ETV Bharat / business

কেন্দ্রের চেয়ে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাবদ মাইনে কতটা কম? রইল হিসেব - CENTRE GOVT DA VS BENGAL GOVT DA

গত অক্টোবরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়িয়েছে কেন্দ্র। জেনে নিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রের চেয়ে কত টাকা কম বেতন পাচ্ছেন ৷

Centre Govt DA VS State Govt DA
কেন্দ্র ও রাজ্য সরকারী কর্মীদের DA বাবদ মাইনের ফারাক অনেকটাই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2025, 8:02 AM IST

কলকাতা, 5 ডিসেম্বর: ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৷ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে অনুমান করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের শীঘ্রই আরও 3 শতাংশ DA বৃদ্ধি হতে পারে ৷ গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। শেষবারের এই বৃদ্ধির ফলে বর্তমানে 53 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এর আগে তাঁরা 50 শতাংশ হারে পেতেন। নতুন মহার্ঘ ভাতার হার কার্যকর হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মোটা অঙ্কের টাকা হাতে পাচ্ছেন।

এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা এখনও 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পান। রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ, বাকি সব রাজ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে মহার্ঘ ভাতা দিলেও বাংলায় রাজ্য সরকার মাত্র 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। অর্থাৎ, বাংলায় রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় 39 শতাংশ কম মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷

মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ রাস্তায় নেমে আন্দোলনও করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান মহার্ঘ ভাতার দাবিতে। তবে তাতেও সমাধানসূত্র মেলেনি। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় মাসে হাজার হাজার টাকা কম বেতন পাচ্ছেন। চলুন এবার দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কত টাকা কম বেতন পাচ্ছেন ৷

কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাবদ মাইনের ফারাক কতটা?

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 53 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷ এদিকে এখনও 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মচারীরা। সুতরাং, কেন্দ্র ও বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক 39 শতাংশ ৷ যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেসিক স্যালারি 20,000 টাকা হয়, তাহলে 53 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাবদ তিনি 10,600 টাকা পাবেন। এক বছরের হিসাবে ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা বাবদ 1 লক্ষ 27 হাজার 200 টাকা পাবেন।

সেখানে পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারীর বেসিক স্যালারি যদি 20,000 টাকা হয়, তাহলে তিনি মাসে মহার্ঘ ভাতা বাবদ 14 শতাংশ হারে 2800 টাকা পাচ্ছেন। ওই হিসাবে বাংলার একজন রাজ্য সরকারী কর্মচারী প্রতি মাসে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর তুলনায় 7,800 টাকা কম পাচ্ছেন। সেই হিসাবে ওই রাজ্য সরকারি কর্মচারী বছরে মহার্ঘ ভাতা বাবদ 33,600 টাকা পান। অর্থাৎ, বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় বছরে 93,400 টাকা কম পাচ্ছেন।

আরও পড়ুন
সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কবে, কতটা বাড়বে ? জেনে নিন...
এবার থেকে 53% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা, নগদ মাইনে কতটা বাড়ছে ?

কলকাতা, 5 ডিসেম্বর: ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৷ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে অনুমান করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের শীঘ্রই আরও 3 শতাংশ DA বৃদ্ধি হতে পারে ৷ গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। শেষবারের এই বৃদ্ধির ফলে বর্তমানে 53 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এর আগে তাঁরা 50 শতাংশ হারে পেতেন। নতুন মহার্ঘ ভাতার হার কার্যকর হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মোটা অঙ্কের টাকা হাতে পাচ্ছেন।

এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা এখনও 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পান। রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ, বাকি সব রাজ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে মহার্ঘ ভাতা দিলেও বাংলায় রাজ্য সরকার মাত্র 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। অর্থাৎ, বাংলায় রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় 39 শতাংশ কম মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷

মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ রাস্তায় নেমে আন্দোলনও করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান মহার্ঘ ভাতার দাবিতে। তবে তাতেও সমাধানসূত্র মেলেনি। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় মাসে হাজার হাজার টাকা কম বেতন পাচ্ছেন। চলুন এবার দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কত টাকা কম বেতন পাচ্ছেন ৷

কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাবদ মাইনের ফারাক কতটা?

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 53 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷ এদিকে এখনও 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মচারীরা। সুতরাং, কেন্দ্র ও বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক 39 শতাংশ ৷ যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেসিক স্যালারি 20,000 টাকা হয়, তাহলে 53 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাবদ তিনি 10,600 টাকা পাবেন। এক বছরের হিসাবে ওই কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা বাবদ 1 লক্ষ 27 হাজার 200 টাকা পাবেন।

সেখানে পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারীর বেসিক স্যালারি যদি 20,000 টাকা হয়, তাহলে তিনি মাসে মহার্ঘ ভাতা বাবদ 14 শতাংশ হারে 2800 টাকা পাচ্ছেন। ওই হিসাবে বাংলার একজন রাজ্য সরকারী কর্মচারী প্রতি মাসে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর তুলনায় 7,800 টাকা কম পাচ্ছেন। সেই হিসাবে ওই রাজ্য সরকারি কর্মচারী বছরে মহার্ঘ ভাতা বাবদ 33,600 টাকা পান। অর্থাৎ, বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় বছরে 93,400 টাকা কম পাচ্ছেন।

আরও পড়ুন
সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কবে, কতটা বাড়বে ? জেনে নিন...
এবার থেকে 53% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা, নগদ মাইনে কতটা বাড়ছে ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.