ETV Bharat / entertainment

অবশেষে মুক্তির পথে 'পরিচয় গুপ্ত', সামনে এল মুক্তির তারিখ - PORICHOY GUPTA RELEASE DATE

অবশেষে মুক্তির পথে ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে পারিবারিক রহস্যে মোড়া বাংলা ছবি 'পরিচয় গুপ্ত' ৷ সামনে এল মুক্তির তারিখ ৷

ETV BHARAT
অবশেষে মুক্তির পথে 'পরিচয় গুপ্ত' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 3, 2025, 10:43 AM IST

কলকাতা, 3 জানুয়ারি: অবশেষে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'পরিচয় গুপ্ত'। আগামী একুশে ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি ।

পরিচালক রণ রাজের পরিচালনায় ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে পারিবারিক রহস্যে মোড়া বাংলা ছবি 'পরিচয় গুপ্ত'। ঋত্বিক, ইন্দ্রনীল ছাড়াও রয়েছেন আরও একঝাঁক তারকা । দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য তাঁদের মধ্যে অন্যতম । ছবির ফার্স্ট লুক প্রকাশ্যের পর থেকেই বেশ গুঞ্জন চলেছে এই ছবি নিয়ে ।

পরিচালক রণ রাজ জানান, "ছবির টাইটেল শুনেই বোঝা যাচ্ছে কোনও কিছুর পরিচয় গোপন রয়েছে এই গল্পে । সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটি পরিচয় গোপন থাকে । সমাজের চাপে, পরিবারের চাপে হয়তো সেই গোপন প্রতিভাকে নিজেকে আটকে রাখতে হয় । আর সেই নিয়ে পরিচয় গুপ্ত ।"

এই ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে একজন অন্ধ জমিদারের চরিত্রে । অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর লুকে রয়েছে বেশ চমক এবং ইন্দ্রনীল সুদর্শন প্রত্নতাত্বিক । পাশাপাশি অভিনেতা জয় সেনগুপ্তের চরিত্রের লুকেও রয়েছে বিশেষ চমক । মোদ্দাকথা, এই ছবিতে প্রত্যেকের লুককে একটু অন্য রকম করার চেষ্টা করা হয়েছে । সব মিলিয়ে টিজারের প্রতিটি ঝলকে রয়েছে আলাদা একটি থ্রিলার ভাব ।

ছবির শুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী জমিদারি এলাকায় । চলতি বছরের একুশে ফেব্রুয়ারি 'পুর্ণাঞ্জলি মিডিয়া প্রাইভেট লিমিটেড' ও 'পান্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি 'পরিচয় গুপ্ত'।

কলকাতা, 3 জানুয়ারি: অবশেষে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'পরিচয় গুপ্ত'। আগামী একুশে ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি ।

পরিচালক রণ রাজের পরিচালনায় ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে পারিবারিক রহস্যে মোড়া বাংলা ছবি 'পরিচয় গুপ্ত'। ঋত্বিক, ইন্দ্রনীল ছাড়াও রয়েছেন আরও একঝাঁক তারকা । দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য তাঁদের মধ্যে অন্যতম । ছবির ফার্স্ট লুক প্রকাশ্যের পর থেকেই বেশ গুঞ্জন চলেছে এই ছবি নিয়ে ।

পরিচালক রণ রাজ জানান, "ছবির টাইটেল শুনেই বোঝা যাচ্ছে কোনও কিছুর পরিচয় গোপন রয়েছে এই গল্পে । সমাজের প্রতিটি মানুষের মধ্যে একটি পরিচয় গোপন থাকে । সমাজের চাপে, পরিবারের চাপে হয়তো সেই গোপন প্রতিভাকে নিজেকে আটকে রাখতে হয় । আর সেই নিয়ে পরিচয় গুপ্ত ।"

এই ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে একজন অন্ধ জমিদারের চরিত্রে । অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর লুকে রয়েছে বেশ চমক এবং ইন্দ্রনীল সুদর্শন প্রত্নতাত্বিক । পাশাপাশি অভিনেতা জয় সেনগুপ্তের চরিত্রের লুকেও রয়েছে বিশেষ চমক । মোদ্দাকথা, এই ছবিতে প্রত্যেকের লুককে একটু অন্য রকম করার চেষ্টা করা হয়েছে । সব মিলিয়ে টিজারের প্রতিটি ঝলকে রয়েছে আলাদা একটি থ্রিলার ভাব ।

ছবির শুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী জমিদারি এলাকায় । চলতি বছরের একুশে ফেব্রুয়ারি 'পুর্ণাঞ্জলি মিডিয়া প্রাইভেট লিমিটেড' ও 'পান্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি 'পরিচয় গুপ্ত'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.