নদিয়া, 12 জানুয়ারি: গাড়িতে তল্লাশি করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের ৷ ভিতর থেকে বেরিয়ে পড়ল একের পর এক খয়েরি রঙের প্যাকেটে মোরানো কুইন্টাল কুইন্টাল গাঁজা ৷ আনুমানিক মূল্য 6 লক্ষ টাকারও বেশি ৷ ইতিমধ্যেই, গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে এসটিএফ ও কোতোয়ালি থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরে ৷
জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালান এসটিএফের কর্তারা ৷ তাঁদের সঙ্গে অভিযানে যোগ দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশও ৷ রাজ্য সড়কের উপর প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হয় ৷ সেই সময় একটি টেম্পোতেও তল্লাশি চালান পুলিশ কর্তারা ৷ সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা।
গাড়িটিকে সঙ্গে সঙ্গে আটক করা হয় ৷ উদ্ধার করা হয় একাধিক গাঁজার বস্তা ৷ এরপর গাড়ির খালাসী এবং চালককে থানায় নিয়ে যাওয়া হয় । জানা গিয়েছে, গাজা ভর্তি গাড়িটি মূলত ওড়িশার কটক থেকে মুর্শিদাবাদের আমতলার উদ্দেশ্যে যাচ্ছিল । করিমপুরের দিকে যাওয়ার সময় গাড়িটিকে আটক করা হয় ৷
পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের মধ্যে একজনের বাড়ি নদিয়ার পলাশীপাড়া থানা এলাকায় ৷ অপরজনের বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুরে ৷ এই প্রসঙ্গে ডিএসপি রজতকান্তি পাল বলেন, "আমরা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করি । এদের বিরুদ্ধে প্রয়োজনীয় সমস্ত আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ এই মুহূর্তে ধৃত দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কোথা থেকে এই গাঁজা আনা হয়েছে ? কোথায় তারা পাচারের চেষ্টা করছিল ? সবকিছু জানার চেষ্টা চলছে ৷ "