গরম ভোটের হাওয়ায় প্রথম ভোটের চাওয়া - গরম ভোটের হাওয়ায় প্রথম ভোটের চাওয়া
🎬 Watch Now: Feature Video
রাজ্যে 6 টি দফার ভোট শেষ হয়েছে । বাকি শুধু শেষ দফা । আগামী 19 মে পশ্চিমবঙ্গের 9টি আসনে ভোট রয়েছে । সেগুলি হল দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর ও কলকাতা । আমরা হাজির হয়েছিলাম কলকাতার ভোটারদের কাছে, যাদের তর্জনীতে প্রথমবার ভোটের কালি পড়বে । কী আশা তাঁদের ? প্রত্যাশাই বা কী ? জয়ী প্রার্থীর কাছে, নতুন সরকারের কাছে । শুনে নেব তাঁদের থেকে ।