ETV Bharat / entertainment

2025 সালের জানুয়ারিতে কোন কোন ছবি সামিল বক্সঅফিস যুদ্ধে, রইল তালিকা - JANUARY RELEASES 2025

বর্ষবরণের উৎসবে মেতে সকলে ৷ তবে যাঁরা সিনেপ্রেমী তাঁরা মুখিয়ে রয়েছেন নতুন ছবি মুক্তির জন্য ৷ বহুল প্রতীক্ষিত বেশ কিছু ছবি রয়েছে সেই তালিকায় ৷

Most Awaited Films of January 2025
জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় যেসব সিনেমা (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 1, 2025, 10:52 AM IST

Updated : Jan 1, 2025, 10:58 AM IST

হায়দরাবাদ, 1 জানুয়ারি: উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা ৷ 2024কে বিদায় জানিয়ে স্বাগত জানানো হয়েছে 2025 সালকে ৷ নতুন বছর অবশ্যই নতুন উদ্দীপনা ও আশা নিয়ে শুরু করেছেন সকলে ৷ সিনে জগতের তারকারাও মুখিয়ে ছিলেন 2025 সালের জন্য ৷

কারণ নতুন বছরেই মুক্তির অপেক্ষায় একধাকি বড় বাজেটের সিনেমা ৷ যার মধ্যে যেমন কঙ্গনা রানাওয়াতের এমারজেন্সি তেমনই রয়েছে রাম চরণ ও কিয়ারা আদবানি অভিনীত গে চেঞ্জার ৷ এক নজরে দেখে নেওয়া যাক, চলতি বছরের জানুয়ারিতে কোনও কোন সিনেমার দিকে নজর রাখতে হবে ৷

ফতেহ- 10 জানুয়ারি

নতুন বছরে বহুল প্রতীক্ষিত ছবি ফতেহ মুক্তি পাচ্ছে ৷ এই ছবির হাত ধরেই পরিচালকের আসনে বসেছেন সনু সুদ ৷ ফলে ছবি ঘিরে প্রত্যাশা রয়েছে বহুল ৷ অ্যাকশন-থ্রিলার ছবিতে মুখ্য চরিত্রে সনু সুদের পাশাপাশি রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ, নাসিরুদ্দিন শাহ ও বিজয় রাজ ৷ ট্রেলার ইতিমধ্যেই প্রত্যাশা জাগিয়েছে ৷ অ্যাকশন অবতারে পরতে পরতে চমকে দিয়েছেন সনু সুদ ৷ ছবি বিশেষজ্ঞদের মতে, প্রথম দিন ফতেহ আয় করতে পারে 2 থেকে 3 কোটি টাকা ৷

গেম চেঞ্জার- 10 জানুয়ারি

একদিকে যেখন বলিউড সিনেমা রয়েছে তেমনই রয়েছে দক্ষিণী সিনেমাও ৷ স্বনামধন্য পরিচালক এস শঙ্কর এই ছবির পরিচালক ৷ তিনি প্রথমবার তেলুগু ছবি পরিচালনা করেছেন ৷ রাম চরণকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ পলিটিক্যাল থ্রিলার ছবিতে রামচরণের সঙ্গে দেখা যাবে কিয়ারাকে ৷ তেলুগু-তামিল, মালয়লম ও কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাচ্ছে এই ছবি ৷

এমারজেন্সি-17 জানুয়ারি

2024 সালে প্রচুর লড়াই করতে হয়েছে কঙ্গনা রানাওয়াতকে ৷ এমারজেন্সি ছবির জন্য যেতে হয়েছে আদালতেও ৷ অবশেষে সেই ছবি মুক্তি পেতে চলেছে ৷ শুরু থেকেই বিতর্কে জড়ানো এই ছবি দর্শকদের কাছে আকর্ষণের কেন্দ্রে রয়েছে ৷ একদিকে পরিচালক হিসাবে কঙ্গনার হাতে খড়ি অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনেত্রী ৷ সব মিলিয়ে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি উত্তেজনার পারদ চড়েছে কঙ্গনার ছবিকে ঘিরে ৷

আজাদ- 17 জানুয়ারি

অভিষেক কাপুর পরিচালিত পিরিয়ড ড্রামা ছবি আজাদ মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওয়াতের ছবির সঙ্গেই ৷ এই ছবির হাত ধরে বড় পর্দায় পা রাখছেন অজয় দেবগণের বোনের ছেলে অমন দেবগণ ও রবীনা ট্যান্ডনের মেয়ে রাশা থড়ানি ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অজয় দেবগণও ৷ তবে প্রথমবার দুই তারকা কিডস অমন-রবীনা দর্শক মনে ছাপ ফেলতে পারেন কি না, সেই দিকে নজর থাকবে সকলের ৷

স্কাই ফোর্স- 24 জানুয়ারি

হাই বাজেট এরিয়াল অ্যাকশন ড্রামা নিয়ে বড় পর্দায় আসছেন অক্ষয় কুমার ৷ 2024 সালে অভিনেতার বক্সঅফিস রিপোর্ট খুব একটা সাফল্যজনক নয় ৷ একমাত্র খেল খেল ম্যায় ছবি কিছুটা আয়ের আলো দেখিয়েছে ৷ ফলে 24 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে এই ছবি অক্ষয়ের বক্সঅফিস খড়া কাটাতে পারে কি না, সেটাই দেখার ৷ সন্দীপ কেওলানি পরিচালিত ছবির ট্রেলার মুক্তি পাবে 3 জানুয়ারি ৷

দেবা- 31 জানুয়ারি

অনেক দিন পর অ্যাকশন অবতারে সিলভার স্ক্রিনে ফিরছেন শাহিদ কাপুর ৷ রোশান অ্যানড্রিউস পরিচালিত ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে শাহিদকে ৷

চলতি মাসে বিগ বাজেটের বিগ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ তারমধ্যে রয়েছে বাংলা ছবিও ৷ দেব প্রযোজিত রুক্মিণী মৈত্র অভিনীত 'বিনোদিনী' রয়েছে মুক্তির পথে ৷ 23 জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি ৷ সব মিলিয়ে নতুন বছরের শুরুর মাসে বক্সঅফিসে যুদ্ধে কে থাকে এগিয়ে, কেই বা হয় লম্বা রেসের ঘোড়া, তা সময় বলবে ৷

হায়দরাবাদ, 1 জানুয়ারি: উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা ৷ 2024কে বিদায় জানিয়ে স্বাগত জানানো হয়েছে 2025 সালকে ৷ নতুন বছর অবশ্যই নতুন উদ্দীপনা ও আশা নিয়ে শুরু করেছেন সকলে ৷ সিনে জগতের তারকারাও মুখিয়ে ছিলেন 2025 সালের জন্য ৷

কারণ নতুন বছরেই মুক্তির অপেক্ষায় একধাকি বড় বাজেটের সিনেমা ৷ যার মধ্যে যেমন কঙ্গনা রানাওয়াতের এমারজেন্সি তেমনই রয়েছে রাম চরণ ও কিয়ারা আদবানি অভিনীত গে চেঞ্জার ৷ এক নজরে দেখে নেওয়া যাক, চলতি বছরের জানুয়ারিতে কোনও কোন সিনেমার দিকে নজর রাখতে হবে ৷

ফতেহ- 10 জানুয়ারি

নতুন বছরে বহুল প্রতীক্ষিত ছবি ফতেহ মুক্তি পাচ্ছে ৷ এই ছবির হাত ধরেই পরিচালকের আসনে বসেছেন সনু সুদ ৷ ফলে ছবি ঘিরে প্রত্যাশা রয়েছে বহুল ৷ অ্যাকশন-থ্রিলার ছবিতে মুখ্য চরিত্রে সনু সুদের পাশাপাশি রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ, নাসিরুদ্দিন শাহ ও বিজয় রাজ ৷ ট্রেলার ইতিমধ্যেই প্রত্যাশা জাগিয়েছে ৷ অ্যাকশন অবতারে পরতে পরতে চমকে দিয়েছেন সনু সুদ ৷ ছবি বিশেষজ্ঞদের মতে, প্রথম দিন ফতেহ আয় করতে পারে 2 থেকে 3 কোটি টাকা ৷

গেম চেঞ্জার- 10 জানুয়ারি

একদিকে যেখন বলিউড সিনেমা রয়েছে তেমনই রয়েছে দক্ষিণী সিনেমাও ৷ স্বনামধন্য পরিচালক এস শঙ্কর এই ছবির পরিচালক ৷ তিনি প্রথমবার তেলুগু ছবি পরিচালনা করেছেন ৷ রাম চরণকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ পলিটিক্যাল থ্রিলার ছবিতে রামচরণের সঙ্গে দেখা যাবে কিয়ারাকে ৷ তেলুগু-তামিল, মালয়লম ও কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাচ্ছে এই ছবি ৷

এমারজেন্সি-17 জানুয়ারি

2024 সালে প্রচুর লড়াই করতে হয়েছে কঙ্গনা রানাওয়াতকে ৷ এমারজেন্সি ছবির জন্য যেতে হয়েছে আদালতেও ৷ অবশেষে সেই ছবি মুক্তি পেতে চলেছে ৷ শুরু থেকেই বিতর্কে জড়ানো এই ছবি দর্শকদের কাছে আকর্ষণের কেন্দ্রে রয়েছে ৷ একদিকে পরিচালক হিসাবে কঙ্গনার হাতে খড়ি অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনেত্রী ৷ সব মিলিয়ে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি উত্তেজনার পারদ চড়েছে কঙ্গনার ছবিকে ঘিরে ৷

আজাদ- 17 জানুয়ারি

অভিষেক কাপুর পরিচালিত পিরিয়ড ড্রামা ছবি আজাদ মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওয়াতের ছবির সঙ্গেই ৷ এই ছবির হাত ধরে বড় পর্দায় পা রাখছেন অজয় দেবগণের বোনের ছেলে অমন দেবগণ ও রবীনা ট্যান্ডনের মেয়ে রাশা থড়ানি ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অজয় দেবগণও ৷ তবে প্রথমবার দুই তারকা কিডস অমন-রবীনা দর্শক মনে ছাপ ফেলতে পারেন কি না, সেই দিকে নজর থাকবে সকলের ৷

স্কাই ফোর্স- 24 জানুয়ারি

হাই বাজেট এরিয়াল অ্যাকশন ড্রামা নিয়ে বড় পর্দায় আসছেন অক্ষয় কুমার ৷ 2024 সালে অভিনেতার বক্সঅফিস রিপোর্ট খুব একটা সাফল্যজনক নয় ৷ একমাত্র খেল খেল ম্যায় ছবি কিছুটা আয়ের আলো দেখিয়েছে ৷ ফলে 24 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে এই ছবি অক্ষয়ের বক্সঅফিস খড়া কাটাতে পারে কি না, সেটাই দেখার ৷ সন্দীপ কেওলানি পরিচালিত ছবির ট্রেলার মুক্তি পাবে 3 জানুয়ারি ৷

দেবা- 31 জানুয়ারি

অনেক দিন পর অ্যাকশন অবতারে সিলভার স্ক্রিনে ফিরছেন শাহিদ কাপুর ৷ রোশান অ্যানড্রিউস পরিচালিত ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে শাহিদকে ৷

চলতি মাসে বিগ বাজেটের বিগ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ তারমধ্যে রয়েছে বাংলা ছবিও ৷ দেব প্রযোজিত রুক্মিণী মৈত্র অভিনীত 'বিনোদিনী' রয়েছে মুক্তির পথে ৷ 23 জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি ৷ সব মিলিয়ে নতুন বছরের শুরুর মাসে বক্সঅফিসে যুদ্ধে কে থাকে এগিয়ে, কেই বা হয় লম্বা রেসের ঘোড়া, তা সময় বলবে ৷

Last Updated : Jan 1, 2025, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.