ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি, পার্থ 'ঘনিষ্ঠ' সন্তুকে গ্রেফতার করল সিবিআই

সোমবার এই মামলায় সন্তুকে গ্রেফতার করে সিবিআই । ইডির চার্জশিটেও নাম ছিল তাঁর। ইডির তরফে বলা হয় নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা লেনদেন করেছিলেন সন্তু।

recruitment-scam
সিবিআই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 25 নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু অর্থ গিয়েছিল সন্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আরও খবর, রাজ্যের নানা জায়গায় তাঁর এজেন্ট ছিল । সেই এজেন্টদের কাজে লাগিয়ে টেট পরীক্ষার্থিদের থেকে কমবেশি 45 কোটি টাকা তুলেছিলেন সন্তু।

সোমবারই এই মামলায় সন্তুকে গ্রেফতার করে সিবিআই । এর আগে ইডির চার্জশিটেও নাম ছিল তাঁর। ইডির তরফে বলা হয় নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা লেনদেন করেছিলেন সন্তু। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর বিধানসভা এলাকা বেহালা পশ্চিমের বাসিন্দা এই সন্তু।

তদন্তকারীদের আরও অভিযোগ, সন্তুর সঙ্গে হুগলির প্রাক্তন তৃণমূলের নেতা কুন্তল ঘোষ, সান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়ন শীলেরও যোগাযোগ ছিল । নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে গ্রেফতারের পর এই সন্তুর নাম জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তাঁরা আরও জানতে পারেন, 2012 থেকে 2014 সালের মধ্যে একাধিক এজেন্টকে কাজে লাগিয়ে রাজ্যে অযোগ্য টেট পরীক্ষার্থীদের কাছ থেকে প্রায় 45 কোটি টাকা তুলেছিলেন এই সন্তু । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের দাবি, এই সন্ত গঙ্গোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হবে। তাই তাঁকে গ্রেফতার করা হল ।

এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়। প্রায় দু বছর চার মাস সংশোধনাগারে বন্দি থাকার পর এদিন জামিন পেলেন তিনি ৷ উল্লেখ্য, মায়ের মৃত্যু হওয়ায় প্যারোলে দু'দিনের জন্য মুক্তি পেয়েছিলেন অর্পিতা ৷ তার মধ্যেই তাঁকে জামিন দেওয়া হল। এই সিদ্ধান্তে অখুশি চাকরীপ্রার্থীরা । তাঁদের আক্ষেপ, এভাবে চলতে থাকলে একদিন পার্থও জামিন পেয়ে যাবেন।

কলকাতা, 25 নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু অর্থ গিয়েছিল সন্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আরও খবর, রাজ্যের নানা জায়গায় তাঁর এজেন্ট ছিল । সেই এজেন্টদের কাজে লাগিয়ে টেট পরীক্ষার্থিদের থেকে কমবেশি 45 কোটি টাকা তুলেছিলেন সন্তু।

সোমবারই এই মামলায় সন্তুকে গ্রেফতার করে সিবিআই । এর আগে ইডির চার্জশিটেও নাম ছিল তাঁর। ইডির তরফে বলা হয় নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা লেনদেন করেছিলেন সন্তু। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর বিধানসভা এলাকা বেহালা পশ্চিমের বাসিন্দা এই সন্তু।

তদন্তকারীদের আরও অভিযোগ, সন্তুর সঙ্গে হুগলির প্রাক্তন তৃণমূলের নেতা কুন্তল ঘোষ, সান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়ন শীলেরও যোগাযোগ ছিল । নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে গ্রেফতারের পর এই সন্তুর নাম জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তাঁরা আরও জানতে পারেন, 2012 থেকে 2014 সালের মধ্যে একাধিক এজেন্টকে কাজে লাগিয়ে রাজ্যে অযোগ্য টেট পরীক্ষার্থীদের কাছ থেকে প্রায় 45 কোটি টাকা তুলেছিলেন এই সন্তু । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের দাবি, এই সন্ত গঙ্গোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হবে। তাই তাঁকে গ্রেফতার করা হল ।

এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়। প্রায় দু বছর চার মাস সংশোধনাগারে বন্দি থাকার পর এদিন জামিন পেলেন তিনি ৷ উল্লেখ্য, মায়ের মৃত্যু হওয়ায় প্যারোলে দু'দিনের জন্য মুক্তি পেয়েছিলেন অর্পিতা ৷ তার মধ্যেই তাঁকে জামিন দেওয়া হল। এই সিদ্ধান্তে অখুশি চাকরীপ্রার্থীরা । তাঁদের আক্ষেপ, এভাবে চলতে থাকলে একদিন পার্থও জামিন পেয়ে যাবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.