কলকাতা, 1 জানুয়ারি: বন্ধুর ফ্ল্যাটে নিয়ে গিয়ে মদ্যপান করানো হয় তরুণীকে । পরে তরুণী অচৈতন্য হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত । খাস কলকাতায় বর্ষবরণের রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, গত 21 ডিসেম্বর ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকায় একটি ফ্ল্যাটে । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "মঙ্গলবার রাত নটা নাগদ ওই তরুণী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গড়ফা থানায় এসে ঘটনাটি নিয়ে অভিযোগ করেন । সেই অভিযোগের ভিত্তিতেই তরুণকে আমরা গ্রেফতার করতে পেরেছি ।"
তদন্ত নেমে কলকাতা পুলিশের আধিকারিকরা জানতে পেরেছেন, ওই নির্যাতিতা তরুণী শহরের একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী । তিনি যে যার বিরুদ্ধে অভিযোগ করছেন ওই তরুণও ইঞ্জিনিয়ারিং পড়ুয়া । তরুণীর সঙ্গে একই কলেজে পড়েন ৷ নির্যাতিতা তরুণীর অভিযোগ, তাঁদের মধ্যে বেশ কয়েক বছর আগে একটি সম্পর্ক ছিল । তবে যে কোনও কারণে সেই সম্পর্ক থেকে দুজনেই বেরিয়ে আসেন । এরপর যোগাযোগ না থাকলেও গড বছরের ডিসেম্বর মাসে তাঁদের মধ্যে আবার কথাবার্তা শুরু হয় ।
অভিযোগ, এরপরেই গত 21 ডিসেম্বর ওই অভিযুক্ত গড়ফায় তাঁর বন্ধুর ফ্ল্যাটে তরুণীকে নিয়ে যায় । তিনি একাধিকবার মানা করা সত্ত্বেও কার্যত জোরজবস্তি করে তরুণীকে মদ্যপান করানো হয় । এরপর যখন তিনি অচৈতন্য হয়ে পড়েন ওই তরুণ তাঁকে ধর্ষণ করে বলে ওই তরুণীর অভিযোগ । এমনকি ওই তরুণীর এও অভিযোগ, বিষয়টি যখন ওই তরুণকে তিনি জানান এবং সেই নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, ওই সময় তরুণ নির্যাতিতাকে হুমকি পর্যন্ত দেয় ।
পরে গোটা বিষয়টি পরিবারের সদস্যদের জানান তরুণী । এরপর মঙ্গলবার রাতে গড়ফা থানায় পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন তরুণী । তারপরেই গোটা বিষয়টি তিনি লিখিত আকারে পুলিশের কাছে তুলে ধরেন । তদন্ত নেমে গড়ফা থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত ওই তরুণের বাড়ি বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানা এলাকায় । অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানার মহিলা কর্মী-সহ বাহিনী নিয়ে বাগুইআটি থানা এলাকায় ওই তরুণের বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশ । গভীর রাতেই ওই তরুণকে আটক করে গড়ফা থানায় নিয়ে আসা হয় । সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় । তাঁকে আজ আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ ।
তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত তরুণের বাড়ি বাগুইআটি থানা এলাকায় হলেও ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকার একটি ফ্ল্যাটে । সেই ফ্ল্যাটটি আবার অভিযুক্ত তরুণের এক বন্ধুর । ইতিমধ্যেই অভিযুক্তের ওই বন্ধুকে থানায় ডেকে পাঠানো হয়েছে । কী কারণে তিনি তাঁর বন্ধুকে ওই ফ্ল্যাটটিতে থাকতে দিয়েছিলেন এবং তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে । পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন তদন্তকারীরা । পাশাপাশি, ওই নির্যাতিতা তরুণীর মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে । ইতিমধ্যেই যেই ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে সেটি সিল করে দেওয়া হয়েছে । আজ ঘটনাস্থলে যেতে পারেন ফরেনসিক বিশেষজ্ঞ বলে জানা গিয়েছে ।
তদন্ত নেমে ইতিমধ্যেই কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মীরা ওই নির্যাতিতার সঙ্গে কথা বলছেন । মহিলা পুলিশ কর্মীদের ওই নির্যাতিতা জানিয়েছেন, তাঁকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে এতটাই নেশা করানো হয়েছিল যে তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন । অভিযুক্ত তরুণের সঙ্গে আর কেউ ওই ফ্ল্যাটের উপস্থিত ছিলেন কি না, সেটাও তিনি স্পষ্টভাবে বলতে পারছেন না ।