানো হয় ৷

  • প্রদর্শিত হয় রকেট সিস্টেম পিনাকা। যা 37.5 কিলোমিটার দূরের শত্রুকে লক্ষ্য করে আঘাত হানতে পারে ৷ এই প্রদর্শনে নেতৃত্ব দিয়েছেন নায়েব সুবেদার আজহার খান ৷ এই সিস্টেম থেকে 44 সেকেন্ডে 200টি রকেট ছাড়া যায় ৷ একইসঙ্গে রকেট সিস্টেম স্মাচও প্রদর্শিত হয়, যে বারোটি ব্যারেল থেকে রকেট নিক্ষেপ করে 50 কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষকেও ছিন্নভিন্ন করতে পারে ৷
  • এছাড়া প্রদর্শিত হয় এল সেভেন্টি অ্যান্টি এয়ারক্রাফ্ট গান, যেটি আকাশপথে সাড়ে 300 কিলোমিটার গতিতে ধেয়ে আসা বিমানকেও ধ্বংস করে দিতে পারে ৷ প্রদর্শিত হয় এল 70 আফগান অ্যান্টি এয়ারক্রাফ্ট ৷
  • কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ ছিল সেনা বাহিনীর রোবট-কুকুর ৷ গত কয়েক দিন ধরেই কলকাতায় এই রোবট-কুকুরের কুচকাওয়াজে অংশগ্রহণ নিয়ে যথেষ্ট আলোচনা চলছে ৷ এদিন রোবট কুকুরগুলি যথেষ্ট নজর কেড়েছে।

  • পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মহিলা র‍্যাফ বাহিনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল ৷ এই বাহিনীতে নেতৃত্ব দেন আইপিএস তথা এএসপি অঞ্জলি সুগা ৷ নারী শক্তির শক্তি প্রদর্শনের উদ্দেশে এই বাহিনী রেড রোডে হাজির হয়েছিল ৷ 'সেভ ড্রাইভ, সেভ লাইফ'-এর প্রদর্শনে অংশগ্রহণ করে কলকাতা ট্রাফিক পুলিশের বিশেষ বাহিনী ৷
  • এছাড়া প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ৷ ছিল বাদশা খান সেন্টিনারি স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজ স্কুল, চেতলা গার্লস এবং আদর্শ হিন্দি হাই স্কুল খিদিরপুরের পড়ুয়ারা ৷ এদিন রেড রোডে বিভিন্ন লোকশিল্পীরা নৃত্যগীত উপস্থাপন করেন ৷ তাঁদের গানে হাততালি দিয়ে তাল মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

কলকাতা, 26 জানুয়ারি: রীতি মেনে সাধারাণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হল রেড রোডে । উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের অন্য মন্ত্রী, আমলা ও প্রশাসনের আধিকারিকরা ৷

এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ৷ জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের সময় মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার একাধিক মন্ত্রী, বিধায়ক আমলারা ৷

অনুষ্ঠানে শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার ডাক দেন । তিনি লেখেন, "আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন ৷ এই বিশেষ দিনে আমাদের সকলকে সংবিধানের মূল ভিত্তি তথা-সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে রক্ষা করার শপথ নিতে হবে ৷ আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই ৷"

Robot Dogs at 76th Republic Day Parade
রেড রোডে 76তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেনা ও রোবট কুকুর (ইটিভি ভারত)

তিনি আরও লেখেন, "আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে ৷ পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৷ আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার, মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার ৷"

কেমন হল কুচকাওয়াজ ?

প্রতি বছরের মতো এবছরও রেড রোডে ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের তরফ থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ৷ এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে রাজ্য সরকারের একাধিক দফতর ৷ এদিন সমরাস্ত্রের প্রদর্শনে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার অজয় কুমার দাস ৷ 1880 রকেট রেজিমেন্ট-এর তরফে এদিন রাজ্যপালকে স্যালুট জানানো হয় ৷

  • প্রদর্শিত হয় রকেট সিস্টেম পিনাকা। যা 37.5 কিলোমিটার দূরের শত্রুকে লক্ষ্য করে আঘাত হানতে পারে ৷ এই প্রদর্শনে নেতৃত্ব দিয়েছেন নায়েব সুবেদার আজহার খান ৷ এই সিস্টেম থেকে 44 সেকেন্ডে 200টি রকেট ছাড়া যায় ৷ একইসঙ্গে রকেট সিস্টেম স্মাচও প্রদর্শিত হয়, যে বারোটি ব্যারেল থেকে রকেট নিক্ষেপ করে 50 কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষকেও ছিন্নভিন্ন করতে পারে ৷
  • এছাড়া প্রদর্শিত হয় এল সেভেন্টি অ্যান্টি এয়ারক্রাফ্ট গান, যেটি আকাশপথে সাড়ে 300 কিলোমিটার গতিতে ধেয়ে আসা বিমানকেও ধ্বংস করে দিতে পারে ৷ প্রদর্শিত হয় এল 70 আফগান অ্যান্টি এয়ারক্রাফ্ট ৷
  • কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ ছিল সেনা বাহিনীর রোবট-কুকুর ৷ গত কয়েক দিন ধরেই কলকাতায় এই রোবট-কুকুরের কুচকাওয়াজে অংশগ্রহণ নিয়ে যথেষ্ট আলোচনা চলছে ৷ এদিন রোবট কুকুরগুলি যথেষ্ট নজর কেড়েছে।

  • পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মহিলা র‍্যাফ বাহিনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল ৷ এই বাহিনীতে নেতৃত্ব দেন আইপিএস তথা এএসপি অঞ্জলি সুগা ৷ নারী শক্তির শক্তি প্রদর্শনের উদ্দেশে এই বাহিনী রেড রোডে হাজির হয়েছিল ৷ 'সেভ ড্রাইভ, সেভ লাইফ'-এর প্রদর্শনে অংশগ্রহণ করে কলকাতা ট্রাফিক পুলিশের বিশেষ বাহিনী ৷
  • এছাড়া প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ৷ ছিল বাদশা খান সেন্টিনারি স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজ স্কুল, চেতলা গার্লস এবং আদর্শ হিন্দি হাই স্কুল খিদিরপুরের পড়ুয়ারা ৷ এদিন রেড রোডে বিভিন্ন লোকশিল্পীরা নৃত্যগীত উপস্থাপন করেন ৷ তাঁদের গানে হাততালি দিয়ে তাল মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷
Last Updated : Jan 26, 2025, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.