ETV Bharat / state

ডোমজুড়ে ভয়াবহ আগুন, পুড়ে ছাই দড়ির কারখানা - FIRE IN HOWRAH

রবিবার সকালে দাউ দাউ করে জ্বলতে থাকে দড়ির কারখানাটি ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় ছয়টি ইঞ্জিনের সাহায্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

fire at rope factory
ডোমজুড়ে দড়ির কারখানায় ভয়াবহ আগুন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2025, 4:25 PM IST

ডোমজুড়, 12 জানুয়ারি: দড়ির কারখানায় ভয়াবহ আগুন ৷ ঘটনাটি ঘটে রবিবার হাওড়ার ডোমজুড়ের পাকুরিয়া মোড়ের কাছে । সকাল সাড়ে দশটা নাগাদ ওই কারখানাটিতে আগুন লাগে । মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি ।

আশেপাশে বেশ কয়েকটি কারখানা রয়েছে ৷ হাওয়ার দাপটে সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় ৷ এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী । কারখানার কর্মচারীরা প্রাথমিক পর্যায়ে নিজেরাই আগুনে জল ঢেলে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । যদিও কিছুক্ষণের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । এরপরই খবর দেওয়া হয় স্থানীয় ডোমজুড় থানা ও দমকল অফিসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ । একে একে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন । তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও তিনটি ইঞ্জিন আনা হয় ।

আগুনে ভস্মীভূত দড়ির কারখানাটি (ইটিভি ভারত)

দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালান । দমকল কর্মীদের সঙ্গে এলাকার সাধারণ মানুষও আগুন নেভানোর কাজে হাত দেন । প্রায় তিন ঘণ্টা পর দমকলের ছয়টি ইঞ্জিনের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে । আগুন নিয়ন্ত্রণে আসার পর কুলিংয়ের প্রক্রিয়া চলছে । আগুনে দড়ির কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে । বড় অঙ্কের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । যদিও প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা বলে মনে করছেন দমকল আধিকারিকরা । যদিও সঠিক কী কারণে আগুনের ঘটনা, তা তদন্ত করে দেখা হবে বলেই দমকল সূত্রে খবর ।

স্থানীয় বাসিন্দা কালিপদ খাড়ার কথায়, "সকাল দশটা দশ নাগাদ আমি আগুন লাগার খবর পাই ৷ এরপর থানা ও দমকলে খবর দেওয়া হয় । আগুন লাগার সময় কারখানার ভিতরে কর্মীরা কাজ করছিল । এই ঘটনায় সকলেই আতঙ্কিত হয়ে পড়ে । এই রাস্তা দিয়েই এলাকার মানুষেরা যাতায়াত করে । শেষে সকলে হাত লাগানোয় আগুন নেভানো সম্ভব হয় ।"

Howrah rope factory fire
দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি (নিজস্ব ছবি)

দমকল আধিকারিক সোমনাথ প্রামাণিক বলেন, "আমরা খবর পেয়ে বালি ও আলমপুর থেকে দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসি । আগুন বড় হওয়াতে আশেপাশের অন্যান্য স্থান থেকে আরও মোট 6টি গাড়ি আসে । আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে । এই ঘটনায় কারও হতাহতের খবর নেই । কীভাবে আগুন লাগল এখনই বলা সম্ভন নয় ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷"

ডোমজুড়, 12 জানুয়ারি: দড়ির কারখানায় ভয়াবহ আগুন ৷ ঘটনাটি ঘটে রবিবার হাওড়ার ডোমজুড়ের পাকুরিয়া মোড়ের কাছে । সকাল সাড়ে দশটা নাগাদ ওই কারখানাটিতে আগুন লাগে । মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি ।

আশেপাশে বেশ কয়েকটি কারখানা রয়েছে ৷ হাওয়ার দাপটে সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় ৷ এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী । কারখানার কর্মচারীরা প্রাথমিক পর্যায়ে নিজেরাই আগুনে জল ঢেলে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । যদিও কিছুক্ষণের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । এরপরই খবর দেওয়া হয় স্থানীয় ডোমজুড় থানা ও দমকল অফিসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ । একে একে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন । তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও তিনটি ইঞ্জিন আনা হয় ।

আগুনে ভস্মীভূত দড়ির কারখানাটি (ইটিভি ভারত)

দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালান । দমকল কর্মীদের সঙ্গে এলাকার সাধারণ মানুষও আগুন নেভানোর কাজে হাত দেন । প্রায় তিন ঘণ্টা পর দমকলের ছয়টি ইঞ্জিনের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে । আগুন নিয়ন্ত্রণে আসার পর কুলিংয়ের প্রক্রিয়া চলছে । আগুনে দড়ির কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে । বড় অঙ্কের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । যদিও প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা বলে মনে করছেন দমকল আধিকারিকরা । যদিও সঠিক কী কারণে আগুনের ঘটনা, তা তদন্ত করে দেখা হবে বলেই দমকল সূত্রে খবর ।

স্থানীয় বাসিন্দা কালিপদ খাড়ার কথায়, "সকাল দশটা দশ নাগাদ আমি আগুন লাগার খবর পাই ৷ এরপর থানা ও দমকলে খবর দেওয়া হয় । আগুন লাগার সময় কারখানার ভিতরে কর্মীরা কাজ করছিল । এই ঘটনায় সকলেই আতঙ্কিত হয়ে পড়ে । এই রাস্তা দিয়েই এলাকার মানুষেরা যাতায়াত করে । শেষে সকলে হাত লাগানোয় আগুন নেভানো সম্ভব হয় ।"

Howrah rope factory fire
দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি (নিজস্ব ছবি)

দমকল আধিকারিক সোমনাথ প্রামাণিক বলেন, "আমরা খবর পেয়ে বালি ও আলমপুর থেকে দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসি । আগুন বড় হওয়াতে আশেপাশের অন্যান্য স্থান থেকে আরও মোট 6টি গাড়ি আসে । আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে । এই ঘটনায় কারও হতাহতের খবর নেই । কীভাবে আগুন লাগল এখনই বলা সম্ভন নয় ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.