ETV Bharat / state

দফতর ছেড়ে তৃণমূলের বনভোজনে উপস্থিত বিডিও, শুরু বিতর্ক - RANAGHAT BDO CONTROVERSY

প্রশাসনিক দফতরের কাজ ফেলে শাসকদলের বনভোজনে গিয়েছিলেন বিডিও ৷ ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই রাজনৈতিক মহলে শুরু বিতর্ক ৷

Ranaghat BD Controversy News
তৃণমূলের বনভোজনে সংবর্ধনা নেওয়ার মুহূর্তে বিডিও জয়দেব মণ্ডল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2025, 4:56 PM IST

Updated : Jan 12, 2025, 5:26 PM IST

রানাঘাট, 12 জানুয়ারি: ভরদুপুরে দফতর ছেড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের বনভোজনে উপস্থিত বিডিও ৷ নিচ্ছেন সংবর্ধনা । সোশাল মিডিয়ায় ভিডিয়ো এবং ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক । প্রশ্ন উঠেছে কীভাবে একজন প্রশাসনিক কর্তা কোনও রাজনৈতিক দলের বনভোজনে যেতে পারেন ? ঘটনাটি নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের ৷ অভিযোগ সেখানকার বিডিও জয়দেব মণ্ডলের বিরুদ্ধে ।

জানা গিয়েছে, তিন দিন আগে রানাঘাট এক নম্বর ব্লকের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘোষ কলোনিতে স্থানীয় মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে একটি বনভোজনের আয়োজন করা হয় ৷ পরে সোশাল মিডিয়ায় কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয় । যেখানে দেখা গিয়েছে বিডিও জয়দেব মণ্ডল ওই বনভোজনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ৷ শুধু তাই নয়, তাঁকে মঞ্চের উপর উঠে উত্তরীয় পরে সংবর্ধনাও নিতে দেখা গিয়েছে ৷ এই নিয়েই শুরু বিতর্ক । যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বিতর্কে পড়ে কী বললেন বিডিও, শুনুন (ইটিভি ভারত)

বিজেপি নেতা সোমনাথ করের বক্তব্য, চুরির দায়ে তৃণমূলের বিভিন্ন নেতা-কর্মী জেলে রয়েছেন । ফলে সেই সমস্ত পদগুলি এখন ফাঁক। সেইসব পূরণ করতে আসরে নেমেছেন এসব প্রশাসনিক কর্তারা । শুধুমাত্র বিডিও নয়, থানার অফিসাররাও আজ তৃণমূলের নেতার দায়িত্ব পালন করছেন ।

তবে এ বিষয়ে অভিযুক্ত বিডিও জয়দেব মণ্ডল বলেন, "আমি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি একটি প্রশাসনিক বৈঠকে গিয়েছিলাম এবং সেই রাস্তা দিয়ে আসছিলাম । তখন সভাপতি আমাকে অনুরোধ করেন ওই বনভোজন অনুষ্ঠানে উপস্থিত হতে । আমি দশ মিনিটের জন্য সেখানে ছিলাম ৷"

রানাঘাট, 12 জানুয়ারি: ভরদুপুরে দফতর ছেড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের বনভোজনে উপস্থিত বিডিও ৷ নিচ্ছেন সংবর্ধনা । সোশাল মিডিয়ায় ভিডিয়ো এবং ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক । প্রশ্ন উঠেছে কীভাবে একজন প্রশাসনিক কর্তা কোনও রাজনৈতিক দলের বনভোজনে যেতে পারেন ? ঘটনাটি নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের ৷ অভিযোগ সেখানকার বিডিও জয়দেব মণ্ডলের বিরুদ্ধে ।

জানা গিয়েছে, তিন দিন আগে রানাঘাট এক নম্বর ব্লকের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘোষ কলোনিতে স্থানীয় মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে একটি বনভোজনের আয়োজন করা হয় ৷ পরে সোশাল মিডিয়ায় কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয় । যেখানে দেখা গিয়েছে বিডিও জয়দেব মণ্ডল ওই বনভোজনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ৷ শুধু তাই নয়, তাঁকে মঞ্চের উপর উঠে উত্তরীয় পরে সংবর্ধনাও নিতে দেখা গিয়েছে ৷ এই নিয়েই শুরু বিতর্ক । যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

বিতর্কে পড়ে কী বললেন বিডিও, শুনুন (ইটিভি ভারত)

বিজেপি নেতা সোমনাথ করের বক্তব্য, চুরির দায়ে তৃণমূলের বিভিন্ন নেতা-কর্মী জেলে রয়েছেন । ফলে সেই সমস্ত পদগুলি এখন ফাঁক। সেইসব পূরণ করতে আসরে নেমেছেন এসব প্রশাসনিক কর্তারা । শুধুমাত্র বিডিও নয়, থানার অফিসাররাও আজ তৃণমূলের নেতার দায়িত্ব পালন করছেন ।

তবে এ বিষয়ে অভিযুক্ত বিডিও জয়দেব মণ্ডল বলেন, "আমি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি একটি প্রশাসনিক বৈঠকে গিয়েছিলাম এবং সেই রাস্তা দিয়ে আসছিলাম । তখন সভাপতি আমাকে অনুরোধ করেন ওই বনভোজন অনুষ্ঠানে উপস্থিত হতে । আমি দশ মিনিটের জন্য সেখানে ছিলাম ৷"

Last Updated : Jan 12, 2025, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.