কলকাতা, 9 ফেব্রুয়ারি: কলকাতার ইতিহাসে অন্যতম জায়গা রয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের । এবার সেই পরিবারের ইতিহাসনির্ভর বইয়ের দেখা মিলল 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় । লিখেছেন পরিবারেরই 36তম বংশধর ।
সেন্ট্রাল পার্কে আজই 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষদিন । চুটিয়ে চলছে শেষপর্বের বিকিকিনি ৷ হরেক রকমের বইয়ের পাশাপাশি এবার বইমেলায় প্রকাশিত হয়েছে 'সাবর্ণ ইতিকথা'। লেখক শুভদীপ রায়চৌধুরী সাবর্ণ রায়চৌধুরী পরিবারের 36তম বংশধর তথা ইতিহাস গবেষক ।
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-02-2025/bookfair_06022025094642_0602f_1738815402_253.jpg)
বইটি প্রসঙ্গে শুভদীপ রায়চৌধুরী বলেন, "ইচ্ছা ছিল পরিবারের দীর্ঘ ইতিহাস লেখার । কিন্তু সময়ের অভাবে সংক্ষেপেই লিখতে হল ।" তবে খুব শীঘ্রই সম্পূর্ণ ইতিহাস লিখবেন বলে জানিয়েছেন তিনি । বইটি তিনি উৎসর্গ করেছেন তাঁর পরমগুরু সাধক বাসুদেব পরমহংসের শ্রীচরণে ।
বইটিতে কলকাতার ইতিহাসের পাশাপাশি, কালীঘাট মন্দিরের ইতিহাস, সাবর্ণদের প্রতিষ্ঠিত বহু মন্দিরের মধ্যেও কয়েকটির ইতিহাস রয়েছে । এছাড়া এই বংশের বহু সুসন্তানের কীর্তির কথাও বলা রয়েছে এই বইতে ।
নিজের শহরের ইতিহাস জানতে কে না চায় ? আমাদের প্রাণের শহর কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে হাজার হাজার বছরের দীর্ঘ ইতিহাস । আর কলকাতার কথা উঠলে যে পরিবারের নাম সবার আগে উঠে আসে তারা হল সাবর্ণ রায়চৌধুরীর পরিবার । আর সেই বংশেরই 36তম বংশধর সংক্ষেপে লিখলেন নিজেদের বংশের ইতিহাস । আন্তর্জাতিক কলকাতা বইমেলার 476 নং স্টলে পাওয়া যাচ্ছে শুভদীপের লেখা 'সাবর্ণ ইতিকথা' বইটি ।
প্রসঙ্গত, বইটির লেখক শুভদীপ রায় চৌধুরী কালঘাট মন্দিরের প্রতিষ্ঠাতা সন্তোষ রায় চৌধুরী এবং মা চণ্ডীর উপাসক মহেশচন্দ্র রায় চৌধুরীর বংশধর । স্কটিশচার্চ কলেজ থেকে ইতিহাস নিয়ে পড়ার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পরবর্তীকালে কলকাতার ইতিহাস নিয়ে দীর্ঘদিন প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে গবেষণা করেন । এর আগে 'বনেদি কলকাতার দুর্গোৎসব' নামে একটি বই লিখে জনপ্রিয় হন তিনি । এবার নিজের পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস লিখে ফেললেন । আগামী দিনে সম্পূর্ণ ইতিহাস লেখার ইচ্ছা রয়েছে শুভদীপ রায়চৌধুরীর ।