ETV Bharat / bharat

দিল্লির নির্বাচন দুটি মতাদর্শের লড়াই, দাবি কেজরির; কর্পোরেট-সখ্য নিয়ে তোপ বিজেপিকে - DELHI ASSEMBLY ELECTION 2025

অরবিন্দ কেজরিওয়ালের দাবি, দিল্লির নির্বাচন কেবল রাজধানীর জন্য নয়, বরং গোটা দেশের জন্যই চ্যালেঞ্জ। পাশাপাশি বড় ব্যবসায়ীদের সাহায্য করা নিয়েও বিজেপিকে তোপ দাগেন কেজরি।

ARVIND KEJRIWAL
অরবিন্দ কেজরিওয়াল (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jan 26, 2025, 4:23 PM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: বিধানসভা নির্বাচনকে দুটি মতাদর্শের লড়াই বলে ব্যাখ্যা করলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার তিনি জানান, দিল্লি বিধানসভা নির্বাচন শুধু মাত্র জাতীয় রাজধানীর জন্য নয়, সমগ্র দেশের জন্য একটি লড়াই। তাঁর কথায়, "এই নির্বাচন দুটি বিপরীত মতাদর্শকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে - একটির ভিত্তি জনগণের কল্যাণ। অন্যটির লক্ষ্য বিশেষ কয়েকটি পুঁজিপতি গোষ্ঠীকে সুবিধা করে দেওয়া।"

কেজরিওয়াল এদিন সাংবাদিক বৈঠকে বলেন, "বিজেপির মতাদর্শ হল জনগণের করের টাকাকে কাজে লাগিয়ে ঘনিষ্ঠ সহযোগীদের জন্য হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব করা। আর অন্যটি হল আমাদের আপ মডেল। যা সাধারণ মানুষের উপকারের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবহণের উপর দৃষ্টি দেয় ৷"

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার গত পাঁচ বছরে 400-500 শিল্পপতির 10 লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করেছে। তাঁর কথায়, "বিজেপি জনগণের টাকা তার বন্ধুদের ঋণ হিসেবে দেয়। তারপর 2 থেকে 3 বছরের মধ্যে সেই ঋণ মুকুবও করে দেয়। এটাই ওদের মডেল। উল্টো দিকে, আছে আমাদের আপ মডেল। যা জনসাধারণকে সরাসরি সুবিধা প্রদান করে। যার সাহায্যে দিল্লির প্রতিটি পরিবারের কল্যাণে প্রতি মাসে প্রায় 25 হাজার টাকা খরচ হয় ৷" কেজরিওয়ালের আরও অভিযোগ, দিল্লিতে আপ যে সমস্ত কল্যাণমূলক প্রকল্প শুরু করেছে তা বন্ধ করার পরিকল্পনা হচ্ছে।

তিনি বলেন, "বিজেপি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, তারা বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে পরিবহণ (মহিলাদের জন্য) এবং দিল্লি সরকার প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ করে দেবে। আমি জনগণকে জিজ্ঞাসা করছি, বিজেপি নির্বাচিত হলে তারা কি এই খরচ বহন করতে পারবেন ?"
কেজরিওয়াল মনে করেন, তাঁরা যে সমস্ত প্রকল্প শুরু করেছেন সেগুলির উপর 'দাতব্য' তকমা দিয়ে দিচ্ছে বিজেপি। আর এভাবে গেরুয়া শিবির মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে অপরাধবোধ তৈরি করার চেষ্টা করছে । অন্যদিকে এরাই বড় ব্যবসাগুলিকে ব্যাপক ছাড় দিচ্ছে। তাঁর কথায়, "বিজেপি যখন তার বন্ধুদের জন্য হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব করে, তখন কি সেটা দাতব্য নয় ?"

কেন্দ্র-দিল্লি পুলিশ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করছে, দাবি আম আদমি পার্টির

নয়াদিল্লি, 26 জানুয়ারি: বিধানসভা নির্বাচনকে দুটি মতাদর্শের লড়াই বলে ব্যাখ্যা করলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার তিনি জানান, দিল্লি বিধানসভা নির্বাচন শুধু মাত্র জাতীয় রাজধানীর জন্য নয়, সমগ্র দেশের জন্য একটি লড়াই। তাঁর কথায়, "এই নির্বাচন দুটি বিপরীত মতাদর্শকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে - একটির ভিত্তি জনগণের কল্যাণ। অন্যটির লক্ষ্য বিশেষ কয়েকটি পুঁজিপতি গোষ্ঠীকে সুবিধা করে দেওয়া।"

কেজরিওয়াল এদিন সাংবাদিক বৈঠকে বলেন, "বিজেপির মতাদর্শ হল জনগণের করের টাকাকে কাজে লাগিয়ে ঘনিষ্ঠ সহযোগীদের জন্য হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব করা। আর অন্যটি হল আমাদের আপ মডেল। যা সাধারণ মানুষের উপকারের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবহণের উপর দৃষ্টি দেয় ৷"

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার গত পাঁচ বছরে 400-500 শিল্পপতির 10 লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করেছে। তাঁর কথায়, "বিজেপি জনগণের টাকা তার বন্ধুদের ঋণ হিসেবে দেয়। তারপর 2 থেকে 3 বছরের মধ্যে সেই ঋণ মুকুবও করে দেয়। এটাই ওদের মডেল। উল্টো দিকে, আছে আমাদের আপ মডেল। যা জনসাধারণকে সরাসরি সুবিধা প্রদান করে। যার সাহায্যে দিল্লির প্রতিটি পরিবারের কল্যাণে প্রতি মাসে প্রায় 25 হাজার টাকা খরচ হয় ৷" কেজরিওয়ালের আরও অভিযোগ, দিল্লিতে আপ যে সমস্ত কল্যাণমূলক প্রকল্প শুরু করেছে তা বন্ধ করার পরিকল্পনা হচ্ছে।

তিনি বলেন, "বিজেপি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, তারা বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে পরিবহণ (মহিলাদের জন্য) এবং দিল্লি সরকার প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ করে দেবে। আমি জনগণকে জিজ্ঞাসা করছি, বিজেপি নির্বাচিত হলে তারা কি এই খরচ বহন করতে পারবেন ?"
কেজরিওয়াল মনে করেন, তাঁরা যে সমস্ত প্রকল্প শুরু করেছেন সেগুলির উপর 'দাতব্য' তকমা দিয়ে দিচ্ছে বিজেপি। আর এভাবে গেরুয়া শিবির মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে অপরাধবোধ তৈরি করার চেষ্টা করছে । অন্যদিকে এরাই বড় ব্যবসাগুলিকে ব্যাপক ছাড় দিচ্ছে। তাঁর কথায়, "বিজেপি যখন তার বন্ধুদের জন্য হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব করে, তখন কি সেটা দাতব্য নয় ?"

কেন্দ্র-দিল্লি পুলিশ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করছে, দাবি আম আদমি পার্টির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.