ETV Bharat / state

শতবর্ষে বাংলার সঙ্গে সরকারি ইংরাজি মাধ্যম করার আবেদন পার্ক ইনস্টিটিউশনের

স্কুলে পড়ুয়া সংখ্যা বাড়াতে শতবর্ষে সরকারি ইংরাজি মাধ্যম করার আবেদন জানাল পার্ক ইনস্টিটিউশন ৷ রাজ্যের শিক্ষা দফতরের কাছে আর্জি জানালেন প্রধান শিক্ষক ৷

THE PARK INSTITUTION SCHOOL
শতবর্ষে দি পার্ক ইনস্টিটিউশন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 25 নভেম্বর: শতবর্ষে পদার্পণ কলকাতার অন্যতম সরকারি স্কুল পার্ক ইনস্টিটিউশন । উত্তর কলকাতার অতি পুরোনো সরকারি বাংলা মাধ্যম এই স্কুল গড়ে ওঠে 1926 সালের 2 জানুয়ারি ৷ যা রমরমিয়ে চলছে আজকের দিনেও । কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার সরকারি ইংরেজি মাধ্যম স্কুল গড়ার আবেদন জানালেন স্কুলের প্রধান শিক্ষকের । শতবর্ষের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা দফতরের কাছে এই আবেদন করল পার্ক ইনস্টিটিউশন ।

বর্তমান প্রজন্মে বাংলা মাধ্যম স্কুলগুলিতে কমছে ভিড় । বেসরকারি ইংরাজি মাধ্যমে খরচটা প্রবল হলেও সেদিকেই ভিড় বাড়ছে পড়ুয়াদের । এর মধ্যেই আসে করোনা । দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় স্কুলছুটের সংখ্যাও বেড়েছে । ফলে সেখানে দাঁড়িয়ে স্কুলের প্রতি আগ্রহ বাড়াতে একাধিক ব্যবস্থা নিয়েছে পার্ক ইনস্টিটিউশন । কিন্তু এবার তারাই সরকারিভাবে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরাজি মাধ্যম গড়ে তোলার কথা বলল ।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, "আমাদের এখানে যে সমস্ত পরিবারের সন্তানেরা পড়াশোনা করে তাদের অধিকাংশই আর্থিকভাবে পিছিয়ে । কিন্তু বর্তমানে অভিভাবকদের মধ্যে একটা ইংরেজি মাধ্যমে পড়ানোর ঝোঁক রয়েছে । বেসরকারি মাধ্যমে যেতে পারে না কারণ খরচ প্রচুর । তাই আমরা কলকাতার ডিআই অফিসে একটি আবেদন জমা দিয়েছি । অভিভাবকদের মত নিয়েই আমাদের স্কুলে বাংলা মাধ্যমে পাশাপাশি ইংরেজি মাধ্যম শুরু করার আবেদন জমা দেওয়া হয়েছে । আমরা আশা রাখছি শতবর্ষে এটা উপহারস্বরূপ পাব ।"

পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও কৃতী প্রাক্তনী সুজিত বসুর বক্তব্য (ইটিভি ভারত)

অন্যদিকে, পার্ক ইনস্টিটিউশন স্কুলের শতবর্ষ উপলক্ষে 2025 সালের শুরু থেকেই নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি । স্কুলের প্রাক্তনী সংগঠনের সদস্য অরুণ রায়ের কথায়, "2 জানুয়ারি 100টি গাছ লাগিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা হবে । 5 জানুয়ারি একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে । এর পাশাপশি মার্চ এপ্রিল-সহ সব মাসেই আমাদের অনুষ্ঠান আছে ।"

এই স্কুল থেকে পাশ করেছেন বহু কৃতীরা । যেমন বাংলা ক্রিকেটের রয়েছেন পলাশ প্রণব নন্দী । সাংস্কৃতিক জগতে রয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায়, শ্যামল রায় চৌধুরী, গৌতম মিত্র । তেমনি আবার রাজনৈতিক জগতের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন এই স্কুলেরই এক কৃতী সুজিত বসু । তিনি স্কুলের এই শতবর্ষ উপলক্ষে বলেন, "স্কুল জীবনটা খুব ভালো সময় । আমি এই স্কুলে পড়ার পাশাপাশি দেশবন্ধু মাঠে খেলতাম । আমার স্কুল আরও ভালো করে এগিয়ে যাক গৌরবের সঙ্গে ।"

কলকাতা, 25 নভেম্বর: শতবর্ষে পদার্পণ কলকাতার অন্যতম সরকারি স্কুল পার্ক ইনস্টিটিউশন । উত্তর কলকাতার অতি পুরোনো সরকারি বাংলা মাধ্যম এই স্কুল গড়ে ওঠে 1926 সালের 2 জানুয়ারি ৷ যা রমরমিয়ে চলছে আজকের দিনেও । কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার সরকারি ইংরেজি মাধ্যম স্কুল গড়ার আবেদন জানালেন স্কুলের প্রধান শিক্ষকের । শতবর্ষের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা দফতরের কাছে এই আবেদন করল পার্ক ইনস্টিটিউশন ।

বর্তমান প্রজন্মে বাংলা মাধ্যম স্কুলগুলিতে কমছে ভিড় । বেসরকারি ইংরাজি মাধ্যমে খরচটা প্রবল হলেও সেদিকেই ভিড় বাড়ছে পড়ুয়াদের । এর মধ্যেই আসে করোনা । দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় স্কুলছুটের সংখ্যাও বেড়েছে । ফলে সেখানে দাঁড়িয়ে স্কুলের প্রতি আগ্রহ বাড়াতে একাধিক ব্যবস্থা নিয়েছে পার্ক ইনস্টিটিউশন । কিন্তু এবার তারাই সরকারিভাবে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরাজি মাধ্যম গড়ে তোলার কথা বলল ।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, "আমাদের এখানে যে সমস্ত পরিবারের সন্তানেরা পড়াশোনা করে তাদের অধিকাংশই আর্থিকভাবে পিছিয়ে । কিন্তু বর্তমানে অভিভাবকদের মধ্যে একটা ইংরেজি মাধ্যমে পড়ানোর ঝোঁক রয়েছে । বেসরকারি মাধ্যমে যেতে পারে না কারণ খরচ প্রচুর । তাই আমরা কলকাতার ডিআই অফিসে একটি আবেদন জমা দিয়েছি । অভিভাবকদের মত নিয়েই আমাদের স্কুলে বাংলা মাধ্যমে পাশাপাশি ইংরেজি মাধ্যম শুরু করার আবেদন জমা দেওয়া হয়েছে । আমরা আশা রাখছি শতবর্ষে এটা উপহারস্বরূপ পাব ।"

পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও কৃতী প্রাক্তনী সুজিত বসুর বক্তব্য (ইটিভি ভারত)

অন্যদিকে, পার্ক ইনস্টিটিউশন স্কুলের শতবর্ষ উপলক্ষে 2025 সালের শুরু থেকেই নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি । স্কুলের প্রাক্তনী সংগঠনের সদস্য অরুণ রায়ের কথায়, "2 জানুয়ারি 100টি গাছ লাগিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা হবে । 5 জানুয়ারি একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে । এর পাশাপশি মার্চ এপ্রিল-সহ সব মাসেই আমাদের অনুষ্ঠান আছে ।"

এই স্কুল থেকে পাশ করেছেন বহু কৃতীরা । যেমন বাংলা ক্রিকেটের রয়েছেন পলাশ প্রণব নন্দী । সাংস্কৃতিক জগতে রয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায়, শ্যামল রায় চৌধুরী, গৌতম মিত্র । তেমনি আবার রাজনৈতিক জগতের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন এই স্কুলেরই এক কৃতী সুজিত বসু । তিনি স্কুলের এই শতবর্ষ উপলক্ষে বলেন, "স্কুল জীবনটা খুব ভালো সময় । আমি এই স্কুলে পড়ার পাশাপাশি দেশবন্ধু মাঠে খেলতাম । আমার স্কুল আরও ভালো করে এগিয়ে যাক গৌরবের সঙ্গে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.