জয়পুর, 3 ফেব্রুয়ারি: সাহিত্য উৎসবে অংশ নিতে জয়পুরে এসেছেন বিশ্বখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তাঁর সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷
কথোপকথনে তাঁর লেখা বই ছাউঙ্ক (Chhaunk) সম্পর্কে তথ্য তুলে ধরেন অর্থনীতিবিদ ৷ আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক অভিজিৎ খাবার নিয়ে একটি বই লিখেছেন ৷ এই নিয়ে তিনি জানান, বইটি খাবার নিয়ে লেখা হলেও তাতে অর্থনীতির স্বাদও যুক্ত করা হয়েছে ৷ এতে খাবারের মাধ্যমে অর্থনীতিকে ব্যাখা করার চেষ্টা করা হয়েছে ৷ অর্থনীতি সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত এবং অর্থনীতিকে খাবারের মাধ্যমে সহজেই বোঝা যায় ।
মোদি সরকারের সাধারণ বাজেট প্রসঙ্গে অভিজিৎ বলেন, "কর কমিয়ে বা বাড়িয়ে অর্থনীতির বৃদ্ধি হয় না ৷ এর জন্য প্রয়োজন কর্মসংস্থান তৈরি ৷ প্রতিটি সরকারের জন্য কর অত্যন্ত গুরুত্বপূর্ণ । করের পরিবর্তনে সাধারণ মানুষের উপকার হতে পারে ৷ তবে যে কোনও সরকার চালাতে অর্থের প্রয়োজন। সেই টাকা আসে শুধু করের মাধ্যমে ।"
তিনি আরও বলেন, "সরকারের উচিত করের পরিবর্তে সর্বোচ্চ কর্মসংস্থানের দিকে নজর দেওয়া ৷ কারণ যত বেশি মানুষ ট্যাক্সের আওতায় আসবেন তাতেই দেশের উন্নতি হবে। অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ ।"
আয় বৃদ্ধি ধনীদের উপর নির্ভরশীল: অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "কর ব্যবস্থা অর্থনীতির একটি শক্তিশালী সম্পর্ক, করের মাধ্যমে টাকা না আসলে সরকার দেশ চালাবে কীভাবে । আয় বৃদ্ধি ধনী ব্যক্তিদের উপর বেশি নির্ভরশীল। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকেও করের আওতায় আনা খুবই জরুরি ।"