কলকাতা, 12 জানুয়ারি: মাত্র তিন বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি ৷ 'মাস্টার বিট্টু' বলেই তিনি বাংলার দর্শকের কাছে পরিচিত ৷ দীর্ঘ অভিনয় জীবন তাঁর ৷ এরই পাশাপাশি সমানভাবে তিনি রাজনীতি করে চলেছেন ৷ তিনি হলেন সোহম চক্রবর্তী ৷
17 জানুয়ারি মুক্তি পেতে চলেছে দেবরাজ সিনহা পরিচালিত বাংলা ছবি 'ফেলুবক্সী' । গোয়েন্দা থ্রিলার এই ছবিতেই প্রথমবার পেশাদার ডিটেকটিভের চরিত্রে দেখা যাবে সোহমকে । ফেলুবক্সী ওরফে সোহম খেতে খুব ভালোবাসেন । অনেকদিন পর অ্যাকশন সিকোয়েন্সে ফিরে বেশ খুশি তিনি ।
ইটিভি ভারতের সঙ্গে খোশমেজাজে আড্ডা দিলেন সোহম ৷ আসন্ন ছবি নিয়ে তিনি বললেন, "অনেকদিন অ্যাকশন ছবি করিনি । মানে যে ছবিগুলো করেছি সেগুলোতে অ্যাকশন ডিমান্ড করেনি । তাই হয়নি । এটাতেও যে খুব বেশি মাত্রায় অ্যাকশন আছে তা নয় । তবে, আছে । এ বছরে অ্যাকশন দিয়েই শুরু হল । দেখা যাক ।"
'ফেলুবক্সী' বললে ফেলুদা এবং ব্যোমকেশ বক্সী দুই দুঁদে গোয়েন্দার নামই অবলীলাক্রমেই মাথায় চলে আসে । এঁদের দুজনের মধ্যে সোহমে'র ছোটবেলা থেকে অধিক পছন্দ ফেলুদাকে । ফেলুবক্সী থুড়ি সোহম বলেন, "ফেলুদা নাকি ব্যোমকেশ ওভাবে বলা মুশকিল, তবে আমার আকর্ষণ বেশি ফেলুদার উপরেই । অনেক বেশি ঘরোয়া বলে মনে হয় ।"
ফেলুদার জীবনে কোনও নারীর অবস্থান ছিল না । তাঁর কোনও প্রেমিকা ছিল না । প্রসঙ্গত, সন্দীপ রায় একবার বলেছিলেন, ইচ্ছাকৃতভাবেই সত্যজিৎ রায় ফেলুদার জীবনে কোনও নারীকে আনেননি । তাঁর যুক্তি ছিল, ফেলুদা তা হলে কোথাও গিয়ে সবসময় ছোটদের জন্য থাকবে না । তবে, ব্যোমেকেশের জীবনে সত্যবতী আছে । আর ফেলুবক্সীর জীবনেও আছে একজন । সেটা ছবিটা দেখলে স্পষ্ট জানা যাবে ।
তবে 'ফেলুবক্সী' সকলকে নিয়ে দেখার মতো বলে জানিয়েছেন সোহম চক্রবর্তী । নানা কথায় জমে ওঠে সোহমের সঙ্গে আড্ডা । উঠে আসে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি মুক্তি নিয়ে শিবপ্রসাদের স্ত্রী জিনিয়াকে দেব ভক্তদের করা কটাক্ষের কথাও । ঘটনাটিকে অনভিপ্রেত বলে নিন্দা করেছেন সোহম । তিনি এও বলেন, "দেবের ইমেজ নষ্ট করার জন্যও কেউ এটা করতে পারে । তবে যে কারণেই করা হোক না কেন, সেটা অন্যায় হয়েছে । দেব এই জাতীয় কাজ কোনওদিনই সমর্থন করে না ।"
অভিনেতার বাইরেও সোহম চক্রবর্তীর আরও একটি পরিচয় রয়েছে, তিনি একজন বিধায়ক ৷ তাই রাজনীতিও তাঁর সঙ্গে জুড়ে রয়েছে ৷ আসন্ন ছবি নিয়ে কথা বলতে গিয়ে তাই উঠে আসে রাজনীতির প্রসঙ্গও । ইটিভি ভারতের তরফে তাঁর কাছে জানতে চাওয়া হয়, অভিনয় এবং রাজনীতির মধ্যে কোনওদিন যে কোনও একটাকে বেছে নিতে হলে কোনটা বেছে নেবেন ফেলুবক্সী?
ব্যাখ্যা দিতে গিয়ে সোহম বললেন, "বলা কঠিন এই মুহূর্তে । অভিনয় আমার রক্তে মিশে আছে । তিন বছর বয়স থেকে শুরু করেছি । আর শুধু শুধু সখে রাজনীতিতে আসিনি । কাজ করতে এসেছি ।"