PM Narendra Modi: সাধারণ মানুষের থেকে শুভেচ্ছা নিতে মোদি নামলেন গাড়ি থেকে, দিলেন অটোগ্রাফও - গুজরাতের জামনগরে
🎬 Watch Now: Feature Video
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তিনদিনের সফরে একাধিক কর্মসূচিতে রয়েছেন গুজরাতে (Narendra Modi in Jamnagar, Gujarat) ৷ সোমবার ছিল তাঁর এই গুজরাত সফরের দ্বিতীয় দিন ৷ এদিন তিনি গিয়েছিলেন জামনগরে ৷ পরিকল্পনা মাফিক ছিল বেশ কিছু কর্মসূচি ৷ এদিন জামনগরে প্রায় 1 হাজার 450 কোটি টাকার সেচ, বিদ্যুৎ ও জল সরবরাহ এবং শহুরে পরিকাঠামো নিয়ে প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। কর্মসূচি সেরে ফেরার পথে সন্ধ্যায় সাধারণের মানুষের শুভেচ্ছা গ্রহণ করতে ভিড়ের মধ্যেই নেমে এলেন গাড়ি থেকে ৷ চারিদিকে জনগণের তরফে চলছিল উল্লাস ৷ মুখে মুখে ধ্বনি উচ্চারিত হচ্ছিল 'ভারত মাতা কি জয়' ৷ এক ব্যক্তির দেওয়া নরেন্দ্র মোদি ও তাঁর মায়ের আঁকা ছবিতে দিলেন অটোগ্রাফও ৷