মুম্বই, 12 জানুয়ারি: সচিব পদে জয় শাহের উত্তরসূরি খুঁজে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ অসমের প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সইকিয়া আসীন হলেন জয় শাহের ছেড়ে যাওয়া পদে ৷ গত 1 ডিসেম্বর বোর্ডের প্রাক্তন সচিব আইসিসি'র চেয়ারম্য়ান হিসেবে সরকারিভাবে দায়িত্বগ্রহণের পর থেকেই ফাঁকা ছিল বিসিসিআই সচিব পদটি ৷ তারপর থেকে অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন দেবজিৎ সইকিয়াই ৷ রবিবার পাকাপাকিভাবে বোর্ডের সচিব পদে নিয়োগ হলেন তিনি ৷
বোর্ডের কোনও পদ খালি হলে 45 দিনের মধ্যে তা পূরণ করা বাধ্যতামূলক ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সইকিয়ার সচিব পদে বসা ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ তবে আনুষ্ঠানিকভাবে তাঁকে বোর্ডের সচিব পদে নিয়োগের জন্য রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছিল ৷ সেখানেই পড়ল সিলমোহর ৷ 43 দিনের মাথায় নয়া সচিব খুঁজে নিল বোর্ড ৷
দেবজিৎ সইকিয়ার সঙ্গেই বোর্ড পেল নয়া কোষাধ্যক্ষও ৷ আশিস শেলারের পরিবর্তে বিসিসিআই'য়ের নয়া কোষাধ্যক্ষ হলেন প্রভতেজ সিং ভাটিয়া ৷ মহারাষ্ট্রে নবগঠিত সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী হওয়ার বোর্ডের কোষাধ্যক্ষের পদ থেকে অব্য়াহতি নিয়েছিলেন আশিস শেলার ৷ তাঁরই জুতোয় পা গলালেন প্রভতেজ সিং ভাটিয়া ৷
Historic Day for Assam Cricket Fraternity
— Assam Cricket Association (@assamcric) January 12, 2025
Assam Cricket Association extends its warmest congratulations to Mr Devajit Saikia, on his election as the Secretary of the Board of Control for Cricket in India (BCCI).
1/2 pic.twitter.com/qZscXMZkFi
- কে এই দেবজিৎ সইকিয়া?
অসমের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্য়াচ খেলা দেবজিৎ সইকিয়ার ক্রিকেট কেরিয়ার ভীষণই সংক্ষিপ্ত (1990-91) ৷ এরপর 28 বছর বয়সে আইনে ডিগ্রি লাভ করে এলাহাবাদ হাইকোর্টে প্র্য়াকটিস শুরু করেন তিনি ৷ পরবর্তীতে স্পোর্টস কোটায় নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করেন তিনি ৷ ক্রিকেট প্রশাসক হিসেবে সইকিয়ার পথচলা শুরু 2016 সালে ৷ অসম ক্রিকেট অ্যাসোসিয়শেনর সহ-সভাপতি পদে দায়িত্ব সামলানোর পর 2019 সালে অসম ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সচিব পদে বসেন তিনি ৷
#WATCH | Mumbai: On his appointment as the BCCI Secretary, Devajit Saikia says, " i am extremely delighted and grateful to all my colleagues. i thank the icc chairman and former bcci secretary jay shah...i will carry forward the work done by icc chairman and former bcci secretary… pic.twitter.com/uOqOtDQpoS
— ANI (@ANI) January 12, 2025
সচিব পদে আনুষ্ঠানিকভাবে বসার আগেই শনিবার মুম্বইয়ে রোহিত শর্মা-গৌতম গম্ভীরদের সঙ্গে বৈঠক সারেন তিনি ৷ বৈঠকে বোর্ড সভাপতি রজার বিনি উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে ৷ সাম্প্রতিক অতীতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া চলে দু'ঘণ্টারও বেশি সময় ধরে ৷