ETV Bharat / entertainment

সপরিবারে বাগদেবীর আরাধনা, আড়ম্বরহীন পুজো সদ্য মা-হারা ঋতুপর্ণার - SARASWATI PUJA 2025

বাড়িতে সপরিবারে বাগদেবীর আরাধনা করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ তবে এবার তাঁর পুজো ছিল আড়ম্বরহীন ৷

ETV BHARAT
সপরিবারে বাগদেবীর আরাধনা ঋতুপর্ণা সেনগুপ্তের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 3, 2025, 5:45 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: রবিবার ছিল একগুচ্ছ কাজ এবং বিভিন্ন জায়গায় হাজিরা দেওয়ার ব্যস্ততা । তাই সোমবার বাড়িতে সরস্বতী পুজো করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷

সোমবার সকাল হতেই বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন ঋতুপর্ণা । স্বামী অঞ্জন, পুত্র অঙ্কন ও শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে অঞ্জলি দিলেন তিনি । ছিলেন অভিনেত্রীর প্রযোজনা সংস্থা 'ভাবনা আজ ও কাল'-এর সদস্যরাও । অঞ্জলি দিয়েই শুটিঙে বেরিয়ে পড়েন অভিনেত্রী । এ বছর পুজোটুকুই শুধু নিষ্ঠাভরে সেরেছেন । একে তো কাজের ব্যস্ততা, তার উপরে সদ্য মা'কে হারিয়েছেন । তাই এবার ঋতুপর্ণা সেনগুপ্তের সরস্বতী পুজো এবার একেবারেই আড়ম্বরহীন ৷

সপরিবারে বাগদেবীর আরাধনা ঋতুপর্ণা সেনগুপ্তের (নিজস্ব ভিডিয়ো)

এই মুহূর্তে 'বেলা' ছবির কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী ৷ কিছুটা শুটিং এখনও বাকি বেলা দে'র জীবনীনির্ভর ছবি 'বেলা'তে । আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে বইমেলায় । অভিনেত্রী এদিন মায়ের স্মৃতি আওড়ে বলেন, "মা ছবিটা দেখে যেতে চেয়েছিলেন । মায়েদের সময়েই বেলা দে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শ্রোতা এবং পাঠকের কাছে । মায়ের কাছ থেকেই বেলা দে'র সম্বন্ধে জানার সুযোগ হয় । আর আজ সরস্বতী পুজোর দিনে ছবিটার ঘোষণা হল এটা খুব ভালো একটা ব্যাপার ।"

ETV Bharat
সপরিবারে বাগদেবীর আরাধনা ঋতুপর্ণার (নিজস্ব চিত্র)

মুক্তির অপেক্ষায় রয়েছে সুমন ঘোষ পরিচালিত শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি 'পুরাতন'। চলতি বছরের 11 এপ্রিল এই ছবির শুভমুক্তি, পোস্টারের সঙ্গেই তা জানিয়ে দিয়েছেন অভিনেত্রী । বাড়ির সরস্বতী পুজোতে পুরাতনের পোস্টার দেবীর চরণে নিবেদন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।

কলকাতা, 3 ফেব্রুয়ারি: রবিবার ছিল একগুচ্ছ কাজ এবং বিভিন্ন জায়গায় হাজিরা দেওয়ার ব্যস্ততা । তাই সোমবার বাড়িতে সরস্বতী পুজো করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷

সোমবার সকাল হতেই বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন ঋতুপর্ণা । স্বামী অঞ্জন, পুত্র অঙ্কন ও শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে অঞ্জলি দিলেন তিনি । ছিলেন অভিনেত্রীর প্রযোজনা সংস্থা 'ভাবনা আজ ও কাল'-এর সদস্যরাও । অঞ্জলি দিয়েই শুটিঙে বেরিয়ে পড়েন অভিনেত্রী । এ বছর পুজোটুকুই শুধু নিষ্ঠাভরে সেরেছেন । একে তো কাজের ব্যস্ততা, তার উপরে সদ্য মা'কে হারিয়েছেন । তাই এবার ঋতুপর্ণা সেনগুপ্তের সরস্বতী পুজো এবার একেবারেই আড়ম্বরহীন ৷

সপরিবারে বাগদেবীর আরাধনা ঋতুপর্ণা সেনগুপ্তের (নিজস্ব ভিডিয়ো)

এই মুহূর্তে 'বেলা' ছবির কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী ৷ কিছুটা শুটিং এখনও বাকি বেলা দে'র জীবনীনির্ভর ছবি 'বেলা'তে । আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে বইমেলায় । অভিনেত্রী এদিন মায়ের স্মৃতি আওড়ে বলেন, "মা ছবিটা দেখে যেতে চেয়েছিলেন । মায়েদের সময়েই বেলা দে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শ্রোতা এবং পাঠকের কাছে । মায়ের কাছ থেকেই বেলা দে'র সম্বন্ধে জানার সুযোগ হয় । আর আজ সরস্বতী পুজোর দিনে ছবিটার ঘোষণা হল এটা খুব ভালো একটা ব্যাপার ।"

ETV Bharat
সপরিবারে বাগদেবীর আরাধনা ঋতুপর্ণার (নিজস্ব চিত্র)

মুক্তির অপেক্ষায় রয়েছে সুমন ঘোষ পরিচালিত শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি 'পুরাতন'। চলতি বছরের 11 এপ্রিল এই ছবির শুভমুক্তি, পোস্টারের সঙ্গেই তা জানিয়ে দিয়েছেন অভিনেত্রী । বাড়ির সরস্বতী পুজোতে পুরাতনের পোস্টার দেবীর চরণে নিবেদন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.