ETV Bharat / sports

ফ্রি'র দিন শেষ, এবার অন্য অ্যাপে আইপিএল দেখতে খসবে গাঁটের কড়ি - IPL LIVE STREAMING

নতুন মরশুম থেকে আইপিএলের লাইভ স্ট্রিমিংয়ে আসছে বড়সড় বদল ৷ পুরোপুরি ফ্রি'তে আর দেখা যাবে না বিশ্বের সবচেয়ে ধনী লিগ ৷

IPL LIVE STREAMING
2024 আইপিএল জয়ী কেকেআর (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 14, 2025, 10:26 AM IST

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: আইপিএলের ঢাকে কাঠি পড়তে হাতে সময় আর একমাসের সামান্য বেশি ৷ নতুন মরশুমের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়ক ঘোষণার সঙ্গে একটু-একটু করে বাড়ছে উত্তাপ ৷ কিন্তু কোটিপতি লিগের অষ্টাদশ সংস্করণের আগে খারাপ খবর অনুরাগীদের জন্য ৷ দু'মাসের ধরে ক্রিকেট উৎসব এবার নির্বিঘ্নে দেখতে করতে হলে খসবে গাঁটের কড়ি ৷ অর্থাৎ, নতুন মরশুমে মোবাইলে আইপিএলের স্ট্রিমিং উপভোগ করতে হলে একটা নির্দিষ্ট সময় পর উপভোক্তাদের সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটের সাবস্ক্রিপশন নিতে হবে ৷

নয়া অ্যাপে আইপিএল 2025: দু'বছর আগে অর্থাৎ, 2023 সালে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের লাইভ স্ট্রিমিংয় স্বত্ত্ব পাওয়ার পর জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে বিনামূল্যেই দেখা গিয়েছে আইপিএল ৷ কিন্তু এবার জিও সিনেমা নয়, আইপিএলের লাইভ স্ট্রিমিং দেখা যাবে নয়া স্ট্রিমিং অ্যাপ 'জিওহটস্টার'-এ ৷ গতবছর ওয়াল্ট ডিজনি'র সঙ্গে গাঁটছড়া বেঁধে নয়া ভেঞ্চার তৈরি করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৷ সেই যৌথ ভেঞ্চারের নয়া স্ট্রিমিং অ্যাপ এই 'জিওহটস্টার' ৷ 'ডিজনি প্লাস হটস্টার'কে রিব্র্যান্ড করে শুক্রবারই এদেশে লঞ্চ হচ্ছে এই অ্যাপ ৷

নির্বিঘ্নে আইপিএল উপভোগ করতে নিতে হবে সাবস্ক্রিপশন: সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, নয়া স্ট্রিমিং অ্যাপে এবার আর বিনামূল্যে আইপিএলের পুরো মরশুম উপভোগ করতে পারবেন না অনুরাগীরা ৷ একাধিক সূত্র মারফৎ সংবাদসংস্থাকে জানানো হয়েছে, হাইব্রিড মডেলে নয়া অ্যাপে স্ট্রিমিং হবে আইপিএল ৷ সুতরাং, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিনামূল্যেই ম্য়াচ দেখবেন অনুরাগীরা ৷ কিন্তু বরাদ্দ সময় পেরিয়ে গেলেই দর্শকদের যেতে হবে সাবস্ক্রিপশনের আওতায় ৷ কেবল আইপিএল নয়, অন্য়ান্য প্রায় সমস্ত কনটেন্টই হাইব্রিড মডেলে স্ট্রিমিং হবে এই অ্য়াপে ৷

সংবাদসংস্থা রয়টার্স'কে এক সূত্র বলেছে, "ব্যবহারকারীরা নয়া অ্যাপের সঙ্গে সড়গড় হয়ে বিনামূল্যে নিয়মিত কনটেন্ট দেখা শুরু করলেই তাঁদের সাবস্ক্রিপশনের আওতায় নিয়ে আসা হবে ৷"

কেমন হবে সাবস্ক্রিপশন প্ল্যান: সূত্রের তরফে সংবাদসংস্থাকে জানানো হয়েছে, তিনমাসের জন্য নয়া স্ট্রিমিং অ্য়াপের ন্যূনতম প্ল্যান রাখা হবে 149 টাকা ৷ বিজ্ঞাপন-ফ্রি কনটেন্ট উপভোগ করতে হলে সেক্ষেত্রে খরচ হবে 499 টাকা ৷

রিলায়েন্স এবং ডিজনির এই যৌথ ভেঞ্চারে একশোরও বেশি টিভি চ্যানেল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মকে আনা হচ্ছে নয়া স্ট্রিমিং অ্যাপের আওতায় ৷ অর্থাৎ, ভারতবর্ষে 28 বিলিয়ন (মার্কিন) ডলার ভ্যালুয়েশনের মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট মার্কেটে শুরু থেকেই নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইমকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত 'জিওহটস্টার' ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: আইপিএলের ঢাকে কাঠি পড়তে হাতে সময় আর একমাসের সামান্য বেশি ৷ নতুন মরশুমের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়ক ঘোষণার সঙ্গে একটু-একটু করে বাড়ছে উত্তাপ ৷ কিন্তু কোটিপতি লিগের অষ্টাদশ সংস্করণের আগে খারাপ খবর অনুরাগীদের জন্য ৷ দু'মাসের ধরে ক্রিকেট উৎসব এবার নির্বিঘ্নে দেখতে করতে হলে খসবে গাঁটের কড়ি ৷ অর্থাৎ, নতুন মরশুমে মোবাইলে আইপিএলের স্ট্রিমিং উপভোগ করতে হলে একটা নির্দিষ্ট সময় পর উপভোক্তাদের সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটের সাবস্ক্রিপশন নিতে হবে ৷

নয়া অ্যাপে আইপিএল 2025: দু'বছর আগে অর্থাৎ, 2023 সালে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের লাইভ স্ট্রিমিংয় স্বত্ত্ব পাওয়ার পর জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে বিনামূল্যেই দেখা গিয়েছে আইপিএল ৷ কিন্তু এবার জিও সিনেমা নয়, আইপিএলের লাইভ স্ট্রিমিং দেখা যাবে নয়া স্ট্রিমিং অ্যাপ 'জিওহটস্টার'-এ ৷ গতবছর ওয়াল্ট ডিজনি'র সঙ্গে গাঁটছড়া বেঁধে নয়া ভেঞ্চার তৈরি করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৷ সেই যৌথ ভেঞ্চারের নয়া স্ট্রিমিং অ্যাপ এই 'জিওহটস্টার' ৷ 'ডিজনি প্লাস হটস্টার'কে রিব্র্যান্ড করে শুক্রবারই এদেশে লঞ্চ হচ্ছে এই অ্যাপ ৷

নির্বিঘ্নে আইপিএল উপভোগ করতে নিতে হবে সাবস্ক্রিপশন: সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, নয়া স্ট্রিমিং অ্যাপে এবার আর বিনামূল্যে আইপিএলের পুরো মরশুম উপভোগ করতে পারবেন না অনুরাগীরা ৷ একাধিক সূত্র মারফৎ সংবাদসংস্থাকে জানানো হয়েছে, হাইব্রিড মডেলে নয়া অ্যাপে স্ট্রিমিং হবে আইপিএল ৷ সুতরাং, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিনামূল্যেই ম্য়াচ দেখবেন অনুরাগীরা ৷ কিন্তু বরাদ্দ সময় পেরিয়ে গেলেই দর্শকদের যেতে হবে সাবস্ক্রিপশনের আওতায় ৷ কেবল আইপিএল নয়, অন্য়ান্য প্রায় সমস্ত কনটেন্টই হাইব্রিড মডেলে স্ট্রিমিং হবে এই অ্য়াপে ৷

সংবাদসংস্থা রয়টার্স'কে এক সূত্র বলেছে, "ব্যবহারকারীরা নয়া অ্যাপের সঙ্গে সড়গড় হয়ে বিনামূল্যে নিয়মিত কনটেন্ট দেখা শুরু করলেই তাঁদের সাবস্ক্রিপশনের আওতায় নিয়ে আসা হবে ৷"

কেমন হবে সাবস্ক্রিপশন প্ল্যান: সূত্রের তরফে সংবাদসংস্থাকে জানানো হয়েছে, তিনমাসের জন্য নয়া স্ট্রিমিং অ্য়াপের ন্যূনতম প্ল্যান রাখা হবে 149 টাকা ৷ বিজ্ঞাপন-ফ্রি কনটেন্ট উপভোগ করতে হলে সেক্ষেত্রে খরচ হবে 499 টাকা ৷

রিলায়েন্স এবং ডিজনির এই যৌথ ভেঞ্চারে একশোরও বেশি টিভি চ্যানেল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মকে আনা হচ্ছে নয়া স্ট্রিমিং অ্যাপের আওতায় ৷ অর্থাৎ, ভারতবর্ষে 28 বিলিয়ন (মার্কিন) ডলার ভ্যালুয়েশনের মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট মার্কেটে শুরু থেকেই নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইমকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত 'জিওহটস্টার' ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.