ETV Bharat / sports

কাইথের দস্তানায় 'বিশাল' নজির, আইএসএলে ইতিহাস বাগান গোলরক্ষকের - VISHAL KAITH

আইএসএলে ছুটছে বাগানের বিজয়রথ ৷ যার নেপথ্যে অন্যতম ভূমিকা গোলরক্ষক বিশাল কাইথের ৷ শনিবার আইএসএলে ইতিহাস গড়লেন সবুজ-মেরুন শট-স্টপার ৷

VISHAL KAITH
বিশাল কাইথ (DURAND CUP)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 3, 2025, 1:16 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ক্লাব ফুটবলে নিরন্তর প্রমাণ দিয়ে যাওয়ার পরেও জাতীয় দলে ব্রাত্য থেকে যেতে হয় তাঁকে ৷ তবু দায়িত্বরক্ষায় মনোসংযোগ এতটুকু ক্ষুণ্ণ হয় না বিশাল কাইথের ৷ চলতি মরশুমের শুরুতে শট-স্টপারের সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সেই সিদ্ধান্ত যে কতটা যুক্তিযুক্ত, তার স্বপক্ষে প্রমাণ দিয়েই চলেছেন এই গোলরক্ষক ৷ চলতি আইএসএলে এখনও পর্যন্ত 11টি ম্য়াচ ক্লিনশিট রেখেছে মোহনবাগান ৷ যা সর্বাধিক ৷ আর শনিবার মহামেডানের বিরুদ্ধে গোল হজম না-করে আইএসএলে ইতিহাস গড়লেন সবুজ-মেরুন গোলরক্ষক ৷

প্রথম গোলরক্ষক হিসেবে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে 50টি ম্যাচে গোল না-খাওয়ার নজির গড়লেন কাইথ ৷ মহামেডানের বিরুদ্ধে ম্য়াচ শুরুর আগে দেশের টপ টিয়ার ফুটবল লিগে সর্বাধিক ক্লিনশিট রাখার নিরিখে অমরিন্দর সিং (49) এবং গুরপ্রীত সিং সান্ধুর (49) সঙ্গে একই মেরুতে দাঁড়িয়েছিলেন তিনি ৷ মিনি ডার্বিতে কোনও গোল হজম না-করে ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি'র দুই কাউন্টার-পার্টকে পিছনে ফেলে দেন বাগানের বাজপাখি ৷

আইএসএল ইতিহাসে তেকাঠির নীচে দাঁড়িয়ে 50 ম্য়াচে গোল না-খাওয়ার নজির আর কারও নেই ৷ সময়ের সঙ্গে নিশ্চয় বিশালের একাসনে বসে পড়বেন অমরিন্দর-গুরপ্রীতরা ৷ কিন্তু প্রথম হিসেবে নয়া এই মাইলস্টোন সেট করলেন সবুজ-মেরুন কাস্টোডিয়ান ৷ চলতি আইএসএলে 19 ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র 14টি গোল হজম করেছে মোহনবাগান ৷ যা সবচেয়ে কম ৷ পাশাপাশি সর্বাধিক 11টি ম্য়াচে ক্লিনশিট রেখেছে বাগান রক্ষণ ৷ যার পিছনে বিশালের ভূমিকা অন্যতম ৷

138 ম্য়াচে খেলে ক্লিনশিটের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সবুজ-মেরুন গোলরক্ষক ৷ তবে কেবল কলকাতা জায়ান্টদের হয়েই নয়, অতীতে চেন্নাইয়িন এফসি জার্সির রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে বিশালের এই নজিরে ৷ রবিবার মোহনবাগানের তরফে সোশাল মিডিয়া পোস্টও করা হয়েছে গোলরক্ষককে নিয়ে ৷ যেখানে লেখা হয়েছে, "রক্ষণে দেওয়ালের মত ৷ ভূ-ভারতে সেরা ৷ আইএসএল ইতিহাসে প্রথম 50 ক্লিনশিট ৷"

আরও পড়ুন:

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ক্লাব ফুটবলে নিরন্তর প্রমাণ দিয়ে যাওয়ার পরেও জাতীয় দলে ব্রাত্য থেকে যেতে হয় তাঁকে ৷ তবু দায়িত্বরক্ষায় মনোসংযোগ এতটুকু ক্ষুণ্ণ হয় না বিশাল কাইথের ৷ চলতি মরশুমের শুরুতে শট-স্টপারের সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সেই সিদ্ধান্ত যে কতটা যুক্তিযুক্ত, তার স্বপক্ষে প্রমাণ দিয়েই চলেছেন এই গোলরক্ষক ৷ চলতি আইএসএলে এখনও পর্যন্ত 11টি ম্য়াচ ক্লিনশিট রেখেছে মোহনবাগান ৷ যা সর্বাধিক ৷ আর শনিবার মহামেডানের বিরুদ্ধে গোল হজম না-করে আইএসএলে ইতিহাস গড়লেন সবুজ-মেরুন গোলরক্ষক ৷

প্রথম গোলরক্ষক হিসেবে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে 50টি ম্যাচে গোল না-খাওয়ার নজির গড়লেন কাইথ ৷ মহামেডানের বিরুদ্ধে ম্য়াচ শুরুর আগে দেশের টপ টিয়ার ফুটবল লিগে সর্বাধিক ক্লিনশিট রাখার নিরিখে অমরিন্দর সিং (49) এবং গুরপ্রীত সিং সান্ধুর (49) সঙ্গে একই মেরুতে দাঁড়িয়েছিলেন তিনি ৷ মিনি ডার্বিতে কোনও গোল হজম না-করে ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি'র দুই কাউন্টার-পার্টকে পিছনে ফেলে দেন বাগানের বাজপাখি ৷

আইএসএল ইতিহাসে তেকাঠির নীচে দাঁড়িয়ে 50 ম্য়াচে গোল না-খাওয়ার নজির আর কারও নেই ৷ সময়ের সঙ্গে নিশ্চয় বিশালের একাসনে বসে পড়বেন অমরিন্দর-গুরপ্রীতরা ৷ কিন্তু প্রথম হিসেবে নয়া এই মাইলস্টোন সেট করলেন সবুজ-মেরুন কাস্টোডিয়ান ৷ চলতি আইএসএলে 19 ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র 14টি গোল হজম করেছে মোহনবাগান ৷ যা সবচেয়ে কম ৷ পাশাপাশি সর্বাধিক 11টি ম্য়াচে ক্লিনশিট রেখেছে বাগান রক্ষণ ৷ যার পিছনে বিশালের ভূমিকা অন্যতম ৷

138 ম্য়াচে খেলে ক্লিনশিটের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সবুজ-মেরুন গোলরক্ষক ৷ তবে কেবল কলকাতা জায়ান্টদের হয়েই নয়, অতীতে চেন্নাইয়িন এফসি জার্সির রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে বিশালের এই নজিরে ৷ রবিবার মোহনবাগানের তরফে সোশাল মিডিয়া পোস্টও করা হয়েছে গোলরক্ষককে নিয়ে ৷ যেখানে লেখা হয়েছে, "রক্ষণে দেওয়ালের মত ৷ ভূ-ভারতে সেরা ৷ আইএসএল ইতিহাসে প্রথম 50 ক্লিনশিট ৷"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.