দেখলেই গুঁতোতে আসছে ! 'বেয়াদব' ষাঁড়কে বাগে আনল দমকল ; দেখুন ভিডিয়ো - Bull Fear in Jalpaiguri - BULL FEAR IN JALPAIGURI

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 5:46 PM IST

Jalpaiguri Bull Fear: রাস্তায় বেরিয়েও শান্তি নেই ৷ সাইকেলে করে যেতে যেতে ষাঁড়ের গুঁতোয় পড়ে গেলেন ব্যক্তি ৷ এই ষাঁড়ের তাণ্ডবে সমস্যা পড়েন বহু পথচলতি মানুষ থেকে ট্রাফিক পুলিশ । অগত্যা সেই ষাঁড়কে বাগে আনতে ডাকতে হল দমকল ৷ মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় এমনই ঘটনার ঘটেছে ৷ এই এলাকায় থাকা একটি ষাঁড় মানুষ দেখলেই তেড়ে গুঁতোতে যাচ্ছে ৷ আর তাতেই বিপত্তি । পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় ট্রাফিক পুলিশের আইসি ও জলপাইগুড়ি দমকল বিভাগকে । স্থানীয় সূত্রে খবর, এদিন এলাকায় হঠাৎ একটি ষাঁড় পথচলতি সাধারণ মানুষের দিকে তেড়ে আসতে থাকে । ভয়ে অনেকেই এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন । সাময়িক চাঞ্চল্য দেখা দেয় এলাকায় । রাস্তার মাঝ বরাবর ষাঁড়ের এই অবাধ বিচরণে যান চলাচলেও সমস্যা দেখা দেয় । 

দমকলকর্মীরা জল দিয়ে মূল রাস্তা থেকে ষাঁড়টিকে সরানোর চেষ্টা করেন । এদিকে এক সময় দমকলকর্মীদের দিকেও তেড়ে যায় শৈব বাহন । দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর অবশেষে ষাঁড়টিকে সেখান থেকে সরিয়ে দিতে সক্ষম হন দমকলকর্মীরা । আতঙ্কমুক্ত হন সাধারণ মানুষ ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.