ETV Bharat / entertainment

এক সন্ধ্যায় চারটি নাটক ! গান-অভিনয়ে মঞ্চ মাতালেন কারা ? - THEATRE FESTIVAL IN BEHALA

বেহালার শরৎ সদনে এক সন্ধ্যায় চারটি নাটক মঞ্চস্থ হল ৷ 'সৌহার্দ্য থিয়েটার কার্নিভাল' শীর্ষক নাট্যোৎসবে কারা মঞ্চ মাতালেন, দেখে নিন ৷

ETV BHARAT
এক সন্ধ্যায় চারটি নাটক ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 26, 2025, 3:55 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: এক সন্ধ্যায় চারটি নাটক মঞ্চস্থ হল বেহালার শরৎ সদনে । পর্ণশ্রীর বহুমুখী কালচারাল সোসাইটি 'সৌহার্দ্য থিয়েটার কার্নিভাল' শীর্ষক একটি নাট্যোৎসবের আয়োজন করে । সেখানে যে চারটি নাটক মঞ্চস্থ হয় তার তিনটিরই প্রেক্ষাপটে রয়েছে চিঠি । শুরুতেই মঞ্চস্থ হয় 'ইতি ভালোবাসা' শীর্ষক নাচ ও গানের মিশেলে তৈরি একটি মিউজিক্যাল প্লে ।

শুরুতেই 'জেসিকার গল্প'। নাটকটি গৌরব দত্তের লেখা । নির্দেশনায় দেবদাস ঘোষ । অভিনয় করেছেন পৌলমী বসু, সুব্রত সমাজদার, দেবদাস ঘোষ । একজন দেহ ব্যবসায়ীর নিজের শরীরকে প্রাধান্য দেওয়া থেকে তাঁর জীবনের ভালোলাগা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বেঁচে থাকতে চাওয়ার কাহিনি উঠে এসেছে এই নাটকে । একইসঙ্গে, তাঁর পাপবোধ থেকে প্রতিশোধস্পৃহায় জর্জরিত হয়ে যাওয়াও এই নাটকের অন্য একটা দিক । বলা ভালো, সেটাই প্রধান দিক । এই নাটকে অভিনয় করে বেশ খুশি পৌলমী বসু । তিনিই অভিনয় করেছেন দেহ ব্যবসায়ীর ভূমিকায় ।

বেহালার শরৎ সদনে এক সন্ধ্যায় চারটি নাটক মঞ্চস্থ হল (নিজস্ব ভিডিয়ো)

এরপর মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ত্রীর পত্র'। অর্পিতা ঘোষের নাট্যরূপ । নির্দেশনায় দেবদাস ঘোষ । অভিনয় করেন সুদীপ মুখোপাধ্যায়, দীপঙ্কর চক্রবর্তী, চন্দ্রাণী চক্রবর্তী, ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে । সুদীপ মুখোপাধ্যায় বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে আমি খুব বেশি কাজ করার সুযোগ পাইনি । তাই এই সুযোগটা ছাড়িনি । আর রিহার্সালের পর আড্ডা খাওয়া-দাওয়া সবই হয়েছে আমাদের ।"

ETV BHARAT
এক সন্ধ্যায় চারটি নাটক (নিজস্ব চিত্র)

এরপরে মঞ্চস্থ হয় নাটক 'আরডি বর্মন ও আমরা তিনজন'। প্রেম, পাওয়া, না-পাওয়া নিয়েই মধ্য কলকাতার পাড়ার গল্প বলল এই নাটক । কেন্দ্রে বেণুদি আর তাঁর থেকে বয়সে ছোট প্রেমিক দীপু এবং বেণুদির ডাক্তার বর শান্তনু । ছোট্ট নাটক। কিন্তু ভীষণ মিউজিক্যাল । দীপুর চরিত্রে দেবদাস ঘোষ, শান্তনুর চরিত্রে রূপঙ্কর বাগচী এবং বেণুদির চরিত্রে চৈতালি লাহিড়ী ।

ETV BHARAT
নাটক 'আরডি বর্মন ও আমরা তিনজন' (নিজস্ব চিত্র)

চৈতালি লাহিড়ী বলেন, "আমাদের জীবনের সঙ্গে কীভাবে আরডি বর্মন জড়িয়ে আছেন, তা বোঝা যাবে এই নাটকটা দেখলে । এটার রিহার্সাল অনেকদিন থেকে শুরু হয়েছে । বেহালাতেই প্রথম মঞ্চস্থ হল । পরেরটা 21 ফেব্রুয়ারি আমাদের দল 'কৃষ্টি পটুয়া'র জন্মদিনে মঞ্চস্থ হবে ।"

ETV BHARAT
সৌহার্দ্য থিয়েটার কার্নিভাল (নিজস্ব চিত্র)

রূপঙ্কর বলেন, "কৃষ্টিপটুয়া আমাদের দলের নাম । 2013 সাল থেকে যে প্রযোজনাগুলো আমরা করে চলেছি তা সবই মিউজিক্যাল । আমাদের দলে যে সব ছেলেমেয়েরা আছে তারা অনেকে গানও পারে অভিনয়টাও পারে । তাই আমাদের নাটকে সঙ্গীতের সঙ্গে অভিনয় মিলেমিশে থাকে । 'আরডি বর্মন এবং আমরা তিনজন'ও তাই। একটা নিপাট ব্যর্থ প্রেমের গল্প । যার মধ্যে রয়েছে রাহুল দেব বর্মনের সুর । নির্দেশনা, ভাবনা দেবদাস ঘোষের ।"

মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চস্থ হয় 'সত্যি ভূতের গপ্পো'। নির্দেশনায় দেবদাস ঘোষ। অভিনয় করেন বেহালার বহু নাট্যপ্রেমী মানুষ । এঁদের মধ্যে বেশিরভাগই চাকরি থেকে অবসরপ্রাপ্ত । দেবদাস ঘোষ বলেন, "মনোজ মিত্র আমার মাস্টার মশাই । তাই তাঁকে শ্রদ্ধা জানিয়েই 'সত্যি ভূতের গপ্পো'।"

ETV BHARAT
নাচ ও গানের মিশেলে তৈরি মিউজিক্যাল প্লে (নিজস্ব চিত্র)

'সৌহার্দ্য' নিয়ে বলতে গিয়ে নাট্য নির্দেশক দেবদাস ঘোষ বলেন, "এটা আমাদের প্রথম বছরের নিবেদন । চারটি নাটকের তিনটিতেই চিঠির অবস্থান । আজকাল চিঠি লেখা তো প্রায় অবলুপ্তির পথে । তাই চিঠিকে কেন্দ্র করে তিনটি নাটক তৈরি হয়েছে ।"

তিনি আরও বলেন, "আমাদের পাড়া কালচার হারিয়েই যাচ্ছে । এখন শুধু ল্যাপটপ, টিভি, ফোনে ঢুকে গিয়েছি আমরা । কেউ কারও সঙ্গে আড্ডা দিতে সময় পাই না । আমরা পাড়া কালচার দেখেছি বেহালাতে । সেই পাড়া কালচার ফিরিয়ে আনতে চাই । বেহালায় যে সব থিয়েটারের মানুষকে চিনি তাঁদের একত্র করেছি এবার । এঁদের মধ্যে কেউ নাটক করেন, কেউ করেন না । তাঁরা সকলেই অভিনয় করেছেন এবার ।"

কলকাতা, 26 জানুয়ারি: এক সন্ধ্যায় চারটি নাটক মঞ্চস্থ হল বেহালার শরৎ সদনে । পর্ণশ্রীর বহুমুখী কালচারাল সোসাইটি 'সৌহার্দ্য থিয়েটার কার্নিভাল' শীর্ষক একটি নাট্যোৎসবের আয়োজন করে । সেখানে যে চারটি নাটক মঞ্চস্থ হয় তার তিনটিরই প্রেক্ষাপটে রয়েছে চিঠি । শুরুতেই মঞ্চস্থ হয় 'ইতি ভালোবাসা' শীর্ষক নাচ ও গানের মিশেলে তৈরি একটি মিউজিক্যাল প্লে ।

শুরুতেই 'জেসিকার গল্প'। নাটকটি গৌরব দত্তের লেখা । নির্দেশনায় দেবদাস ঘোষ । অভিনয় করেছেন পৌলমী বসু, সুব্রত সমাজদার, দেবদাস ঘোষ । একজন দেহ ব্যবসায়ীর নিজের শরীরকে প্রাধান্য দেওয়া থেকে তাঁর জীবনের ভালোলাগা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বেঁচে থাকতে চাওয়ার কাহিনি উঠে এসেছে এই নাটকে । একইসঙ্গে, তাঁর পাপবোধ থেকে প্রতিশোধস্পৃহায় জর্জরিত হয়ে যাওয়াও এই নাটকের অন্য একটা দিক । বলা ভালো, সেটাই প্রধান দিক । এই নাটকে অভিনয় করে বেশ খুশি পৌলমী বসু । তিনিই অভিনয় করেছেন দেহ ব্যবসায়ীর ভূমিকায় ।

বেহালার শরৎ সদনে এক সন্ধ্যায় চারটি নাটক মঞ্চস্থ হল (নিজস্ব ভিডিয়ো)

এরপর মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ত্রীর পত্র'। অর্পিতা ঘোষের নাট্যরূপ । নির্দেশনায় দেবদাস ঘোষ । অভিনয় করেন সুদীপ মুখোপাধ্যায়, দীপঙ্কর চক্রবর্তী, চন্দ্রাণী চক্রবর্তী, ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে । সুদীপ মুখোপাধ্যায় বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে আমি খুব বেশি কাজ করার সুযোগ পাইনি । তাই এই সুযোগটা ছাড়িনি । আর রিহার্সালের পর আড্ডা খাওয়া-দাওয়া সবই হয়েছে আমাদের ।"

ETV BHARAT
এক সন্ধ্যায় চারটি নাটক (নিজস্ব চিত্র)

এরপরে মঞ্চস্থ হয় নাটক 'আরডি বর্মন ও আমরা তিনজন'। প্রেম, পাওয়া, না-পাওয়া নিয়েই মধ্য কলকাতার পাড়ার গল্প বলল এই নাটক । কেন্দ্রে বেণুদি আর তাঁর থেকে বয়সে ছোট প্রেমিক দীপু এবং বেণুদির ডাক্তার বর শান্তনু । ছোট্ট নাটক। কিন্তু ভীষণ মিউজিক্যাল । দীপুর চরিত্রে দেবদাস ঘোষ, শান্তনুর চরিত্রে রূপঙ্কর বাগচী এবং বেণুদির চরিত্রে চৈতালি লাহিড়ী ।

ETV BHARAT
নাটক 'আরডি বর্মন ও আমরা তিনজন' (নিজস্ব চিত্র)

চৈতালি লাহিড়ী বলেন, "আমাদের জীবনের সঙ্গে কীভাবে আরডি বর্মন জড়িয়ে আছেন, তা বোঝা যাবে এই নাটকটা দেখলে । এটার রিহার্সাল অনেকদিন থেকে শুরু হয়েছে । বেহালাতেই প্রথম মঞ্চস্থ হল । পরেরটা 21 ফেব্রুয়ারি আমাদের দল 'কৃষ্টি পটুয়া'র জন্মদিনে মঞ্চস্থ হবে ।"

ETV BHARAT
সৌহার্দ্য থিয়েটার কার্নিভাল (নিজস্ব চিত্র)

রূপঙ্কর বলেন, "কৃষ্টিপটুয়া আমাদের দলের নাম । 2013 সাল থেকে যে প্রযোজনাগুলো আমরা করে চলেছি তা সবই মিউজিক্যাল । আমাদের দলে যে সব ছেলেমেয়েরা আছে তারা অনেকে গানও পারে অভিনয়টাও পারে । তাই আমাদের নাটকে সঙ্গীতের সঙ্গে অভিনয় মিলেমিশে থাকে । 'আরডি বর্মন এবং আমরা তিনজন'ও তাই। একটা নিপাট ব্যর্থ প্রেমের গল্প । যার মধ্যে রয়েছে রাহুল দেব বর্মনের সুর । নির্দেশনা, ভাবনা দেবদাস ঘোষের ।"

মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চস্থ হয় 'সত্যি ভূতের গপ্পো'। নির্দেশনায় দেবদাস ঘোষ। অভিনয় করেন বেহালার বহু নাট্যপ্রেমী মানুষ । এঁদের মধ্যে বেশিরভাগই চাকরি থেকে অবসরপ্রাপ্ত । দেবদাস ঘোষ বলেন, "মনোজ মিত্র আমার মাস্টার মশাই । তাই তাঁকে শ্রদ্ধা জানিয়েই 'সত্যি ভূতের গপ্পো'।"

ETV BHARAT
নাচ ও গানের মিশেলে তৈরি মিউজিক্যাল প্লে (নিজস্ব চিত্র)

'সৌহার্দ্য' নিয়ে বলতে গিয়ে নাট্য নির্দেশক দেবদাস ঘোষ বলেন, "এটা আমাদের প্রথম বছরের নিবেদন । চারটি নাটকের তিনটিতেই চিঠির অবস্থান । আজকাল চিঠি লেখা তো প্রায় অবলুপ্তির পথে । তাই চিঠিকে কেন্দ্র করে তিনটি নাটক তৈরি হয়েছে ।"

তিনি আরও বলেন, "আমাদের পাড়া কালচার হারিয়েই যাচ্ছে । এখন শুধু ল্যাপটপ, টিভি, ফোনে ঢুকে গিয়েছি আমরা । কেউ কারও সঙ্গে আড্ডা দিতে সময় পাই না । আমরা পাড়া কালচার দেখেছি বেহালাতে । সেই পাড়া কালচার ফিরিয়ে আনতে চাই । বেহালায় যে সব থিয়েটারের মানুষকে চিনি তাঁদের একত্র করেছি এবার । এঁদের মধ্যে কেউ নাটক করেন, কেউ করেন না । তাঁরা সকলেই অভিনয় করেছেন এবার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.