চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ফসকে গেল পা! প্রৌঢ়র প্রাণ বাঁচাল রেল পুলিশ - Viral Video of Train - VIRAL VIDEO OF TRAIN

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 8:24 PM IST

বড়সড় দুর্ঘটনার হাত থেকে এক প্রৌঢ়কে বাঁচাল রেল পুলিশ । চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার উপক্রম হয় এক প্রৌঢ়ের । কর্তব্যরত আরপিএফ কর্মীরা তা দেখতে পেয়ে ছুটে গিয়ে তাঁকে টেনে প্ল্যাটফর্মে নিয়ে আসেন ৷ ফলে ওই প্রৌঢ় একটুর জন্য প্রাণে বেঁচে যান ৷ আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত দুর্গাপুর রেলওয়ে স্টেশনের ঘটনার সিসিটিভিতে এই ঘটনা ধরা পড়েছে ৷

এই বিষয়ে আরপিএফ সিনিয়র সিকিউরিটি কমিশনার রাহুল রাজ জানান, সোমবার সন্ধ্যা সাতটা কুড়ি নাগাদ 13021 আপ মিথিলা এক্সপ্রেস ট্রেনে চড়তে গিয়ে এই ঘটনা ঘটেছে । প্রৌঢ় রাজীব সিংহকে চিকিৎসার জন্য রেলকর্মীরা হাসপাতালে নিয়ে যেতে চাইলে, তিনি নিজেকে সুস্থ বলে জানান । পাশাপাশি তাঁর জীবন বাঁচানোর জন্য কর্তব্যরত আরপিএফ ও রেলকর্মচারীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন । রাজীব বিহারের জামুই জেলার চন্দ্রদ্বীপ থানার অন্তর্গত সোলাপুর গ্রামের বাসিন্দা বলে আরপিএফকে জানিয়েছেন । আরপিএফ সিনিয়র সিকিউরিটি কমিশনার জানান, ট্রেন ছেড়ে দেওয়ার পর যেন কেউ ট্রেনে না চাপেন এবং ট্রেন থেকে না নামেন ৷ তাহলে জীবনহানি হওয়ার প্রবল আশঙ্কা থাকে । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.