হায়দরাবাদ, 18 ডিসেম্বর: জমিয়ে ঠান্ডা পড়েছে ৷ আর এই শীতের মরশুমে বিশেষ আয়োজন করেছে রামোজি ফিল্ম সিটি ৷ বড়দিনের আগে 19 ডিসেম্বর থেকে শীতকালীন উৎসব (উইনটার ফেস্ট) শুরু হবে ৷ চলবে মকর সংক্রান্তি পেরিয়ে একেবারে 19 জানুয়ারি পর্যন্ত ৷
রামোজি ফিল্ম সিটিতে ঘুরতে আসা পর্যটকরা একদিকে বড়দিনে এখানে আনন্দ করতে পারবেন, অন্যদিকে 1 জানুয়ারি উদযাপন থেকে মকর সংক্রান্তি- তিনটি বড় উৎসবের দিন এখানে চুটিয়ে উপভোগ করতে পারবেন ৷ এমনই বিশেষ ব্যবস্থা করেছে আরএফসি ৷ ছুটি এবং বিনোদনকে মাথায় রেখে পরিবারের জন্য নানা অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছে ফিল্ম সিটিতে ৷ বিভিন্ন দিনে এবং সন্ধ্যায় নানা ধরনের প্যাকেজ রয়েছে পর্যটকদের জন্য ৷
ফেস্টের সময়: সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ফেস্ট চলবে ৷ পর্যটকদের জন্য থাকছে বিশেষ বিশেষ আকর্ষণ। মজা আর নির্মল আনন্দে কাটাবে সারাদিন ৷
বাগানে আলোকসজ্জা: আরএফসি'র বাগানগুলিকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে । ঠিক যেন স্বপ্নপুরী ! সঙ্গে থাকবে মিউজিক, সাউন্ড এফেক্ট ৷ এই আকর্ষণ ভুলে থাকা মুশকিল ৷
মোশন ক্যাপচার এবং ভার্চুয়াল শ্যুট: 'মোশন ক্যাপচার এবং ভার্চুয়াল শ্যুট'-এর সেটে যেতে পারবেন দর্শকরা ৷ তাঁরা এক অনন্য-সুন্দর ডিজিটাল আবহ দেখতে পােবন ৷ পা রাখতে পারবেন আধুনিক চলচ্চিত্র নির্মাণের দুনিয়ায় ৷ পর্যটকরা অংশীদার হতে পারবেন সিনে ম্যাজিকের ৷
কার্নিভাল প্যারেড: আরএফসি'র রাস্তায় দেখা যাবে একেকটি লার্জার দ্যান লাইফ ট্যাবলো ৷ আলাদা আলাদা থিমের উপর নির্মিত সেগুলি ৷ এমন দৃশ্য ভোলার মতো নয় ৷ ক্লাউন, জাগলারস, রণপাধারী হাঁটিয়েরাও থাকবেন ৷
ডিজে অন হুইলস: গাড়িতে থাকবে ডিজের ব্যবস্থা ৷ পার্টি মুডে ফিরে পাবেন মাত্র কয়েক সেকেন্ড ৷
জমজমাট ঠান্ডায় চাইলে পর্যটকরা রামোজি ফিল্ম সিটিতে থেকেও যেতে পারেন ৷ লাক্সারি হোটেল সিতারা, কমফর্ট হোটেল তারা, শান্তিনিকেতন, ফার্ম হাউজ বসুন্ধরা ভিলা, গ্রিনস ইন, হোটেল সাহারায় থাকার সুবন্দোবস্ত রয়েছে ৷ আরও জানতে লগইন করুন www.ramojifilmcity.com অথবা ফোন করতে হবে 76598 76598 নম্বরে ৷