'দত্তা'র পর ফের সাহিত্যধর্মী ছবিতে ঋতুপর্ণা, মুক্তি পেল 'আমার লবঙ্গলতা'র ট্রেলার

🎬 Watch Now: Feature Video

thumbnail

Rituparna Sengupta Bengali Movie: দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তির পথে বাপ্পা বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'আমার লবঙ্গলতা'। শনিবার মুক্তি পেল ছবির ট্রেলার। সামনে এল অফিসিয়াল পোস্টারও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'রজনী' অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।উপন্যাসের গুরুত্বপূর্ণ নারী চরিত্র লবঙ্গলতার চোখ দিয়ে দেখানো হবে রজনীকে। বঙ্কিমচন্দ্রের লেখায় লবঙ্গলতা এখানে শক্তিশালী একটি চরিত্র। সেই চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর বিপরীতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আলমগীর এবং এপারের ইন্দনীল সেনগুপ্ত।

ডাক্তারের ভূমিকায় ভাস্বর চট্টোপাধ্যায়, রজনীর ভূমিকায় তানিয়া কর। ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের চরিত্রে রয়েছেন রুমকি চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তের সতীনের ভূমিকায় পাপিয়া লাহিড়ী, নায়েবের চরিত্রে ফাল্গুনি চট্টোপাধ্যায়, রয়েছেন ঋতা দত্ত চক্রবর্তী-সহ আরও অনেকে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদারকেও।

সঙ্গীত পরিচালনা করেছিলেন বাপ্পি লাহিড়ী। উল্লেখ্য বাপ্পি লাহিড়ীর সঙ্গীত পরিচালনায় শেষ ছবি এটি। সাম্প্রতিককালে 'দত্তা' র পর ঋতুপর্ণা সেনগুপ্তর আরও একটি সাহিত্যধর্মী ছবি হতে চলেছে 'আমার লবঙ্গলতা'। তবে, এর আগেও একাধিক সাহিত্যধর্মী গল্পে অভিনয় করেছেন তিনি। দত্তা প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা পেয়েছে ৷ এবার এই ছবিকে সিনেপ্রেমীরা কত মার্কস দেয়, সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.