Anupam Roy : জলপাইগুড়িতে অনুষ্ঠানে গিয়ে কেকে'কে নিয়ে ফের একবার দুঃখপ্রকাশ অনুপমের - সংগীতশিল্পী অনুপম রায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 4, 2022, 10:22 PM IST

সংগীতশিল্পী কেকে'র অকাল প্রয়াণে দুঃখ প্রকাশ করলেন সংগীতশিল্পী অনুপম রায়। শনিবার জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠান করতে এসেছেন তিনি (singer anupam roy attending jalpaiguri college fest after kk death) । এদিন সন্ধেয় অনুষ্ঠানে গান করছেন তিনি ৷ বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা জলপাইগুড়ি শহরের এক হোটেল ওঠেন। তিনি বলেন,"আজকে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠান করতে এসেছি। কি কি থাকা প্রয়োজন সবটাই আমার ম্যানেজমেন্ট জানাবেন।" অন্যদিকে সংগীতশিল্পী অনুপমের ম্যানেজমেন্ট অর্জুন সাহা বলেন,"অনুষ্ঠান খোলা জায়গায় হবে এই কারণে আশা করি কোনও অসুবিধা হবে না। তবে উদ্যোক্তাদের জানানো হয়েছে অ্যাম্বুল্যান্স, চিকিৎসক, বিশ্রামরুম, ওআরএস থাকা আবশ্যিক। আমি একটু পরে অনুষ্ঠানের জায়গা দেখতে যাব। আশা করি সব ব্যবস্থা থাকবে।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.