কলকাতা, 5 জানুয়ারি: বাংলাদেশের অশান্ত আবহে এবার খাস কলকাতা থেকে উদ্ধার বাংলাদেশি নাবালিকা। তার কাছে কোনও রকম বৈধ নথিপত্র না থাকায় ইতিমধ্যেই একটি স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
আজ রাতে ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকার এনআরএস হাসপাতালের সামনে। এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "ওই নাবালিকাকে উদ্দেশ্যহীনভাবে এলাকায় ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের। এরপর পুলিশকর্মীরা তার কাছ থেকে নাম পরিচয় জানতে চাইলে নাবালিকার উত্তরে তাঁরা অবাক হয়ে যান। জানা গিয়েছে, ওই নাবালিকা বাংলাদেশের বরিশালের বাসিন্দা।
এরপরে তাকে সেখান থেকে এন্টালি থানায় নিয়ে আসা হয়। ইতিমধ্যেই ওই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। ওই নাবালিকার কাছে কোনও রকম বৈধ কাগজপত্র, ভিসা ইত্যাদি না থাকায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনায় প্রশ্ন উঠেছে, ওই নাবালিকা আচমকাই শিয়ালদা এন্টালি থানা এলাকার এনআরএস হাসপাতালের সামনে কীভাবে এল? তাহলে নেপথ্য কি কোনও নারী পাচার চক্রের যোগ রয়েছে ? ইতিমধ্যেই বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে সেখানকার বেশ কয়েকজন জঙ্গি নেতার জেল-মুক্তির খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টার একাধিক ঘটনা জানা গিয়েছে ৷ এমনকি, সম্প্রতি জাল পাসপোর্ট চক্রের হদিসও পাওয়া গিয়েছে। এই কারবারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে কলকাতা পুলিশের এক প্রাক্তন পুলিশকর্মীকেও গতকাল গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ওই পুলিশকর্মী পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব ছিলেন।
এই পরিস্থিতিতে তাই হঠাৎ করে এনআরএস হাসপাতালের সামনে থেকে এই বাংলাদেশি নাবালিকা উদ্ধারের ঘটনায় জোর কদমে তদন্তে নেমে পড়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ইতিমধ্যেই ওই নাবালিকার পরিচয় ও তার পরিবারের সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।