জয়নগর, 3 ফেব্রুয়ারি: জয়নগরে গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টা ৷ গ্রামবাসীদের চেষ্টায় প্রাণে বাঁচলেন মহিলা ৷ রবিবার যখন একদিকে বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে ঠিক তখন গ্রামের ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার গোঙানির আর্তনাদ শুনতে পান গ্রামবাসীরা। জয়নগর থানার অন্তর্গত ওই গ্রামের ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যান তাঁরা।
আনুমানিক 28 বছরের এক গৃহবধূ ঠিকভাবে কথা বলতে পারছেন না। জামা কাপড়ে কাদার দাগ। অসহায় ভাবে গোঙাচ্ছেন মাটিতে পড়ে। গলায় ওড়না জড়ানো। খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। পুলিশ এসে গৃহবধূকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে।
বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা জানান, সাব্বির নামে এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে ৷ নির্যাতিতার অভিযোগ, তাঁকে অপহরণ করে নিয়ে আসে সাব্বির। তারপর ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে ৷ আর্তনাদে গ্রামবাসীরা এসে তাঁকে উদ্ধার করেন ও পুলিশে খবর দেন ৷
এবিষয়ে বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাস জানান, গতকাল জয়নগর থানা এলাকা থেকে এক মহিলাকে উদ্ধার করেন স্থানীয়রা ৷ পুলিশ ওই মহিলাকে চিকিৎসা করানোর জন্য গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, মূল অভিযুক্ত সাব্বিরের খোঁজ চলছে।