কলকাতা, 5 জানুয়ারি: “দলের স্বার্থে রোহিত সরে দাঁড়িয়েছে । ঠিক ফর্মে ফিরে আসবে । ব্যক্তিগত স্বার্থের চেয়ে ওর কাছে দলের স্বার্থ সবার আগে । তাই এই সিদ্ধান্ত নিয়েছে । পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত,” বক্তব্য দীনেশ লাডের । বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মার যে মারকাটারি ব্যাটিংয়ের প্রশংসা ক্রিকেট ভক্তরা করে থাকেন, তার শুরু দীনেশ স্যরের কোচিং ক্যাম্পে ।
অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে ভারতের পারফরম্যান্স ঘিরে কখনও রোদ, কখনও মেঘ । প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দাপুটে ক্রিকেটের সামনে মরিয়া লড়াই চালাচ্ছে ভারতীয় দল । যশপ্রীত বুমরার আগুনে বোলিংয়েও সিরিজের রাশ ভারতের হাতে না-ওঠার কারন ব্যাটারদের ব্যর্থতা । পারফর্ম্যান্সে ধারাবাহিকতা নেই । বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি একেবারেই ছন্দে নেই । ফলে টালমাটাল পরিস্থিতিতে সমালোচকদের রোষ অধিনায়কের ওপর । এই অবস্থায় রোহিত শর্মার পাশে তাঁর কোচ দীনেশ লাড ।
হিটম্যানের ‘দ্রোণাচার্য’ বলছেন, “সঠিক সিদ্ধান্ত নিয়েছে । আমি জানি রোহিত এখনই অবসর নিচ্ছে না । 2027 সাল পর্যন্ত খেলবে, তারপর অবসর নেবে ।” বলা হচ্ছে সিডনি টেস্টের পরই ব্যাট তুলে রাখতে পারেন রোহিত । গতকালই সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন রোহিত নিজেই ৷ এবার একই কথা গুরু লাডের মুখেও । দীনেশ বলেন, “টি-20 ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছে । টেস্ট এবং ওডিআই ক্রিকেট থেকে অবসর নেয়নি । রোহিতের লক্ষ্য 2027 সালের বিশ্বকাপ ।”
সানি গাভাসকার, রিকি পন্টিংয়ের মত প্রাক্তনরা রোহিতের প্রত্যাবর্তন নিয়ে আশার আলো দেখছেন না । দীনেশ শুরুর দিন থেকে রোহিত শর্মাকে গড়ে তুলেছেন । ফলে ছোটবেলার কোচের চোখে প্রিয় শিষ্যের ভুলত্রুটি ধরা পড়ার কথা । “সমস্যা কখনও তৈরি হয় । সব ক্রিকেটারেরই ব্যাডপ্যাচ আসে । খারাপ সময় থেকে রোহিত বেরিয়ে আসবে, আমি নিশ্চিত,“বলছিলেন দীনেশ । ছাত্রের খারাপ সময়ে কথা হয়েছে গুরুর সঙ্গে ? “এই সময় আমি ওর সঙ্গে কথা বলি না । তবে কঠিন সময়ে ইতিবাচক থাকার কথা বলি,” জানিয়েছেন রোহিতের কোচ । প্রায় একই সঙ্গে যোগ করেছেন, “টেকনিক্যাল সমস্যা সবারই হয় । পুরনো দিনের ক্রিকেটারদেরও ব্যাডপ্যাচ গিয়েছে । এটা হয়ে থাকে ।”
সমালোচকদের দাঁত-নখ বের করে আচরানোতে দীনেশ লাড চিন্তিত নন । কারণ তাদের কাজই সমালোচনা করা । এই বিষয়ে ছাত্রের কথাকে সমর্থন করেছেন । “রোহিত নিজের ক্ষমতা সম্পর্কে জানে । তাই ওই কথা বলেছে । অবসর নেওয়া ওর সিদ্ধান্ত । নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন । জানে ভালো কিছু করে অবসর নেব । তাই দলের স্বার্থে সরে দাঁড়িয়েছে,” বলছিলেন দীনেশ ।
এই টেস্টে ভালো কিছু করা গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বেঁচে থাকবে । তাই নেতা হিসেবে রোহিত দলের কথা চিন্তা করেছেন । কারণ তিনি সরে দাঁড়ালে যে ফর্মে রয়েছে সে সুযোগ পাবে । তাতে উপকৃত হবে দল । রোহিত শর্মার এই মানসিকতার প্রশংসা তাঁর ছোটবেলার কোচের মুখে । অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ শুরু করেও ভারতীয় দল নড়বড়ে হয়ে গেল । এর জন্য অতিরিক্ত টি-20 ক্রিকেট খেলাকে দুষলেন । স্ট্রোক নেওয়ার প্রবণতা লাল বলের ক্রিকেটে সমস্যা তৈরি করছে । কুড়ি-বিশের ক্রিকেটের আগ্রাসন টেস্ট ক্রিকেটে দেখাতে গিয়ে পুরো দলকে ভুগতে হচ্ছে । যা কোনও একজন ব্যক্তি বিশেষ নয়, পুরো দলেরই সমস্যা বলে মত দীনেশের । আগামীতে ঘরের মাঠে 14টি টেস্ট খেলবে ভারত । দীনেশ লাড মনে করেন, রোহিত এই সুযোগটা কাজে লাগাতে চাইছেন । ফলে সেলেব ছাত্রের প্রত্যাবর্তনের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী । চোয়াল চেপে বলছেন, “রোহিত নিশ্চিতভাবে কামব্যাক করবে ।”