ETV Bharat / state

লোকাল ট্রেনে ধাক্কা শিলিগুড়ি ইন্টারসিটির ইঞ্জিনের! আহত শিশু-সহ 6 - TRAIN ACCIDENT

লোকাল ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিল ৷ হঠাৎ, পিছন দিক থেকে ট্রেনটিকে ধাক্কা মারে অন্য একটি ট্রেনের ইঞ্জিন ৷ এই ঘটনায় আহত হয়েছেন দুই শিশু-সহ ছ'জন ৷

Engine of a train hits local train
দাঁড়িয়ে থাকা ট্রেনে পিছন থেকে ধাক্কা ইঞ্জিনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2025, 12:43 PM IST

কোচবিহার, 11 ফেব্রুয়ারি: অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা ! স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের বগিতে পিছন থেকে ধাক্কা মারল ইঞ্জিন ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার বামনহাট রেলস্টেশনে ৷ এই ধাক্কার ঘটনায় আহত হয়েছে দুই শিশু-সহ ছ'জন ৷ দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছ ৷ লোকাল ট্রেনটি এখনও স্টেশনে দাঁড়িয়ে আছে ৷

যাত্রীদের অভিযোগ, এদিন সকালে বামনহাট স্টেশনে শিলিগুড়িগামী 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করা হচ্ছিল ৷ তখনই এই দুর্ঘটনা ঘটে যায় ৷ দিক পরিবর্তন করার সময় আচমকাই ইন্টারসিটি এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনে ৷

লোকাল ট্রেনে ধাক্কা শিলিগুড়ি ইন্টারসিটির ইঞ্জিনের (ইটিভি ভারত)

ফলে ট্রেনের প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় ৷ দুই শিশু সহ ছ'জন যাত্রী জখম হয় ৷ আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য ৷ সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ আশপাশ থেকে লোকজনও ঘটনাস্থলে যায় ৷

যাত্রীদের অভিযোগ, এক্ষেত্রে রেলকর্মীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল ৷ ধাক্কার কিছুক্ষণ পর ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয় ৷ এবিষয়ে এক যাত্রী বিমল চক্রবর্তী বলেন, "এদিন স্টেশনে ইঞ্জিন ঘোরানোর কাজ চলছিল ৷ সেই সময় ইঞ্জিন দ্রুত গতিতে লোকাল ট্রেনের বগিতে ধাক্কা মারে ৷ কয়েকজন জখম হয়েছে ৷" এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক জানান, কেন এমনটা হল খতিয়ে দেখা হচ্ছে ৷

এর আগে 22 জানুয়ারি মহারাষ্ট্রের জলগাঁওয়ে রেল দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয় ৷ সেদিন বিকেলে পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে ৷ তখন যাত্রীদের কেউ কেউ চেন টেনে ট্রেন থামিয়ে দেন ৷ ট্রেন থামতেই অনেকে লাইনে নেমে পড়েন ৷ সেই সময় পাশের লাইন দিয়ে দ্রুতগতিতে আসা কর্ণাটক এক্সপ্রেস তাঁদের বেশ কয়েকজনকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন অনেক যাত্রী ৷

কোচবিহার, 11 ফেব্রুয়ারি: অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা ! স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের বগিতে পিছন থেকে ধাক্কা মারল ইঞ্জিন ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার বামনহাট রেলস্টেশনে ৷ এই ধাক্কার ঘটনায় আহত হয়েছে দুই শিশু-সহ ছ'জন ৷ দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছ ৷ লোকাল ট্রেনটি এখনও স্টেশনে দাঁড়িয়ে আছে ৷

যাত্রীদের অভিযোগ, এদিন সকালে বামনহাট স্টেশনে শিলিগুড়িগামী 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করা হচ্ছিল ৷ তখনই এই দুর্ঘটনা ঘটে যায় ৷ দিক পরিবর্তন করার সময় আচমকাই ইন্টারসিটি এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনে ৷

লোকাল ট্রেনে ধাক্কা শিলিগুড়ি ইন্টারসিটির ইঞ্জিনের (ইটিভি ভারত)

ফলে ট্রেনের প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় ৷ দুই শিশু সহ ছ'জন যাত্রী জখম হয় ৷ আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য ৷ সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ আশপাশ থেকে লোকজনও ঘটনাস্থলে যায় ৷

যাত্রীদের অভিযোগ, এক্ষেত্রে রেলকর্মীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল ৷ ধাক্কার কিছুক্ষণ পর ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয় ৷ এবিষয়ে এক যাত্রী বিমল চক্রবর্তী বলেন, "এদিন স্টেশনে ইঞ্জিন ঘোরানোর কাজ চলছিল ৷ সেই সময় ইঞ্জিন দ্রুত গতিতে লোকাল ট্রেনের বগিতে ধাক্কা মারে ৷ কয়েকজন জখম হয়েছে ৷" এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক জানান, কেন এমনটা হল খতিয়ে দেখা হচ্ছে ৷

এর আগে 22 জানুয়ারি মহারাষ্ট্রের জলগাঁওয়ে রেল দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয় ৷ সেদিন বিকেলে পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে ৷ তখন যাত্রীদের কেউ কেউ চেন টেনে ট্রেন থামিয়ে দেন ৷ ট্রেন থামতেই অনেকে লাইনে নেমে পড়েন ৷ সেই সময় পাশের লাইন দিয়ে দ্রুতগতিতে আসা কর্ণাটক এক্সপ্রেস তাঁদের বেশ কয়েকজনকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন অনেক যাত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.