ETV Bharat / bharat

নববর্ষ উদযাপনে এসে মা ও চার বোনকে খুন! জেরায় স্বীকার তরুণের - LUCKNOW MURDER CASE

নিউ ইয়ারের সকালে লখনউয়ের হোটেলে একই পরিবারের পাঁচজন খুন ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে মা ও বোনদের খুনের কথা জানাল চব্বিশের আরশাদ ৷

Murder in Lucknow
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2025, 11:11 AM IST

লখনউ, 1 জানুয়ারি: বর্ষশুরুর সকালে হত্যালীলা লখনউতে ৷ নিউ ইয়ার উদযাপন করতে নিয়ে এসে মা ও চার বোনকে খুন করল তরুণ ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চারবাগ রেলস্টেশনের কাছে নাকা থানা এলাকার হোটেল শরণজিতে ৷ সেখান থেকেই মা ও চার মেয়ের দেহ উদ্ধার করা হয় ৷ গ্রেফতার হয় খুনে অভিযুক্ত তরুণ আরশাদ ৷ সকলেই আগ্রার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ নববর্ষ উদযাপন করতে তাঁরা লখনউতে এসেছিলেন ।

জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আরশাদ । সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আরশাদকে জিজ্ঞাসাবাদে ব্যস্ত পুলিশ । প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক কলহের জেরে এই খুন ।

Lucknow 5 Murder Incident
ইনসেটে অভিযুক্ত আরশাদ (ইটিভি ভারত)

রাতে নববর্ষ উদযাপন করে ফিরে মা ও চার বোনকে হত্যা করে আরশাদ । ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে । পাশাপাশি সকলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ ৷

জানা গিয়েছে, আগ্রার ইসলাম নগরের তেহরি বাগিয়ার কুবেরপুরের বাসিন্দা বছর চব্বিশের আরশাদ ৷ মা আসমা এবং চার বোন আলিয়া (9), আলশিয়া (19), আকসা (16), রাহমিন (18)-এর সঙ্গে নববর্ষ উদযাপন করতে লখনউয়ে শরণজিৎ হোটেলে ঘর নিয়েছিল সে । তারপর নববর্ষের পার্টি শেষে তাদেরকে খুন করে আরশাদ ৷

এই বিষয়ে ডিসিপি সেন্ট্রাল রবীনা ত্যাগী জানান, 1 জানুয়ারি নাকা থানা থেকে হোটেল শরণজিতে একই পরিবারের পাঁচজনকে খুন করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ । একজনকে গ্রেফতার করা হয়েছে । জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, পারিবারিক কলহের জেরে সে তার মা ও চার বোনকে হত্যা করেছে ।

লখনউ, 1 জানুয়ারি: বর্ষশুরুর সকালে হত্যালীলা লখনউতে ৷ নিউ ইয়ার উদযাপন করতে নিয়ে এসে মা ও চার বোনকে খুন করল তরুণ ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চারবাগ রেলস্টেশনের কাছে নাকা থানা এলাকার হোটেল শরণজিতে ৷ সেখান থেকেই মা ও চার মেয়ের দেহ উদ্ধার করা হয় ৷ গ্রেফতার হয় খুনে অভিযুক্ত তরুণ আরশাদ ৷ সকলেই আগ্রার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ নববর্ষ উদযাপন করতে তাঁরা লখনউতে এসেছিলেন ।

জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আরশাদ । সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আরশাদকে জিজ্ঞাসাবাদে ব্যস্ত পুলিশ । প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক কলহের জেরে এই খুন ।

Lucknow 5 Murder Incident
ইনসেটে অভিযুক্ত আরশাদ (ইটিভি ভারত)

রাতে নববর্ষ উদযাপন করে ফিরে মা ও চার বোনকে হত্যা করে আরশাদ । ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে । পাশাপাশি সকলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ ৷

জানা গিয়েছে, আগ্রার ইসলাম নগরের তেহরি বাগিয়ার কুবেরপুরের বাসিন্দা বছর চব্বিশের আরশাদ ৷ মা আসমা এবং চার বোন আলিয়া (9), আলশিয়া (19), আকসা (16), রাহমিন (18)-এর সঙ্গে নববর্ষ উদযাপন করতে লখনউয়ে শরণজিৎ হোটেলে ঘর নিয়েছিল সে । তারপর নববর্ষের পার্টি শেষে তাদেরকে খুন করে আরশাদ ৷

এই বিষয়ে ডিসিপি সেন্ট্রাল রবীনা ত্যাগী জানান, 1 জানুয়ারি নাকা থানা থেকে হোটেল শরণজিতে একই পরিবারের পাঁচজনকে খুন করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ । একজনকে গ্রেফতার করা হয়েছে । জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, পারিবারিক কলহের জেরে সে তার মা ও চার বোনকে হত্যা করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.