তোমার জন্য আছি, তোমার জন্য বাঁচি... - journalist
🎬 Watch Now: Feature Video
পেশার তাগিদে উৎসবের দিনগুলিতে ছুটি পান না তাঁরা । ইচ্ছে-ভালোবাসা-ভালোলাগাকে সরিয়ে রেখে ডিউটি করে যেতে হয় ৷ পুজো তাঁদের কাছে ছুটির নয় । আরও কাজের ৷ আরও দায়িত্বের ৷ পুজোর কটা দিন নিঃস্বার্থভাবে মানুষের সঙ্গে, মানুষের জন্য কাজ করে গেলেন যাঁরা, তাঁদের জন্য এই নিবেদন ৷
Last Updated : Oct 10, 2019, 7:40 PM IST