হাওড়া, 12 জানুয়ারি: স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী তথা জাতীয় যুব দিবসে সনাতন ধর্ম বিপন্ন বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর মন্তব্য, "এপার বাংলা-ওপার বাংলা, দুই জায়গাতেই সনাতন ধর্ম বিপন্ন ৷" তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের সনাতনীরা পাঁচশো-হাজার টাকায় বিক্রি হয়ে গিয়েছেন ৷ যা দুর্ভাগ্য বলে উল্লেখ করেন শুভেন্দু ৷
রবিবার স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকীতে হাওড়ায় জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে অংশ নেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই তিনি মন্তব্য করেন, "এটা কোনও রাজনৈতিক বক্তব্য নয় ৷ স্বামী বিবেকানন্দ হিন্দু সমাজকে জাগ্রত করেছিলেন এবং বলেছিলেন সনাতনের কোনও বিকল্প নেই ৷ আজকে সেই সনাতন বিপন্ন ৷ ওপারের বাংলায় বিপন্ন, এপারের বাংলায় বিপন্ন ৷"
এর পাশাপাশি স্যালাইন-কাণ্ডে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধেও সরব হন শুভেন্দু ৷ তিনি বলেন, "অনেক কিছু হবে ৷ আমরা দাবি করেছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তদন্তভার নিক ৷ আমি কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী জেপি নাড্ডাকে বলেছি, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলারকে দিয়ে তদন্ত করাতে ৷ আর্থিক তছরুপের কেস এটা ৷ একটা ব্ল্যাকলিস্টেড সংস্থাকে টেন্ডার দিয়েছে ৷ 2022 সালে টেন্ডার শেষ হয়েছে ৷ নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে ৷"
এরপরেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ডিরেক্টরের সঙ্গে কালীঘাটের যোগ রয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু ৷ তিনি বলেন, "এই যে ডিরেক্টর আছে বহরমপুরের মুকুল ঘোষ, এর সঙ্গে সরাসরি কালীঘাটের যোগাযোগ আছে ৷ সমস্ত জাল ওষুধ সরবরাহ করে টাকার বিনিময়ে ৷ এরা সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে ৷ মুখ্যমন্ত্রী বাড়ির কোনও লোক সরকারি হাসপাতালে যান না ৷ তাঁরা প্রাইভেট হাসপাতালে যান, সিঙ্গাপুরে-আমেরিকায় যান ৷ হপকিন্সে যায়, যেখানে এক কোটি টাকা ডিপোজিট রাখতে হয় ৷ আমেরিকার প্রেসিডেন্টের চিকিৎসা হয় সেখানে ৷ আর আমাদের সাধারণ লোককে মারছে ৷"
এ প্রসঙ্গেই হিন্দু জাগরণের কথা বলতে শোনা যায় বিরোধী দলনেতাকে ৷ তিনি বলেন, "এখনও কিছু ভোটার হাজার-পাঁচশো টাকার লোভে ভোট দিচ্ছেন ৷...দুর্ভাগ্য এটাই আমাদের হিন্দুরা পাঁচশো-হাজার টাকায় বিক্রি হয় ৷"