ETV Bharat / technology

ইসরোর শততম মিশনে যান্ত্রিক ত্রুটি, কক্ষপথে পৌঁছতে ব্যর্থ স্যাটেলাইট - ISRO NVS 02 SATELLITE FAIL TO FIRE

চারদিন আগে ইসরোর শততম মিশনে উৎক্ষেপণ করা হয়েছিল নেভিগেশন স্যাটেলাইট এনভিএস-02-কে। কিন্তু, প্রযুক্তিগত ত্রুটির কারণে কক্ষপথে পৌঁছতে ব্যর্থ এনভিএস-02 ৷

ISRO NVS 02 SATELLITE FAIL TO FIRE
ইসরোর শততম মিশনে যান্ত্রিক ত্রুটি (পিটিআই)
author img

By PTI

Published : Feb 3, 2025, 9:30 AM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে গত বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISROS) শততম মিশনে একটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ৷ সেদিন একটি জিএসএলভি রকেটের মাধ্যমে এই নেভিগেশন স্যাটেলাইটটির সফল ভাবে উৎক্ষেপণ করা হয় ৷ কিন্তু, উৎক্ষেপণের চারদিন পরই সেটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হল ৷ প্রযুক্তিগত ত্রুটির কারণেই এনভিএস-02 এই সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানা গিয়েছে ৷

NVS-02 স্যাটেলাইট সম্পর্কিত আপডেট:

বুধবার সকাল 6টা 23 মিনিট নাগাদ কৃত্রিম উপগ্রহ এনভিএস-02-কে নিয়ে রওনা দেয় জিএসএলভি এফ-15 রকেট। সফল উৎক্ষেপণের সকলেই উচ্ছ্বসিত হয়েছিলেন ৷ ইসরো জানিয়েছে, যে ভালভগুলি খুলে অক্সিডাইজার প্রবাহিত হওয়ার কথা ছিল, তা না খোলায় সুনির্দিষ্ট কক্ষপথে পারেনি ইসরোর নেভিগেশন স্যাটেলাইটটি। ইসরো জানিয়েছে, নেভিগেশন স্যাটেলাইটটি এনভিএস-02 একটি উপবৃত্তাকার জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) পৃথিবীর চারপাশে ঘুরছে, যা নেভিগেশনের জন্য উপযুক্ত নয়।

স্যাটেলাইটের সিস্টেম স্বাভাবিক ভাবে কাজ করছে:

ISRO জানিয়েছে যে, স্যাটেলাইটের সিস্টেম এখনও স্বাভাবিক ভাবেই কাজ করছে এনভিএস-02কে তার সুনির্দিষ্ট কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য বিকল্প কৌশল নিয়ে কাজ করছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষকরা। যদিও এনভিএস-02-কে নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে ঠিক কতটা সময় লাগবে, তা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তেমন হলে মিশনটি বাতিলও করা হতে পারে বলে জানিয়েছে ইসরো।

গ্রাউন্ড স্টেশনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে:
ইসরোও জানিয়েছে, গ্রাউন্ড স্টেশনের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপিত হয়েছে। জিএসএলভি-তে উৎক্ষেপণ সফল হয়েছিল ৷ কারণ, এর সমস্ত পর্যায় সঠিকভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু, প্রযুক্তিগত ত্রুটির কারণে সুনির্দিষ্ট কক্ষপথে এখনও পৌঁছতে পারেনি NVS-02 স্যাটেলাইট।

ISRO জানিয়েছে, NVs-02 স্যাটেলাইটের মূল লক্ষ্য হল স্থলজ, আকাশ এবং সামুদ্রিক নেভিগেশন, মোবাইল ডিভাইসে অবস্থান ভিত্তিক পরিষেবা, উপগ্রহের কক্ষপথ নির্ধারণ, ইন্টারনেট-অফ-থিংস (IoT) ভিত্তিক অ্যাপ্লিকেশনে সহায়তা করা । বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে ডিজাইন ও বিকশিত হওয়া NVS-02 স্যাটেলাইটটির ওজন প্রায় 2,250 কেজি । L1, L5 এবং S ব্যান্ডের নেভিগেশন পেলোড রয়েছে এবং একটি ট্রাই-ব্যান্ড অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে।

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে গত বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISROS) শততম মিশনে একটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ৷ সেদিন একটি জিএসএলভি রকেটের মাধ্যমে এই নেভিগেশন স্যাটেলাইটটির সফল ভাবে উৎক্ষেপণ করা হয় ৷ কিন্তু, উৎক্ষেপণের চারদিন পরই সেটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হল ৷ প্রযুক্তিগত ত্রুটির কারণেই এনভিএস-02 এই সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানা গিয়েছে ৷

NVS-02 স্যাটেলাইট সম্পর্কিত আপডেট:

বুধবার সকাল 6টা 23 মিনিট নাগাদ কৃত্রিম উপগ্রহ এনভিএস-02-কে নিয়ে রওনা দেয় জিএসএলভি এফ-15 রকেট। সফল উৎক্ষেপণের সকলেই উচ্ছ্বসিত হয়েছিলেন ৷ ইসরো জানিয়েছে, যে ভালভগুলি খুলে অক্সিডাইজার প্রবাহিত হওয়ার কথা ছিল, তা না খোলায় সুনির্দিষ্ট কক্ষপথে পারেনি ইসরোর নেভিগেশন স্যাটেলাইটটি। ইসরো জানিয়েছে, নেভিগেশন স্যাটেলাইটটি এনভিএস-02 একটি উপবৃত্তাকার জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) পৃথিবীর চারপাশে ঘুরছে, যা নেভিগেশনের জন্য উপযুক্ত নয়।

স্যাটেলাইটের সিস্টেম স্বাভাবিক ভাবে কাজ করছে:

ISRO জানিয়েছে যে, স্যাটেলাইটের সিস্টেম এখনও স্বাভাবিক ভাবেই কাজ করছে এনভিএস-02কে তার সুনির্দিষ্ট কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য বিকল্প কৌশল নিয়ে কাজ করছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষকরা। যদিও এনভিএস-02-কে নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে ঠিক কতটা সময় লাগবে, তা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তেমন হলে মিশনটি বাতিলও করা হতে পারে বলে জানিয়েছে ইসরো।

গ্রাউন্ড স্টেশনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে:
ইসরোও জানিয়েছে, গ্রাউন্ড স্টেশনের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপিত হয়েছে। জিএসএলভি-তে উৎক্ষেপণ সফল হয়েছিল ৷ কারণ, এর সমস্ত পর্যায় সঠিকভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু, প্রযুক্তিগত ত্রুটির কারণে সুনির্দিষ্ট কক্ষপথে এখনও পৌঁছতে পারেনি NVS-02 স্যাটেলাইট।

ISRO জানিয়েছে, NVs-02 স্যাটেলাইটের মূল লক্ষ্য হল স্থলজ, আকাশ এবং সামুদ্রিক নেভিগেশন, মোবাইল ডিভাইসে অবস্থান ভিত্তিক পরিষেবা, উপগ্রহের কক্ষপথ নির্ধারণ, ইন্টারনেট-অফ-থিংস (IoT) ভিত্তিক অ্যাপ্লিকেশনে সহায়তা করা । বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে ডিজাইন ও বিকশিত হওয়া NVS-02 স্যাটেলাইটটির ওজন প্রায় 2,250 কেজি । L1, L5 এবং S ব্যান্ডের নেভিগেশন পেলোড রয়েছে এবং একটি ট্রাই-ব্যান্ড অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.