ETV Bharat / entertainment

বড়দিনে উড়বে 'প্রজাপতি 2', এবার দেবের নায়িকা কে ? - PROJAPOTI 2

বড়দিনে আসছে 'প্রজাপতি 2' ৷ এবার কে হচ্ছেন দেবের নায়িকা ? এই নিয়ে চর্চা চলছে সিনে মহলে ৷

ETV BHARAT
বড়দিনে উড়বে 'প্রজাপতি 2' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 5, 2025, 10:27 AM IST

কলকাতা, 5 জানুয়ারি: আলোচনা পর্বের বয়স মাত্র চার দিন ৷ তাই 'প্রজাপতি 2' নিয়ে বিশেষ কিছু বলার জায়গা তৈরি হয়নি এখনও । তবে, প্রথম পর্বের শুটিং হবে লন্ডনে । এমনটাই জানালেন ছবির পরিচালক অভিজিৎ সেন । তিনি আরও একটি কথা নিশ্চিত করে বলেন যে, সামনের বড়দিনের আবহে মুক্তি পাবে এই ছবি ।

'প্রজাপতি 2'-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে 1 জানুয়ারি । ওদিকে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’ও এই বছরের পুজোর ছবি । প্রযোজনায় এসভিএফ। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় । প্রথমে কথা ছিল ছবির নাম হবে 'প্রতীক্ষা’। ফলে, গল্পও আলাদা রকমের ছিল । কিন্তু সেই নাম বদলে রাখা হয়েছে ‘প্রজাপতি 2’।

ETV BHARAT
'প্রজাপতি 2'তে দেবের নায়িকা কে ? (নিজস্ব চিত্র)

অভিজিৎ জানান, "মিঠুন দা'র থাকার সম্ভাবনা অবশ্যই আছে । তবে, নায়িকা এখনও স্থির হয়নি । চিত্রনাট্য লেখা হলে মানানসই কোনও নায়িকাকেই বেছে নেওয়া হবে । আর মিঠুনদা থাকা মানে তাঁর চরিত্রটাতে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবতে হবে । সবই আসলে আলোচনার পর্বে । সবে আলোচনা শুরু হয়েছে । এখনও অনেকটা বাকি । সময়ও আছে হাতে । ফলে, ধীরেসুস্থে এগনোর সময় পাব ।"

প্রথমবার দেবের বিপরীতে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিনের অভিনয় করার কথা ছিল । কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে দেবের বিপরীতে কাজ করা হয়নি নায়িকার । বাংলাদেশের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে । তা হলে কি তাসনিয়া ফারিনই থাকবেন দেবের বিপরীতে ? প্রশ্ন উঠছে টলিপাড়ায় । ব্যাপারটা নিয়ে চিন্তিত সিনেপ্রেমী দর্শক তথা দেব ভক্তরাও । সবটাই সময় বলবে বলে জানিয়েছেন অভিজিৎ সেন ।

উল্লেখ্য, আগের সফরে দেবের বিপরীতে দেখা গিয়েছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে । তাই ছবির ধারাবাহিকতা বজায় রাখতে শ্বেতার নামও উড়িয়ে দেওয়া যায় না । তবে, শ্বেতা শীঘ্রই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে । তিনিও এই ছহির সহযাত্রী হবেন কি না সেটাও দেখার বিষয় ।

কলকাতা, 5 জানুয়ারি: আলোচনা পর্বের বয়স মাত্র চার দিন ৷ তাই 'প্রজাপতি 2' নিয়ে বিশেষ কিছু বলার জায়গা তৈরি হয়নি এখনও । তবে, প্রথম পর্বের শুটিং হবে লন্ডনে । এমনটাই জানালেন ছবির পরিচালক অভিজিৎ সেন । তিনি আরও একটি কথা নিশ্চিত করে বলেন যে, সামনের বড়দিনের আবহে মুক্তি পাবে এই ছবি ।

'প্রজাপতি 2'-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে 1 জানুয়ারি । ওদিকে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’ও এই বছরের পুজোর ছবি । প্রযোজনায় এসভিএফ। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় । প্রথমে কথা ছিল ছবির নাম হবে 'প্রতীক্ষা’। ফলে, গল্পও আলাদা রকমের ছিল । কিন্তু সেই নাম বদলে রাখা হয়েছে ‘প্রজাপতি 2’।

ETV BHARAT
'প্রজাপতি 2'তে দেবের নায়িকা কে ? (নিজস্ব চিত্র)

অভিজিৎ জানান, "মিঠুন দা'র থাকার সম্ভাবনা অবশ্যই আছে । তবে, নায়িকা এখনও স্থির হয়নি । চিত্রনাট্য লেখা হলে মানানসই কোনও নায়িকাকেই বেছে নেওয়া হবে । আর মিঠুনদা থাকা মানে তাঁর চরিত্রটাতে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবতে হবে । সবই আসলে আলোচনার পর্বে । সবে আলোচনা শুরু হয়েছে । এখনও অনেকটা বাকি । সময়ও আছে হাতে । ফলে, ধীরেসুস্থে এগনোর সময় পাব ।"

প্রথমবার দেবের বিপরীতে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিনের অভিনয় করার কথা ছিল । কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে দেবের বিপরীতে কাজ করা হয়নি নায়িকার । বাংলাদেশের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে । তা হলে কি তাসনিয়া ফারিনই থাকবেন দেবের বিপরীতে ? প্রশ্ন উঠছে টলিপাড়ায় । ব্যাপারটা নিয়ে চিন্তিত সিনেপ্রেমী দর্শক তথা দেব ভক্তরাও । সবটাই সময় বলবে বলে জানিয়েছেন অভিজিৎ সেন ।

উল্লেখ্য, আগের সফরে দেবের বিপরীতে দেখা গিয়েছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে । তাই ছবির ধারাবাহিকতা বজায় রাখতে শ্বেতার নামও উড়িয়ে দেওয়া যায় না । তবে, শ্বেতা শীঘ্রই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে । তিনিও এই ছহির সহযাত্রী হবেন কি না সেটাও দেখার বিষয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.