ETV Bharat / sports

সিডনিতে ফাইনালের স্বপ্নভঙ্গ ! 10 বছর পর ভারতের হাতছাড়া বর্ডার-গাভাসকর ট্রফিও - INDIA VS AUSTRALIA

ক্যাঙারুর দেশে ব্যর্থ টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ ৷ হতশ্রী পারফর্ম্যান্সে শুধু সিরিজ নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্নও শেষ হয়ে গেল ৷

India vs Australia
10 বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি জয় অজিদের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 5, 2025, 8:57 AM IST

Updated : Jan 5, 2025, 9:23 AM IST

সিডনি, 5 জানুয়ারি: 9 বছর 11 মাস 26 দিন ৷ 2015 সালের 10 জানুয়ারি বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া ৷ তারপর থেকে টানা চারবার BGT এসেছে ভারতে ৷ হতশ্রী পারফর্ম্যান্সে পঞ্চবাণ মারা হল না টিম ইন্ডিয়ার ৷ 10 বছর পর ফের বর্ডার-গাভাসকর ট্রফির দখল নিল অস্ট্রেলিয়া ৷

শেষ হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন ৷ সিডনি টেস্টে হেরে 3-1 ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি খোয়ালো ভারত ৷ 6 উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া ৷ ভারতের দেওয়া 162 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ধাক্কা খেতে হয়েছিল ৷ প্রসিদ্ধ কৃষ্ণার আগুনে স্পেলে ফিরেছিলেন স্যাম কনস্টাস, মার্নাস লাবুসেন ও স্টিভ স্মিথ ৷ উসমান খোয়াজাকে তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ যদিও প্রাথমিক ধাক্কা কাটিয়ে টিম ইন্ডিয়ার হারের রাস্তা সুগম করে দিলেন ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টার ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা খোলা রাখতে হলে এই টেস্ট জিততেই হত ভারতকে ৷ নিজেদের কাজটা করে তাকিয়ে থাকতে হত শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে ৷ দ্বীপরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগেই ‘ব্যাগি গ্রিনের’ সামনে লর্ডসের দরজা খুলে দিল ভারতের হতশ্রী পারফর্ম্যান্স ৷ এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার টিকিট পেয়ে গেল অজিরা ৷

ক্যাঙারুর দেশে ব্যর্থ টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ ৷ প্রথম ইনিংসে অজিদের 181 রানে গুটিয়ে দিয়ে ব্যাটারদের জন্য় মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ ফের তার সদ্বব্যবহার করতে পারেননি শুভমন গিল, বিরাট কোহলিরা ৷ ব্যাট না-চলায় সিডনি টেস্টের আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ যদিও তাতে ভারতের পারফর্ম্যান্সে বিশেষ তফাত চোখে পড়েনি ৷

আরও পড়ুন

সিডনি, 5 জানুয়ারি: 9 বছর 11 মাস 26 দিন ৷ 2015 সালের 10 জানুয়ারি বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া ৷ তারপর থেকে টানা চারবার BGT এসেছে ভারতে ৷ হতশ্রী পারফর্ম্যান্সে পঞ্চবাণ মারা হল না টিম ইন্ডিয়ার ৷ 10 বছর পর ফের বর্ডার-গাভাসকর ট্রফির দখল নিল অস্ট্রেলিয়া ৷

শেষ হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন ৷ সিডনি টেস্টে হেরে 3-1 ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি খোয়ালো ভারত ৷ 6 উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া ৷ ভারতের দেওয়া 162 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ধাক্কা খেতে হয়েছিল ৷ প্রসিদ্ধ কৃষ্ণার আগুনে স্পেলে ফিরেছিলেন স্যাম কনস্টাস, মার্নাস লাবুসেন ও স্টিভ স্মিথ ৷ উসমান খোয়াজাকে তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ যদিও প্রাথমিক ধাক্কা কাটিয়ে টিম ইন্ডিয়ার হারের রাস্তা সুগম করে দিলেন ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টার ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা খোলা রাখতে হলে এই টেস্ট জিততেই হত ভারতকে ৷ নিজেদের কাজটা করে তাকিয়ে থাকতে হত শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে ৷ দ্বীপরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগেই ‘ব্যাগি গ্রিনের’ সামনে লর্ডসের দরজা খুলে দিল ভারতের হতশ্রী পারফর্ম্যান্স ৷ এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার টিকিট পেয়ে গেল অজিরা ৷

ক্যাঙারুর দেশে ব্যর্থ টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ ৷ প্রথম ইনিংসে অজিদের 181 রানে গুটিয়ে দিয়ে ব্যাটারদের জন্য় মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ ফের তার সদ্বব্যবহার করতে পারেননি শুভমন গিল, বিরাট কোহলিরা ৷ ব্যাট না-চলায় সিডনি টেস্টের আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ যদিও তাতে ভারতের পারফর্ম্যান্সে বিশেষ তফাত চোখে পড়েনি ৷

আরও পড়ুন

Last Updated : Jan 5, 2025, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.