হাওড়া, 1 জানুয়ারি: নিত্যযাত্রীদের জন্য বড় খবর ৷ পয়লা জানুয়ারি থেকে বদলে যাচ্ছে পূর্ব রেলের দূরপাল্লা-সহ লোকাল ট্রেনের টাইম টেবিল । পূর্ব রেল মঙ্গলবার প্রকাশ করেছে 2025 সালের ট্রেনের সেই নয়া সময় তালিকা । এই তালিকাতে বিভিন্ন রুটের একাধিক সুপার ফাস্ট থেকে এক্সপ্রেস ট্রেন যেমন রয়েছে, তেমনই রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, যা নতুন টাইম ক্যালেন্ডার রূপে প্রকাশ করেছে ভারতীয় রেল ।
বুধবার নতুন বছরের প্রথম দিন থেকেই বিভিন্ন রুটের এই ট্রেনগুলি নতুন সময় মেনে চলাচল করবে । যাত্রীদের যাতে কোনও রকম সমস্যা না হয় টাইম টেবিল নিয়ে, তাই ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে রেলের তরফে । ওই বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনের টাইম টেবিল বদলানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
পূর্ব রেল সূত্রে খবর, নতুন বছরে মোট 36টি মেল ও এক্সপ্রেস-সহ 147টি প্যাসেঞ্জার ট্রেনেরও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে । সেই তালিকায় রয়েছে মালদা ডিভিশনের গৌড় এক্সপ্রেস, হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন ।
পূর্ব রেল আরও জানিয়েছে, কিছু রেলের রেক বদলে ফেলা হয়েছে । যার ফলে ট্রেন চলাচলের গতি আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে । বিভিন্ন রুটের এই ট্রেনগুলি আজ অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে নতুন সময় মেনে চলাচল করবে । রেলের কর্তারা মনে করছেন, নতুন সময় মেনে একাধিক এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন চলাচলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে । এই নতুন টাইম টেবিলে কোনও ট্রেনের সময় এগিয়েছে, আবার কোনও ট্রেনের সময় একটু হলেও নির্ধারিত সময়ের থেকে পিছিয়েছে । তাই এখনও টাইম টেবিল না দেখে থাকলে এক্ষুণি চোখ বুলিয়ে নিই ৷