thumbnail

অতিসাধারণ গান ভাইরাল হলেও তার আয়ু বেশিদিন নয়, মত 'জ্বলতে দিয়ে' গায়িকা অন্বেষার - ANWESHA DATTA GUPTA

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 8:00 PM IST

"অতিসাধারণ কিছু গানও ভাইরাল হয়ে যাচ্ছে ৷ কিন্তু তার আয়ু বেশিদিন থাকে না ৷ সুরসম্রাজ্ঞী লতাজীর গাওয়া 'লগ যা গলে' গান দশকের পর দশক বেঁচে আছে শ্রোতাদের হৃদয়ে । মুখরোচক স্ন্যাক্স নয়, তৈরি হোক সুস্বাদু খাবার"- দুর্গাপুরে অনুষ্ঠানে এসে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে এমনই জানালেন সঙ্গীতশিল্পী অন্বেষা ৷

রিয়ালিটি শোয়ের হাত ধরে বহু শিল্পী যেমন ধ্রুবতারার মতো উঠে এসেছেন, আবার ধূমকেতুর মতো হারিয়ে যেতেও দেখা গিয়েছে ৷ এর কারণ জানতে চাইলে অন্বেষা বলেন, "কেন হারিয়ে যাচ্ছে, তা সঠিক বলতে পারব না ৷ আমার মনে হচ্ছে ব্যবসায়িক কারণে রিয়ালিটি শো-গুলিতে সিজন সংখ্যা বাড়ছে ৷ প্রচুর ছেলেমেয়েরা একসঙ্গে উঠে আসছেন ৷ সবাইকে মনে রাখতে পারা যাচ্ছে না ৷ প্রচুর চ্যানেলে গান, নাচ ও কমেডির বহু অনুষ্ঠান হচ্ছে, আর সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেখানেই ৷"

তিনি আরও বলেন, "আমি যখন সঙ্গীত জীবন শুরু করেছিলাম, তখন সোশাল মিডিয়ার দাপাদাপি ছিল না ৷ ইউটিউব ছিল না ৷ এখন অনেকেই যদি চলচ্চিত্রে প্লে-ব্যাকের আশায় বসে থাকেন তাঁদের উদ্দেশ্যে বলব, প্ল্যান-বি তৈরি রাখুন ৷ ইউটিউবে নিজস্ব ভালোলাগার গান গাইতে থাকলে মানুষের কাছে তা পৌঁছে যাবে ৷ আসলে যে যা গান গাইতে ভালোবাসেন, তাঁর সেটা মনের আনন্দে গাওয়া উচিত ৷ তাহলেই সাফল্য আসবে ৷" আর কী বলছেন সঙ্গীতশিল্পী ? জানতে দেখুন পুরো ভিডিয়ো ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.