বহরমপুর, 26 জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের থেকে পদ্মশ্রী খেতাব পাওয়ার পর, রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন বেলডাঙার ভারত সেবাশ্রম মঠের অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ । রবিবার বেলডাঙার আশ্রমে বসে তিনি বলেন, ভারতের রাজনীতির যা অবস্থা, তাতে সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে ।
তিনি কোনও দলের নাম না-করলেও বলেন, "যে দল ভারতের গণতন্ত্র রক্ষা করবে, সনাতনীদের পাশে থাকবে, তাদের পাশেই থাকব ।" তাহলে কী কার্তিক মহারাজ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি বিজেপিতে আসার ইঙ্গিত দিলেন ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে ৷
কার্তিক মহারাজ ওরফে প্রদীপ্তানন্দ মহারাজ বেলডাঙার ভারত সেবাশ্রম মঠের অধ্যক্ষ । তিনি বিভিন্ন সময়ে রাজনীতির আঙিনায় আলোচ্য হয়ে উঠেছেন । তিনি নির্বাচনে তৃণমূলের এজেন্টদের বসতে বাধা দিয়েছিলেন বলে গুরুতর অভিযোগ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে বিরাট মিছিল করেন বঙ্গীয় সন্ন্যাসী সমাজের কয়েক হাজার সাধু ৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কার্তিক মহারাজকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷
মুর্শিদাবাদ জেলার তৎকালীন পুলিশ সুপার হুমায়ুন কবীরও কার্তিক মহারাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন । তিনি বলেছিলেন, "আমি ডেকেছিলাম, উনি ভয়ে আসেননি ।" পাশাপাশি এই জেলার বিধায়ক আর এক হুমায়ুন কার্তিক মহারাজকে নিশানা করে বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক মন্তব্য করেন । তাঁকে জঙ্গি আখ্যা দিয়ে বিধায়ক অভিযোগ করেন, কার্তিক মহারাজ সবসময় সাম্প্রদায়িক হিংসা বাধানোর চেষ্টা করেন ৷
এদিন কার্তিক মহারাজ বলেন, "সন্ন্যাসীদের অনেকে পিছন থেকে রাজনীতি করছেন । রাজনীতি হল সব থেকে বড় নীতি । কিন্তু এখন রাজনীতি নোংরা হয়ে গিয়েছে । একজন বলছেন আমরা 70 শতাংশ । কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব । একজন বলছেন সংখ্যা বাড়াও । সনাতনীদের রক্ষার জন্য সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে । তবে যে দল দেশের সংবিধান রক্ষা করবে, সনাতনীদের পাশে দাঁড়াবে, আমি তাদের পাশে থাকব ।
প্রসঙ্গত, মুর্শিদাবাদের দুই দিকপাল এবার পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন । একই বছরে জেলার দু'জন পদ্মশ্রী পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন স্থানীরা । একজন সন্ন্যাস জগতের, কার্তিক মহারাজ । অন্যজন সঙ্গীত জগতের খ্যাতনামা শিল্পী অরিজিৎ সিং। তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা । যদিও এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে অনিহা প্রকাশ করেন ।