ETV Bharat / state

পুলিশ-ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে - SARASWATI PUJA

স্কুলে যান হরিণঘাটার বিডিও মহর্ষিতা বিশ্বাস ৷ কেন পুলিশি নিরাপত্তায় পুজো, সদুত্তর দিতে পারেননি তিনি ৷

SARASWATI PUJA
পুলিশ-ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2025, 6:00 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: পুলিশ ও ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হল স্কুলে ৷ ঘটনাস্থল নদীর হরিণঘাটা ৷ সেখানকার দাসকুলডাঙা প্রাথমিক বিদ্যালয়েই পুলিশি নিরাপত্তার মধ্যে পুজো হয় ৷ ওই স্কুলে যান স্থানীয় বিডিও মহর্ষিতা বিশ্বাস ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরস্বতী পুজোর জন্য স্কুলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কেন ? এই নিয়ে হরিণঘাটার বিডিও অবশ্য কোনও সদুত্তর দিতে পারেননি ৷ এই নিয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

SARASWATI PUJA
পুলিশ-ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে (নিজস্ব চিত্র)

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসকুলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো নিয়ে দিনকয়েক আগে ঝামেলা হয়েছিল ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশ স্কুলে গিয়ে পুজো না করার জন্য কর্তৃপক্ষকে হুমকি দেয় বলে অভিযোগ ওঠে ৷ বিষয়টি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে সর্বত্র ৷

SARASWATI PUJA
পুলিশ-ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে (নিজস্ব চিত্র)

রবিবার হরিণঘাটা এলাকায় একটি সরস্বতী পুজোর মণ্ডপে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখান থেকেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে বিদ্যালয়ে পুজো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে পুজো হবে । সেই দায়িত্ব প্রশাসনের৷ প্রয়োজন পড়লে প্রশাসন নিরাপত্তা দিয়ে সেই পুজো করবে ।

SARASWATI PUJA
পুলিশ-ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে (নিজস্ব চিত্র)

সোমবার দেখা গেল হরিণঘাটা থানার পুলিশ বাহিনী ওই বিদ্যালয়ে আসে এবং সেই সঙ্গে প্রচুর ব়্যাফ নামানো হয় । পাশাপাশি প্রশাসনের তরফে অভিভাবকদের স্কুলের ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয় । ওই বিদ্যালয়ে উপস্থিত হন হরিণঘাটার বিডিও মহর্ষিতা বিশ্বাস । তিনি জানান, নিরাপত্তা দেওয়া প্রশাসনের কাজ । সেই কারণে প্রশাসন এসেছে । তবে ছোট একটা ইস্যু ছিল সেগুলো সব মিটে গিয়েছে ।

SARASWATI PUJA
পুলিশ-ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে (নিজস্ব চিত্র)

অন্যদিকে ওই এলাকার বাসিন্দা সুদীপ সরকার জানান, এটা খুব আশ্চর্যজনক বিষয় । প্রাচীনকাল থেকে বিদ্যালয়ের সরস্বতী পুজো হয়ে আসছে । আর সেই পুজোর জন্য বন্দুকধারী প্রচুর পুলিশ পাহারায় পুজো হবে এটা শিক্ষাঙ্গনের চরম লজ্জা । ছাত্রছাত্রীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে ।

কলকাতা, 3 ফেব্রুয়ারি: পুলিশ ও ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হল স্কুলে ৷ ঘটনাস্থল নদীর হরিণঘাটা ৷ সেখানকার দাসকুলডাঙা প্রাথমিক বিদ্যালয়েই পুলিশি নিরাপত্তার মধ্যে পুজো হয় ৷ ওই স্কুলে যান স্থানীয় বিডিও মহর্ষিতা বিশ্বাস ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরস্বতী পুজোর জন্য স্কুলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কেন ? এই নিয়ে হরিণঘাটার বিডিও অবশ্য কোনও সদুত্তর দিতে পারেননি ৷ এই নিয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

SARASWATI PUJA
পুলিশ-ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে (নিজস্ব চিত্র)

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসকুলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো নিয়ে দিনকয়েক আগে ঝামেলা হয়েছিল ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশ স্কুলে গিয়ে পুজো না করার জন্য কর্তৃপক্ষকে হুমকি দেয় বলে অভিযোগ ওঠে ৷ বিষয়টি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে সর্বত্র ৷

SARASWATI PUJA
পুলিশ-ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে (নিজস্ব চিত্র)

রবিবার হরিণঘাটা এলাকায় একটি সরস্বতী পুজোর মণ্ডপে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখান থেকেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে বিদ্যালয়ে পুজো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে পুজো হবে । সেই দায়িত্ব প্রশাসনের৷ প্রয়োজন পড়লে প্রশাসন নিরাপত্তা দিয়ে সেই পুজো করবে ।

SARASWATI PUJA
পুলিশ-ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে (নিজস্ব চিত্র)

সোমবার দেখা গেল হরিণঘাটা থানার পুলিশ বাহিনী ওই বিদ্যালয়ে আসে এবং সেই সঙ্গে প্রচুর ব়্যাফ নামানো হয় । পাশাপাশি প্রশাসনের তরফে অভিভাবকদের স্কুলের ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয় । ওই বিদ্যালয়ে উপস্থিত হন হরিণঘাটার বিডিও মহর্ষিতা বিশ্বাস । তিনি জানান, নিরাপত্তা দেওয়া প্রশাসনের কাজ । সেই কারণে প্রশাসন এসেছে । তবে ছোট একটা ইস্যু ছিল সেগুলো সব মিটে গিয়েছে ।

SARASWATI PUJA
পুলিশ-ব়্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে (নিজস্ব চিত্র)

অন্যদিকে ওই এলাকার বাসিন্দা সুদীপ সরকার জানান, এটা খুব আশ্চর্যজনক বিষয় । প্রাচীনকাল থেকে বিদ্যালয়ের সরস্বতী পুজো হয়ে আসছে । আর সেই পুজোর জন্য বন্দুকধারী প্রচুর পুলিশ পাহারায় পুজো হবে এটা শিক্ষাঙ্গনের চরম লজ্জা । ছাত্রছাত্রীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.