প্রসূনের সমর্থনে রাজপথে মমতা, দলীয় প্রার্থীকে জেতাতে হাওড়ায় জমজমাট প্রচার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 15, 2024, 10:38 PM IST
Mamata Banerjee Vote Campaign: সামনেই পঞ্চম দফার নির্বাচন ৷ শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ ও হাওড়াতে রয়েছে ভোট ৷ বৃহস্পতিবার হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় থেকে শুরু হয় এই পদযাত্রা ৷ কদমতলা, পাওয়ার হাউস, পঞ্চাননতলা রোড, জিটি রোড, ডবসন রোড, ডঃ অবনী দত্ত রোড ধরে পদযাত্রা শেষ হয় পিলখানা মোড়ে। শিবপুর, মধ্য হাওড়া ও উত্তর হাওড়া এই তিন বিধানসভা এলাকা দিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর পদযাত্রা। পদযাত্রাকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে! অপরদিকে হাওড়ার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করে হাওড়া পুলিশ ও প্রশাসন ৷ মমতার পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী-সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, কিছুদিন আগেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক মিছিলে তৃণমূলেরই বেশ কয়েকজন বিক্ষোভ দেখায় ৷ দলীয় কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে প্রসূনের বিরুদ্ধে ৷