Priyanka Gandhi: গৃহবন্দি অবস্থায় ঘর পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিয়ো - অজয় মিশ্র
🎬 Watch Now: Feature Video
সীতাপুরের পুলিশ লাইনে আটক হওয়ার পর ঝাঁটা হাতে দেখা গেল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে ৷ তাঁকে যে ঘরে রাখা হয়েছে, সেই ঘরে ঝাড়ু দিতে দেখা গিয়েছে ৷ কংগ্রেসের তরফে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ৷ আজ লখিমপুর খারি যাওয়ার পথে প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের সীতাপুরের হরগাঁওতে প্রিয়াঙ্কাকে আটক করার চেষ্টা হলে, তিনি বাধা দেন বলে অভিযোগ ৷ যোগী সরকার এবং তাঁর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রিয়াঙ্কা ৷ প্রসঙ্গত, গতকাল লখিমপুরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময়, একটি গাড়ি কৃষকদের পিষে দেয় বলে অভিযোগ ৷ সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর অজয় মিশ্রের ছেলে আকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ পুলিশ সেই ঘটনায় আকাশের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছে ৷ বর্তমানে লখিমপুরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে 144 ধারা জারি করা হয়েছে ৷ কিন্তু, 144 ধারা উপেক্ষা করে সেখানে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কাকে পুলিশ আটকায় ৷