Elephant Attack ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু মহিলার - হাতির হানা ঘটিডুবা গ্রামে
🎬 Watch Now: Feature Video
হাতির হানায় আগেই মৃত্যু হয়েছে তিনজনের (Elephant Attack) ৷ শুক্রবার ফের হাতির হানায় ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের ঘটিডুবা গ্রামে মৃত্যু হল একজনের (Elephant Attack in Jhargram)। মৃত মহিলার নাম লক্ষ্মী মাহাতো (65)। এদিন সকাল 9টার লক্ষ্মী মাহাতো কৃষিজমির দিকে যাচ্ছিলেন । সেই সময় একটি দাঁতাল হাতি জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎই তাঁর সামনে চলে আসে। হাতিটিকে দেখে লক্ষ্মীদেবী পালানোর চেষ্টা করলে শুঁড়ে তুলে তাঁকে আছাড় মারতে থাকে হাতিটি ৷ গ্রামবাসীরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাঁকে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।